ETV Bharat / science-and-technology

আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাওয়া নতুন ব্যাকটেরিয়ার স্ট্রেনে মহাকাশে গাছ জন্মাবে - মহাকাশে গাছ জন্মাবে

আন্তর্জাতিক স্পেস স্টেশনে (আইএসএস) পাওয়া অভিনব ব্যাকটেরিয়াল স্ট্রেন ইঙ্গিত দিচ্ছে, এবার মহাকাশচারীরা মহাকাশে থাকাকালীন নিজেদের সব্জি নিজেরাই চাষ করে নিতে পারবেন । হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়, নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরি-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের করা একটি নতুন গবেষণায় এমনটাই উঠে এসেছে ।

আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাওয়া নতুন ব্যাকটেরিয়ার স্ট্রেনে মহাকাশে গাছ জন্মাবে
আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাওয়া নতুন ব্যাকটেরিয়ার স্ট্রেনে মহাকাশে গাছ জন্মাবে
author img

By

Published : Mar 27, 2021, 7:33 AM IST

হায়দরাবাদ, 27 মার্চ : আন্তর্জাতিক স্পেস স্টেশনের বিভিন্ন অংশ থেকে পাওয়া নতুন ব্যাকটেরিয়াল স্ট্রেন গাছেদের জন্য এমন ‘জ্বালানি’ তৈরি করতে সাহায্য করতে পারে, যাতে সেগুলো কঠিন পরিস্থিতিতেও বেঁচে থাকে । এই গবেষণার কথা প্রকাশিত হয়েছে ফ্রন্টিয়ার্স ইন মাইক্রোবায়োলজির সাম্প্রতিক সংখ্যায় ।

এই গবেষক দলের নেতৃত্বে ছিলেন নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির ড. কস্তুরী ভেঙ্কটেশ্বরন, ওয়ার্ল্ডকোয়ান্ট ইনিশিয়েটিভ ফর কোয়ান্টিটেটিভ প্রেডিকশনের সি সি ওয়াং, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আপ্পা রাও পোডিলে, যিনি গাছের বৃদ্ধি-ঘটানো ব্যাকটেরিয়ার বিশেষজ্ঞ এবং সিএসআইআরের বিজ্ঞানী ড. রামপ্রসাদ ।

এই ব্যাকটেরিয়াল স্ট্রেন মিথাইলোব্যাকটেরিয়াসি গোত্রের অন্তর্ভূক্ত । পর পর দুটো উড়ানে আইএসএসের বিভিন্ন অংশ থেকে এদের সংগ্রহ করা হয়েছে । একটি স্ট্রেনকে মিথাইলোরুব্রাস রোডেশিয়ানাম প্রজাতির বলে চিহ্নিত করা গেলেও, অন্যদিকে এতদিন পর্যন্ত অজানা ছিল, এবং এটি একেবারেই নতুন একটি প্রজাতি ।

আরও পড়ুন : যে সমস্ত গাছগাছড়া স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায়

জিন পরীক্ষা করে দেখা গেছে, এরা মিথাইলোব্যাকটিরিয়াম ইন্ডিসিয়াম প্রজাতির সঙ্গে সম্পর্কিত । তামিলনাড়ুর আন্নামালাই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক, বিখ্যাত জৈববৈচিত্র বিশেষজ্ঞ ড. আজমল খানকে সম্মান জানাতে, তাঁর নামে এই নতুন ব্যাকটিরিয়ার নাম রাখা হয়েছে মিথাইলোব্যাকটিরিয়াম আজমালি ।

জিনোম বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, মিথাইলোব্যাকটিরিয়াম আজমালির মধ্যে এমন জিনের উপস্থিতি আছে, যা গাছের বৃদ্ধি ত্বরান্বিত করে । এই আবিষ্কার সম্পর্কে বলতে গিয়ে প্রধান গবেষকরা বলেছেন যে, এই স্ট্রেনে এমন প্রয়োজনীয় জৈবপ্রযুক্তিগত বৈশিষ্ট্য আছে, যা চরমভাবাপন্ন এলাকা, যেখানে রসন ন্যূনতম, সেখানেও গাছের বৃদ্ধি ঘটাতে পারে ।

