ETV Bharat / science-and-technology

NASA নয় ! বিক্রমের অবস্থান প্রথম চিহ্নিত করেছিল ISRO - NASA জানায় চন্দ্রযান 2-র  হার্ড ল্যান্ডিং হয়েছে

ISRO প্রধান কে সিভান একটি ইন্টারভিউতে জানান , আগেই চাঁদে বিক্রমের অবস্থান চিহ্নিত করেছিল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) ৷ ISRO-র ওয়েবসাইটে তা প্রকাশিতও হয়েছিল ৷

isro
isro
author img

By

Published : Dec 4, 2019, 1:40 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

বেঙ্গালুরু , 4 ডিসেম্বর : NASA নয় , চন্দ্রপৃষ্ঠে ল্য়ান্ডার বিক্রম-এর অবস্থান আগেই চিহ্নিত করেছিল ISRO (ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন) ৷ ISRO প্রধান কে সিভান সাংবাদিক বৈঠকে এই দাবি করেন ৷ তিনি জানান, বিষয়টি আগেই ISRO-র ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ৷ সেই তথ্য ওয়েবসাইট থেকেই যে কেউ জানতে পারবেন ।

গতকাল প্রকাশ্যে আসে সুব্রমনিয়ানের টুইট ৷ চেন্নাইতে কর্মরত মেকানিকাল ইঞ্জিনিয়ার শানমুগা সুব্রামনিয়ান চন্দ্রপৃষ্ঠে বিক্রমের ভগ্নাবশেষের সন্ধান পেয়েছেন বলে দাবি করেন ৷ সেই তথ্য তিনি NASA-কে জানান । পরে NASA-র তরফে বিষয়টি স্বীকার করা হয় ।

শুনুন কে সিভানের বক্তব্য

শানমুগা টুইট করেন , "বিক্রম ল্যান্ডার খুঁজে পাওয়ার কৃতিত্ব NASA আমায় দিয়েছে ৷ " এই সংক্রান্ত NASA-র ইমেলের প্রিন্টশটও তিনি টুইটে আপলোড করেন ৷ সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শানমুগা বলেন , "NASA বিক্রম ল্যান্ডারকে খুঁজে পাচ্ছিল না ৷ আমি এই বিষয়টি একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম ৷ আমি প্রতিদিন 7 থেকে 8 ঘণ্টা চন্দ্রপৃষ্ঠের ছবিগুলি খুঁটিয়ে দেখতাম । শেষ পর্যন্ত আমি সফল হই ৷ "

গতকাল NASA এক বিবৃতিতে জানায়, শানমুগার দাবি ঠিক ৷ চন্দ্রপৃষ্ঠে যেখানে আছড়ে পড়েছিল বিক্রম তার থেকে উত্তর-পশ্চিমে 750 মিটার দূরে ভগ্নাবশেষের সন্ধান পাওয়া গেছে । NASA LRO অরবিটের ছবি তুলে তা টুইটারে প্রকাশ করেছে । অথচ কে সিভানের দেওয়া ইন্টারভিউর তথ্য অনুযায়ী অনেক আগেই বিক্রমের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছিল ISRO ৷

উল্লেখ্য , 22 জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় GSLV MARKIII রকেট থেকে চন্দ্রযান-2 এর উৎক্ষেপণ করা হয় । চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার আগেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ISRO-র । কয়েকদিন পরে NASA জানায় চন্দ্রযান 2-র হার্ড ল্যান্ডিং হয়েছে ।

বেঙ্গালুরু , 4 ডিসেম্বর : NASA নয় , চন্দ্রপৃষ্ঠে ল্য়ান্ডার বিক্রম-এর অবস্থান আগেই চিহ্নিত করেছিল ISRO (ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন) ৷ ISRO প্রধান কে সিভান সাংবাদিক বৈঠকে এই দাবি করেন ৷ তিনি জানান, বিষয়টি আগেই ISRO-র ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ৷ সেই তথ্য ওয়েবসাইট থেকেই যে কেউ জানতে পারবেন ।

গতকাল প্রকাশ্যে আসে সুব্রমনিয়ানের টুইট ৷ চেন্নাইতে কর্মরত মেকানিকাল ইঞ্জিনিয়ার শানমুগা সুব্রামনিয়ান চন্দ্রপৃষ্ঠে বিক্রমের ভগ্নাবশেষের সন্ধান পেয়েছেন বলে দাবি করেন ৷ সেই তথ্য তিনি NASA-কে জানান । পরে NASA-র তরফে বিষয়টি স্বীকার করা হয় ।

শুনুন কে সিভানের বক্তব্য

শানমুগা টুইট করেন , "বিক্রম ল্যান্ডার খুঁজে পাওয়ার কৃতিত্ব NASA আমায় দিয়েছে ৷ " এই সংক্রান্ত NASA-র ইমেলের প্রিন্টশটও তিনি টুইটে আপলোড করেন ৷ সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শানমুগা বলেন , "NASA বিক্রম ল্যান্ডারকে খুঁজে পাচ্ছিল না ৷ আমি এই বিষয়টি একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম ৷ আমি প্রতিদিন 7 থেকে 8 ঘণ্টা চন্দ্রপৃষ্ঠের ছবিগুলি খুঁটিয়ে দেখতাম । শেষ পর্যন্ত আমি সফল হই ৷ "

গতকাল NASA এক বিবৃতিতে জানায়, শানমুগার দাবি ঠিক ৷ চন্দ্রপৃষ্ঠে যেখানে আছড়ে পড়েছিল বিক্রম তার থেকে উত্তর-পশ্চিমে 750 মিটার দূরে ভগ্নাবশেষের সন্ধান পাওয়া গেছে । NASA LRO অরবিটের ছবি তুলে তা টুইটারে প্রকাশ করেছে । অথচ কে সিভানের দেওয়া ইন্টারভিউর তথ্য অনুযায়ী অনেক আগেই বিক্রমের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছিল ISRO ৷

উল্লেখ্য , 22 জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় GSLV MARKIII রকেট থেকে চন্দ্রযান-2 এর উৎক্ষেপণ করা হয় । চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার আগেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ISRO-র । কয়েকদিন পরে NASA জানায় চন্দ্রযান 2-র হার্ড ল্যান্ডিং হয়েছে ।

Hyderabad, Dec 03 (ANI): While speaking to ANI in an exclusive interview, father of the woman veterinarian who was raped and murdered in Telangana on November 27 spoke on several issues. He said, "The culprits must be punished as soon as possible. Laws have been made, but they are not being implemented take Nirbhaya's case, the culprits must be hanged till death."
Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.