ETV Bharat / science-and-technology

God Particle : ঈশ্বরকণা আবিষ্কারের সঙ্গে যুক্ত দাসনগরের লেদ কারখানার শ্রমিকরা, স্বীকৃতি দিতে উদ্যোগী রাজ্য সরকার - ঈশ্বরকণায় পশ্চিমবঙ্গের অবদান

কাজ করার সময় কেউই জানতেন না কী মহান কাজের সঙ্গে যুক্ত হতে চলেছেন তাঁরা ৷ জানার পর সকলেই গর্ব অনুভব করছেন ৷ এতো গর্বিত হওয়ারই জিনিস ৷ ঈশ্বরকণা (God Particle) আবিষ্কারের একটা অংশের সঙ্গে যুক্ত হয়েছেন হাওড়ার কয়েকজন শ্রমিক ৷ কর্মদক্ষতার মাধ্যমে পশ্চিমবঙ্গকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন তাঁরা ৷ তাঁদের অভিনন্দন জানাতে রাজ্য সরকার সংবর্ধনা দেবে ওইসব বিশ্বকর্মাদের ৷ মে দিবসে এর চেয়ে সুখবর আর কীই বা হতে পারে ৷

God Particles
ঈশ্বরকণা
author img

By

Published : May 1, 2022, 4:02 PM IST

Updated : May 1, 2022, 4:27 PM IST

হাওড়া, 1 মে : ঈশ্বরকণা আবিষ্কারকে কেন্দ্র করে বছর দশেক আগে উত্তাল হয় গোটা বিশ্ব । অণু ও পরমাণুকে ভেঙে এক বিশেষ কণাতে নিয়ে আসার যে বিশেষ যন্ত্র, তা বিশেষভাবে পরীক্ষা নিরীক্ষা চালানো হয় জেনিভার সার্ন কেন্দ্রে । আর এই বিশেষ যন্ত্রটি তৈরিতে লেগেছিল বহু ধাতব অংশ । পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যা তৈরি করা হয়েছিল । তারই মধ্যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্রের একটি ধাতব হোল্ডার তৈরি করা হয় হাওড়ার দাসনগরের লেদ কারখানায় ।

জেনিভার সার্ন কেন্দ্রের ওই হাইড্রো কোলাইড মেশিনের কথা বিশ্বের সব মানুষ জানলেও হাওড়ার এই লেদ কারখানার কথা রয়ে গিয়েছে বিস্মৃতির অতলে । হাওড়া ফুল মেলা কমিটির ব্যবস্থাপনায় ও সমবায়মন্ত্রী অরূপ রায়ের উদ্যোগে এই ধাতব হোল্ডার তৈরির সঙ্গে যুক্ত শ্রমিকদের বিশেষ সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে (WB Government Will Recognize the Workers Involved in the Discovery of God Particles) । পৃথিবীর বহু উন্নত দেশে এই ধাতব হোল্ডার তৈরির চেষ্টা হলেও হাওড়ার এই লেদ মেশিনে তৈরি হোল্ডারের মতো নিখুঁত তৈরি সম্ভব হয়নি । তারপর হাওড়ার কদমতলার এই আট বাই আট মাপের লেদ কারখানায় খালি গায়ে কাজ করা শ্রমিকেরা 100 শতাংশ নিখুঁতভাবে তৈরি করে দেন এই হোল্ডার ।

আরও পড়ুন : দশকের বিজ্ঞান চর্চা

এই হোল্ডার তৈরির যে টিম এখানে কাজ করেছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন কালীপদ প্রামাণিক, বুদ্ধদেব দে, সনাতন হাজরা, সনৎ পাল ও প্রকাশ ভট্টাচার্যরা ৷ এই শ্রমিকদের বিষয়ে সমবায়মন্ত্রী অরূপ রায় জানান, হাওড়াকে শেফিল্ড তকমার এঁরাই কারিগর । এঁরাই আধুনিক যুগের বিশ্বকর্মা । এঁদের জন্যই সারা বিশ্বে হাওড়ার নাম ছড়িয়ে পড়েছে । এঁদের তৈরি হোল্ডারের নিখুঁত গঠনের কারণেই ঈশ্বরকণা আবিষ্কারের পথ অনেক মসৃণ হয় ।

ঈশ্বরকণা আবিষ্কারের সঙ্গে যুক্ত হতে পেরে যা বলছেন দাসনগরের কারিগররা

ওই কারখানাতে কর্মরত সঞ্জয় দাস জানান, এই কাজের বরাত পেয়েছিলেন কলকাতার নরেন্দ্র অ্যান্ড নরেন্দ্র নামের কোম্পানির মুখোপাধ্যায় বাবু । বরাত সরাসরি না পেলেও এই কারখানাতেই তাঁরা ওই হোল্ডার তৈরি করেন । তবে তৈরির সময় তাঁরা জানতেন না এর ব্যবহার আর মূল্য কী । আজ তা জানতে পেরে তাঁরা গর্ব অনুভব করছেন ।

