টোকিও, 23 অক্টোবর : আজকাল প্রায় অনেকের হাতেই অত্যাধুনিক স্মার্ট ওয়াচ দেখা যায় ৷ এবার এই স্মার্চ ওয়াচের পরবর্তী প্রজন্ম নিয়ে আসছে টোকিওর একটি রিসার্চ টিম ৷ ড. হাইডকি কোইকের নেতৃত্বে টোকিওর একটি রিসার্চ টিম এমনই একটি স্মার্ট ওয়াচ আবিষ্কার করেছে ৷ যাকে বলা হচ্ছে, ক্যামেরাযুক্ত 3D স্মার্ট রিস্ট ওয়াচ ৷ যার সাহায্য়ে হাতের ইশারায় কোনও কিছুকে চিনে নেওয়া যাবে ৷
নতুন এই ইনভেনশনটি নিয়ে বর্তমানে কাজ করছেন ড. হাইডিক ও তাঁর টিম ৷ তিনি জানান, এই রিস্ট ওয়াচটি তৈরির প্রথম লক্ষ্য় হল, প্রথম দেখা মাত্রই এই ঘড়িটি কোনও কিছুকে তৎক্ষণাৎ চিনে নিতে পারবে ৷ এর জন্য এই ঘড়িতে ব্য়বহার হওয়া ক্যামেরায় স্নায়বিক নেটওয়ার্ক স্থাপন করা হচ্ছে ৷ অর্থাৎ, মানুষের স্নায়ুর সংস্পর্শে এলেই ঘড়ির ক্য়ামেরা কাজ করা শুরু করবে ৷ যার নাম রাখা হয়েছে ডোরাসাল-নেট ৷ যা একদম নিখুঁতভাবে হাতের পিছনের পরিবর্তনগুলিকেও লেন্সে বন্দী করে নিতে পারবে ৷ গবেষকরা জানিয়েছেন, এই মুহূর্তে এই সিস্টেমটির পারফরম্যান্স আগের তুলনায় 20 শতাংশ উন্নতি করেছে ৷ যা আপাতত 75 শতাংশ কাজ করছে ৷
প্রাথমিক পরীক্ষায় গবেষকরা বলেন, যে স্মার্ট ডিভাইসটি নিয়ন্ত্রণের জন্য তাঁদের নিজস্ব সিস্টেমটিকে ব্য়বহার করা সম্ভব হবে ৷ উদাহরণ স্বরূপ তিনি বলেন, আঙুলের ইশারায় কোনও স্মার্ট ওয়াচের সময় পরিবর্তন করা সম্ভব হবে ৷ তাঁরা এও জানান, এই স্মার্ট ওয়াচের সাহায্য়ে নিজস্ব সিস্টেমকে ভার্চুয়াল কি-বোর্ডের মাধ্যমে ব্যবহার করা যাবে ৷ এই স্মার্ট ওয়াচে ব্যবহার হওয়া ক্যামেরার হাইয়ার ফ্রেম রেট ফাস্ট মুভমেন্টকেও নিখুঁতভাবে লেন্স বন্দী করতে সক্ষম বলে জানিয়েছেন ড. হাইডিক ৷