ETV Bharat / science-and-technology

২০১৯-এ বন্ধ হচ্ছে গুগল অ্যালো - Allo

গুগল অ্যালো বন্ধের কথা ঘোষণা করল সংস্থা। এরআগে তথ্য ফাঁসের কারণে গুগল প্লাস বন্ধ করে সংস্থা। এরপর ২০২০ সালের মধ্যে হ্যাংআউট বন্ধের কথা ঘোষণা করে।

প্রতীকী ছবি
author img

By

Published : Feb 7, 2019, 8:38 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

দিল্লি, ৭ ফেব্রুয়ারি : গুগল অ্যালো বন্ধের কথা ঘোষণা করল সংস্থা। এইবছর মার্চ মাসের মধ্যে তারা অ্যাপটি বন্ধ করে দেবে বলে এক বিজ্ঞপ্তিতে জানায়।

গতবছর এপ্রিল মাসে অ্যালোতে বিনিয়োগ করা বন্ধ করে দেয় গুগল। তার বদলে অ্যান্ড্রয়েড মেসেজ অ্যাপে বিনিয়োগ শুরু করে। মেসেজিং অভিজ্ঞতাকে আরও উন্নত করতে গুগল তাদের অ্যান্ড্রয়েড মেসেজ অ্যাপটিকে উন্নত করছে। যারফলে বন্ধ করতে চলেছে অ্যালো। ইতিমধ্যে অ্যালো ব্যবহারকারীদের তাদের চ্যাটের ব্যাকআপ নিতে বলেছে।

গুগল একটি ব্লগ পোস্টে জানায়, তারা প্রায় ৪০টি সংস্থার সঙ্গে চুক্তি করেছে মেসেজিং অভিজ্ঞতাকে আরও উন্নত করতে। প্রতিমাসে বিশ্বজুড়ে ১৭৫ মিলিয়ন ব্যবহারকারী অ্যান্ড্রয়েড মেসেজ অ্যাপটি ব্যবহার করছে। তারা জানায়, অ্যালো বন্ধের ফলে তারা অ্যান্ড্রয়েড মেসেজকে আরও স্মার্ট করবে। আরও অনেক ফিচার আনবে তারা।

এরআগে তথ্য ফাঁসের কারণে গুগল প্লাস বন্ধ করে সংস্থা। এরপর ২০২০ সালের মধ্যে হ্যাংআউট বন্ধের কথা ঘোষণা করে।

দিল্লি, ৭ ফেব্রুয়ারি : গুগল অ্যালো বন্ধের কথা ঘোষণা করল সংস্থা। এইবছর মার্চ মাসের মধ্যে তারা অ্যাপটি বন্ধ করে দেবে বলে এক বিজ্ঞপ্তিতে জানায়।

গতবছর এপ্রিল মাসে অ্যালোতে বিনিয়োগ করা বন্ধ করে দেয় গুগল। তার বদলে অ্যান্ড্রয়েড মেসেজ অ্যাপে বিনিয়োগ শুরু করে। মেসেজিং অভিজ্ঞতাকে আরও উন্নত করতে গুগল তাদের অ্যান্ড্রয়েড মেসেজ অ্যাপটিকে উন্নত করছে। যারফলে বন্ধ করতে চলেছে অ্যালো। ইতিমধ্যে অ্যালো ব্যবহারকারীদের তাদের চ্যাটের ব্যাকআপ নিতে বলেছে।

গুগল একটি ব্লগ পোস্টে জানায়, তারা প্রায় ৪০টি সংস্থার সঙ্গে চুক্তি করেছে মেসেজিং অভিজ্ঞতাকে আরও উন্নত করতে। প্রতিমাসে বিশ্বজুড়ে ১৭৫ মিলিয়ন ব্যবহারকারী অ্যান্ড্রয়েড মেসেজ অ্যাপটি ব্যবহার করছে। তারা জানায়, অ্যালো বন্ধের ফলে তারা অ্যান্ড্রয়েড মেসেজকে আরও স্মার্ট করবে। আরও অনেক ফিচার আনবে তারা।

এরআগে তথ্য ফাঁসের কারণে গুগল প্লাস বন্ধ করে সংস্থা। এরপর ২০২০ সালের মধ্যে হ্যাংআউট বন্ধের কথা ঘোষণা করে।


Srinagar, (JandK) Feb 07 (ANI): As snowfall looks beautiful in the visuals but it has certainly crippled normal life in Kashmir Valley. Due to heavy snowfall, Jammu-Srinagar Highway is closed and more than hundred vehicles got stuck in the traffic. Snow clearing operations are underway near national highway.


Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.