আরও পড়ুন : হিমবাহ গলে যাওয়া আটকাতে কমাতে হবে কার্বন কণা, বিশ্ব ব্যাঙ্কের গবেষণায় তথ্য

সঞ্জয়বাবু আরও জানান, এই ধরণের কাজ যদি ফের পান তবে নিখুঁতভাবে তা সম্পন্ন করবেন । এই ধরণের কাজ করার সুদক্ষ শ্রমিক ও যন্ত্র তাঁদের রয়েছে । রাজ্য সরকার পাশে দাঁড়ালে তাঁরা এই ধরণের কাজে মনোনিবেশ করতে পারবেন ৷

একই দাবি ওই কারখানার ব্যবস্থাপক সুধীর মাইতিরও ৷ তাঁর কথায়, "জানতাম না এই ধরণের কাজের মাধ্যমে বিশ্বের এত বড় ঘটনার সঙ্গে জুড়ে গিয়েছি । এটা ভাবলেই শিহরণ জাগছে । ওই কাজ শেষ করতে তিন মাস সময় লেগেছিল । চার থেকে পাঁচজন শ্রমিক লাগাতার তিন মাস ধরে ওই হোল্ডার তৈরিতে ব্যস্ত ছিল । এই কাজ করে হাওড়ার নাম বিশ্বে ছড়িয়ে পড়েছে । একজন ভারতীয় হিসাবে গর্বিত ।"

আরও পড়ুন : Shanti Swarup Bhatnagar Prize : বিজ্ঞানক্ষেত্রে দেশের সর্বোচ্চ পুরস্কার পাচ্ছে ঘরের ছেলে, খুশির হাওয়া দিনহাটায়

প্রসঙ্গত, 2012 সালে ইউরোপের সুইজারল্যান্ডের রাজধানী জেনিভার কাছে মহাবিশ্বের সৃষ্টি রহস্য উন্মোচনে স্থাপিত সুবিশাল যন্ত্র লার্জ হ্যাড্রন কোলাইডারের মাধ্যমে আবিষ্কৃত হয় ওই কণার অস্তিত্ব । বলা হয়, বিজ্ঞান গবেষণায় গত অর্ধশতাব্দীর মধ্যে সবচেয়ে বড় ঘটনা ছিল এটি । গ্রীষ্মে লার্জ হ্যাডরন কোলাইডর যন্ত্র যে কণার সন্ধান দিয়েছিল, তা প্রকৃতপক্ষে 'ঈশ্বরকণা'রই একটি বিশেষ রূপ বলে সার্নের তরফ থেকে দাবি করা হয় ।

আরও পড়ুন : Chandrayaan-2 : চাঁদে জলের কণা ? চন্দ্রযান-2-এর জোগাড় করা তথ্যে মিলল ইঙ্গিত

হাওড়া, 1 মে : ঈশ্বরকণা আবিষ্কারকে কেন্দ্র করে বছর দশেক আগে উত্তাল হয় গোটা বিশ্ব । অণু ও পরমাণুকে ভেঙে এক বিশেষ কণাতে নিয়ে আসার যে বিশেষ যন্ত্র, তা বিশেষভাবে পরীক্ষা নিরীক্ষা চালানো হয় জেনিভার সার্ন কেন্দ্রে । আর এই বিশেষ যন্ত্রটি তৈরিতে লেগেছিল বহু ধাতব অংশ । পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যা তৈরি করা হয়েছিল । তারই মধ্যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্রের একটি ধাতব হোল্ডার তৈরি করা হয় হাওড়ার দাসনগরের লেদ কারখানায় ।

জেনিভার সার্ন কেন্দ্রের ওই হাইড্রো কোলাইড মেশিনের কথা বিশ্বের সব মানুষ জানলেও হাওড়ার এই লেদ কারখানার কথা রয়ে গিয়েছে বিস্মৃতির অতলে । হাওড়া ফুল মেলা কমিটির ব্যবস্থাপনায় ও সমবায়মন্ত্রী অরূপ রায়ের উদ্যোগে এই ধাতব হোল্ডার তৈরির সঙ্গে যুক্ত শ্রমিকদের বিশেষ সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে (WB Government Will Recognize the Workers Involved in the Discovery of God Particles) । পৃথিবীর বহু উন্নত দেশে এই ধাতব হোল্ডার তৈরির চেষ্টা হলেও হাওড়ার এই লেদ মেশিনে তৈরি হোল্ডারের মতো নিখুঁত তৈরি সম্ভব হয়নি । তারপর হাওড়ার কদমতলার এই আট বাই আট মাপের লেদ কারখানায় খালি গায়ে কাজ করা শ্রমিকেরা 100 শতাংশ নিখুঁতভাবে তৈরি করে দেন এই হোল্ডার ।

