লখনউ, 22 অগস্ট: চাঁদের মাটিতে চন্দ্রযান 3-এর অবতরণ এখন কেবল সময়ের অপেক্ষা ৷ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়ে দিয়েছে, 23 অগস্ট বুধবার সন্ধে 6টা 4 মিনিট নাগাদ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান 3 ৷ আর এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে বিকেল 5টা 20 থেকে লাইভ করবে ইসরো ৷ এই ঘটনা রাজ্যের সমস্ত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের দেখানো হবে ৷ এর জন্য 23 অগস্ট বুধবার বিকেল 5টা 15 থেকে 6টা 15 পর্যন্ত সমস্ত স্কুল খোলা রাখার জন্য সমস্ত জেলার প্রাথমিক শিক্ষা আধিকারিক-সহ জেলা শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষদের নির্দেশ পাঠিয়েছেন উত্তরপ্রদেশ রাজ্যের স্কুল শিক্ষার মহাপরিচালক বিজয় কিরণ আনন্দ ৷ ৷
তাঁর কথায়,"মহাকাশ অনুসন্ধানের জন্য ভারতের চন্দ্রযান 3 মিশন একটি উল্লেখযোগ্য মাইলফলক তৈরি করতে চলেছে ৷ চন্দ্রযান 3 -এর সফল অবতরণ ভারতীয় বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি ও শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ৷ বাচ্চারাও যেন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয় ৷ তাই সমস্ত স্কুলের বাচ্চাদের চন্দ্রযান 3-এর অবতরণ সংক্রান্ত লাইভ সম্প্রচার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷"
তিনি আরও বলেন,"ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্কুল শিক্ষা ও সাক্ষরতা মিশন কর্তৃক একটি আদেশ জারি করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে 23 অগস্ট বিকেল 5টা 27 মিনিটে চন্দ্রযান 3-এর চাঁদে অবতরণের মুহূর্ত ইসরোর ওয়েবসাইট, ইসরোর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ডিডি ন্যাশনালে সরাসরি সম্প্রচার করা হবে ৷ এটা একটা স্মরণীয় মুহূর্ত ৷ যা শুধু কৌতূহলই জাগাবে না, আমাদের তরুণদের মনে মহাকাশে অন্বেষণের আগ্রহ জাগিয়ে তুলবে । তাই ভারতীয় বিজ্ঞান ও প্রযুক্তির শক্তির এমন উদযাপন সবাইকেই করতে হবে ৷ এছাড়া এ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণও দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।"
এই কারণে মহাপরিচালক নির্দেশ দিয়েছেন, 23 অগস্ট বিকেল 5টা 15 থেকে 6টা 15 পর্যন্ত সমস্ত স্কুল এবং মাঠে প্রতিষ্ঠানের শিক্ষকরা পড়ুয়াদের চাঁদে চন্দ্রযান-3 অবতরণের সরাসরি সম্প্রচার দেখানোর । এই সম্প্রচারটি দেখানোর জন্য সমস্ত শিক্ষককে স্কুলে সম্পূর্ণ ব্যবস্থা করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে ।
আরও পড়ুন: অপেক্ষার 48 ঘণ্টা, চন্দ্রযান 3-এর ল্যান্ডার মডিউলের সঙ্গে সফল যোগ স্থাপন করল চন্দ্রযান 2