ETV Bharat / science-and-technology

WhatsApp update on Microsoft Store নয়া উইন্ডোজ অ্যাপ আনছে হোয়াটসঅ্যাপ, জেনে নিন কী কী সুবিধা থাকছে তাতে

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নতুন যে অ্যাপ লঞ্চ করা হচ্ছে তাতে হোয়াটসঅ্যাপকে দ্রুত প্রতিক্রিয়াশীল করে তুলবে ৷ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে চারটি ডিভাইস লিঙ্ক করা যাবে এখন থেকে (WhatsApp update on Microsoft Store) ৷

WhatsApp update on Microsoft Store  News
হোয়াটসঅ্যাপ আনছে নতুন উইন্ডোজ অ্যাপ জেনে নিন থাকছে কী কী সুবিধা
author img

By

Published : Aug 17, 2022, 3:49 PM IST

সান ফ্রান্সিসকো, 17 অগস্ট: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর (WhatsApp update on Microsoft Store) ৷ হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অন্য ডিভাইসে কানেক্টের জন্য আর কোনও লিংক ব্যবহার করতে হবে না ৷ এরজন্য নতুন অ্যাপ লঞ্চ করার কথা ঘোষণা করা হয়েছে কর্তৃপক্ষের তরফে ৷

'দ্য ভার্জ'-এর মতে, 'মেটা' অধিগৃহীত হোয়াটসঅ্যাপ-এর সাইটে একটি তরতাজা উইন্ডোজ অ্যাপের কথা ঘোষণা করা হয়েছে ৷ যা বিটা-র বাইরে গিয়ে মাইক্রোসফ্ট স্টোরে ডাউনলোড করার জন্য উপলব্ধ করা হয়েছে । আগে, উইন্ডোজ ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপের ওয়েব-ভিত্তিক ডেস্কটপ অ্যাপ ডাউনলোড করতে হতো বা তাদের ওয়েব ব্রাউজার থেকে মেসেজিং পরিষেবা উপলব্ধ করতে হতো । রিপোর্টে বলা হয়েছে, নতুন অ্যাপটি হোয়াটসঅ্যাপকে দ্রুত প্রতিক্রিয়াশীল করে তুলবে ৷

আরও পড়ুন: গত সাতবছরে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে ফেসবুক ব্যবহার, বলছে সমীক্ষা

হোয়াটসঅ্যাপের উইন্ডোজ অ্যাপের ইন্টারফেসে সামান্য স্বচ্ছতা আনা হয়েছে ৷ সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হল, ব্যবহারকারীদের ফোন এবং ডেস্কটপ অ্যাপের মধ্যে সিঙ্ক করতে তাদের ফোন অনলাইনে রাখতে হবে না । এছাড়া দু'টি ভার্সনের মধ্যে আর বিশেষ কোনও তফাৎ নেই ৷

হোয়াটসঅ্যাপের মাল্টি-ডিভাইস ফিচারটি এখন আর বিটা ভার্সনে পাওয়াও যাবে না ৷ এই ফিচারটিকে সম্পূর্ণভবে রোল আউট করে দেওয়া হয়েছে ৷ এবার ব্যবহারকারীরা ফোন ছাড়াই তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে চারটি ডিভাইস লিঙ্ক করতে পারবেন ৷

সান ফ্রান্সিসকো, 17 অগস্ট: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর (WhatsApp update on Microsoft Store) ৷ হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অন্য ডিভাইসে কানেক্টের জন্য আর কোনও লিংক ব্যবহার করতে হবে না ৷ এরজন্য নতুন অ্যাপ লঞ্চ করার কথা ঘোষণা করা হয়েছে কর্তৃপক্ষের তরফে ৷

'দ্য ভার্জ'-এর মতে, 'মেটা' অধিগৃহীত হোয়াটসঅ্যাপ-এর সাইটে একটি তরতাজা উইন্ডোজ অ্যাপের কথা ঘোষণা করা হয়েছে ৷ যা বিটা-র বাইরে গিয়ে মাইক্রোসফ্ট স্টোরে ডাউনলোড করার জন্য উপলব্ধ করা হয়েছে । আগে, উইন্ডোজ ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপের ওয়েব-ভিত্তিক ডেস্কটপ অ্যাপ ডাউনলোড করতে হতো বা তাদের ওয়েব ব্রাউজার থেকে মেসেজিং পরিষেবা উপলব্ধ করতে হতো । রিপোর্টে বলা হয়েছে, নতুন অ্যাপটি হোয়াটসঅ্যাপকে দ্রুত প্রতিক্রিয়াশীল করে তুলবে ৷

আরও পড়ুন: গত সাতবছরে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে ফেসবুক ব্যবহার, বলছে সমীক্ষা

হোয়াটসঅ্যাপের উইন্ডোজ অ্যাপের ইন্টারফেসে সামান্য স্বচ্ছতা আনা হয়েছে ৷ সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হল, ব্যবহারকারীদের ফোন এবং ডেস্কটপ অ্যাপের মধ্যে সিঙ্ক করতে তাদের ফোন অনলাইনে রাখতে হবে না । এছাড়া দু'টি ভার্সনের মধ্যে আর বিশেষ কোনও তফাৎ নেই ৷

হোয়াটসঅ্যাপের মাল্টি-ডিভাইস ফিচারটি এখন আর বিটা ভার্সনে পাওয়াও যাবে না ৷ এই ফিচারটিকে সম্পূর্ণভবে রোল আউট করে দেওয়া হয়েছে ৷ এবার ব্যবহারকারীরা ফোন ছাড়াই তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে চারটি ডিভাইস লিঙ্ক করতে পারবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.