আরও পড়ুন : দশকের বিজ্ঞান চর্চা

এই হোল্ডার তৈরির যে টিম এখানে কাজ করেছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন কালীপদ প্রামাণিক, বুদ্ধদেব দে, সনাতন হাজরা, সনৎ পাল ও প্রকাশ ভট্টাচার্যরা ৷ এই শ্রমিকদের বিষয়ে সমবায়মন্ত্রী অরূপ রায় জানান, হাওড়াকে শেফিল্ড তকমার এঁরাই কারিগর । এঁরাই আধুনিক যুগের বিশ্বকর্মা । এঁদের জন্যই সারা বিশ্বে হাওড়ার নাম ছড়িয়ে পড়েছে । এঁদের তৈরি হোল্ডারের নিখুঁত গঠনের কারণেই ঈশ্বরকণা আবিষ্কারের পথ অনেক মসৃণ হয় ।

ঈশ্বরকণা আবিষ্কারের সঙ্গে যুক্ত হতে পেরে যা বলছেন দাসনগরের কারিগররা

ওই কারখানাতে কর্মরত সঞ্জয় দাস জানান, এই কাজের বরাত পেয়েছিলেন কলকাতার নরেন্দ্র অ্যান্ড নরেন্দ্র নামের কোম্পানির মুখোপাধ্যায় বাবু । বরাত সরাসরি না পেলেও এই কারখানাতেই তাঁরা ওই হোল্ডার তৈরি করেন । তবে তৈরির সময় তাঁরা জানতেন না এর ব্যবহার আর মূল্য কী । আজ তা জানতে পেরে তাঁরা গর্ব অনুভব করছেন ।

আরও পড়ুন : হিমবাহ গলে যাওয়া আটকাতে কমাতে হবে কার্বন কণা, বিশ্ব ব্যাঙ্কের গবেষণায় তথ্য

সঞ্জয়বাবু আরও জানান, এই ধরণের কাজ যদি ফের পান তবে নিখুঁতভাবে তা সম্পন্ন করবেন । এই ধরণের কাজ করার সুদক্ষ শ্রমিক ও যন্ত্র তাঁদের রয়েছে । রাজ্য সরকার পাশে দাঁড়ালে তাঁরা এই ধরণের কাজে মনোনিবেশ করতে পারবেন ৷

একই দাবি ওই কারখানার ব্যবস্থাপক সুধীর মাইতিরও ৷ তাঁর কথায়, "জানতাম না এই ধরণের কাজের মাধ্যমে বিশ্বের এত বড় ঘটনার সঙ্গে জুড়ে গিয়েছি । এটা ভাবলেই শিহরণ জাগছে । ওই কাজ শেষ করতে তিন মাস সময় লেগেছিল । চার থেকে পাঁচজন শ্রমিক লাগাতার তিন মাস ধরে ওই হোল্ডার তৈরিতে ব্যস্ত ছিল । এই কাজ করে হাওড়ার নাম বিশ্বে ছড়িয়ে পড়েছে । একজন ভারতীয় হিসাবে গর্বিত ।"

আরও পড়ুন : Shanti Swarup Bhatnagar Prize : বিজ্ঞানক্ষেত্রে দেশের সর্বোচ্চ পুরস্কার পাচ্ছে ঘরের ছেলে, খুশির হাওয়া দিনহাটায়

প্রসঙ্গত, 2012 সালে ইউরোপের সুইজারল্যান্ডের রাজধানী জেনিভার কাছে মহাবিশ্বের সৃষ্টি রহস্য উন্মোচনে স্থাপিত সুবিশাল যন্ত্র লার্জ হ্যাড্রন কোলাইডারের মাধ্যমে আবিষ্কৃত হয় ওই কণার অস্তিত্ব । বলা হয়, বিজ্ঞান গবেষণায় গত অর্ধশতাব্দীর মধ্যে সবচেয়ে বড় ঘটনা ছিল এটি । গ্রীষ্মে লার্জ হ্যাডরন কোলাইডর যন্ত্র যে কণার সন্ধান দিয়েছিল, তা প্রকৃতপক্ষে 'ঈশ্বরকণা'রই একটি বিশেষ রূপ বলে সার্নের তরফ থেকে দাবি করা হয় ।

আরও পড়ুন : Chandrayaan-2 : চাঁদে জলের কণা ? চন্দ্রযান-2-এর জোগাড় করা তথ্যে মিলল ইঙ্গিত

Last Updated : May 1, 2022, 4:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.