দিল্লি, ৭ ফেব্রুয়ারি : প্রায় ৬১ লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য বেহাত হয়েছে বিভিন্ন সংস্থার কাছে। সম্প্রতি এই তথ্য প্রকাশ করল ফেসবুক। একটি বাগের জন্য এই তথ্য বেহাত হয়েছে বলে জানানো হয়েছে।
সম্প্রতি একটি বাগ আবিষ্কার করে ফেসবুক। যার ফলে বেহাত হয়েছে ৬০ লাখ ৮০ গ্রাহকের ব্যক্তিগত ছবি। যেসব ব্যবহারকারী থার্ড পার্টি অ্যাপসকে তাদের ছবির অ্যাক্সেস দিয়ে থাকেন সেই সময় গ্রাহকদের তথ্য বেহাত হয়েছে বলে সংস্থার তরফে একটি ব্লগ পোস্টে জানানো হয়েছে।
সংস্থা জানায়, দেড় হাজার অ্যাপের কাছে বেহাত হয়েছে তথ্য। সেইই তথ্য গেছে প্রায় ৮৭৬ জন ডেভেলপারের কাছে। ১৩ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে এই ঘটনাটি ঘটেছে।