যদিও আরও গবেষণা করা হচ্ছে এটা দেখতে, যে এই ব্যাকটিরিয়া স্পেস ফার্মিংয়ের ক্ষেত্রে নতুন মোড় আনতে পারে কিনা । নাসার জেপিএলের সঙ্গে যৌথ উদ্যোগে আরও চমকপ্রদ আবিষ্কারের অপেক্ষায় রয়েছেন গবেষকরা ।

হায়দরাবাদ, 27 মার্চ : আন্তর্জাতিক স্পেস স্টেশনের বিভিন্ন অংশ থেকে পাওয়া নতুন ব্যাকটেরিয়াল স্ট্রেন গাছেদের জন্য এমন ‘জ্বালানি’ তৈরি করতে সাহায্য করতে পারে, যাতে সেগুলো কঠিন পরিস্থিতিতেও বেঁচে থাকে । এই গবেষণার কথা প্রকাশিত হয়েছে ফ্রন্টিয়ার্স ইন মাইক্রোবায়োলজির সাম্প্রতিক সংখ্যায় ।

এই গবেষক দলের নেতৃত্বে ছিলেন নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির ড. কস্তুরী ভেঙ্কটেশ্বরন, ওয়ার্ল্ডকোয়ান্ট ইনিশিয়েটিভ ফর কোয়ান্টিটেটিভ প্রেডিকশনের সি সি ওয়াং, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আপ্পা রাও পোডিলে, যিনি গাছের বৃদ্ধি-ঘটানো ব্যাকটেরিয়ার বিশেষজ্ঞ এবং সিএসআইআরের বিজ্ঞানী ড. রামপ্রসাদ ।

এই ব্যাকটেরিয়াল স্ট্রেন মিথাইলোব্যাকটেরিয়াসি গোত্রের অন্তর্ভূক্ত । পর পর দুটো উড়ানে আইএসএসের বিভিন্ন অংশ থেকে এদের সংগ্রহ করা হয়েছে । একটি স্ট্রেনকে মিথাইলোরুব্রাস রোডেশিয়ানাম প্রজাতির বলে চিহ্নিত করা গেলেও, অন্যদিকে এতদিন পর্যন্ত অজানা ছিল, এবং এটি একেবারেই নতুন একটি প্রজাতি ।

আরও পড়ুন : যে সমস্ত গাছগাছড়া স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায়

জিন পরীক্ষা করে দেখা গেছে, এরা মিথাইলোব্যাকটিরিয়াম ইন্ডিসিয়াম প্রজাতির সঙ্গে সম্পর্কিত । তামিলনাড়ুর আন্নামালাই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক, বিখ্যাত জৈববৈচিত্র বিশেষজ্ঞ ড. আজমল খানকে সম্মান জানাতে, তাঁর নামে এই নতুন ব্যাকটিরিয়ার নাম রাখা হয়েছে মিথাইলোব্যাকটিরিয়াম আজমালি ।

জিনোম বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, মিথাইলোব্যাকটিরিয়াম আজমালির মধ্যে এমন জিনের উপস্থিতি আছে, যা গাছের বৃদ্ধি ত্বরান্বিত করে । এই আবিষ্কার সম্পর্কে বলতে গিয়ে প্রধান গবেষকরা বলেছেন যে, এই স্ট্রেনে এমন প্রয়োজনীয় জৈবপ্রযুক্তিগত বৈশিষ্ট্য আছে, যা চরমভাবাপন্ন এলাকা, যেখানে রসন ন্যূনতম, সেখানেও গাছের বৃদ্ধি ঘটাতে পারে ।

যদিও আরও গবেষণা করা হচ্ছে এটা দেখতে, যে এই ব্যাকটিরিয়া স্পেস ফার্মিংয়ের ক্ষেত্রে নতুন মোড় আনতে পারে কিনা । নাসার জেপিএলের সঙ্গে যৌথ উদ্যোগে আরও চমকপ্রদ আবিষ্কারের অপেক্ষায় রয়েছেন গবেষকরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.