ETV Bharat / science-and-technology

বেহাত ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত ছবি - users

সম্প্রতি ফেসবুক একটি বাগ আবিষ্কার করে। যার ফলে বেহাত হয়েছে ৬০ লাখ ৮০ গ্রাহকের ব্যক্তিগত ছবি।

ফটো সৌজন্যে : Pixabay
author img

By

Published : Feb 7, 2019, 7:37 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

দিল্লি, ৭ ফেব্রুয়ারি : প্রায় ৬১ লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য বেহাত হয়েছে বিভিন্ন সংস্থার কাছে। সম্প্রতি এই তথ্য প্রকাশ করল ফেসবুক। একটি বাগের জন্য এই তথ্য বেহাত হয়েছে বলে জানানো হয়েছে।

সম্প্রতি একটি বাগ আবিষ্কার করে ফেসবুক। যার ফলে বেহাত হয়েছে ৬০ লাখ ৮০ গ্রাহকের ব্যক্তিগত ছবি। যেসব ব্যবহারকারী থার্ড পার্টি অ্যাপসকে তাদের ছবির অ্যাক্সেস দিয়ে থাকেন সেই সময় গ্রাহকদের তথ্য বেহাত হয়েছে বলে সংস্থার তরফে একটি ব্লগ পোস্টে জানানো হয়েছে।

সংস্থা জানায়, দেড় হাজার অ্যাপের কাছে বেহাত হয়েছে তথ্য। সেইই তথ্য গেছে প্রায় ৮৭৬ জন ডেভেলপারের কাছে। ১৩ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে এই ঘটনাটি ঘটেছে।

দিল্লি, ৭ ফেব্রুয়ারি : প্রায় ৬১ লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য বেহাত হয়েছে বিভিন্ন সংস্থার কাছে। সম্প্রতি এই তথ্য প্রকাশ করল ফেসবুক। একটি বাগের জন্য এই তথ্য বেহাত হয়েছে বলে জানানো হয়েছে।

সম্প্রতি একটি বাগ আবিষ্কার করে ফেসবুক। যার ফলে বেহাত হয়েছে ৬০ লাখ ৮০ গ্রাহকের ব্যক্তিগত ছবি। যেসব ব্যবহারকারী থার্ড পার্টি অ্যাপসকে তাদের ছবির অ্যাক্সেস দিয়ে থাকেন সেই সময় গ্রাহকদের তথ্য বেহাত হয়েছে বলে সংস্থার তরফে একটি ব্লগ পোস্টে জানানো হয়েছে।

সংস্থা জানায়, দেড় হাজার অ্যাপের কাছে বেহাত হয়েছে তথ্য। সেইই তথ্য গেছে প্রায় ৮৭৬ জন ডেভেলপারের কাছে। ১৩ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে এই ঘটনাটি ঘটেছে।


Mumbai, Feb 07 (ANI): Much awaited movie of 2019, 'Gully Boy', starring Ranveer Singh and Alia Bhatt, was screened in Yash Raj Film Studios, Mumbai. Film Director Zoya Akhtar arrived with friends for the special screening. Karan Johar could also be seen interacting with friends from film fraternity. Actors including Alia Bhatt and Ranveer Singh also arrived for the screening of their movie.'Gully Boy' is set to release on February 14, 2019. Its trailer and songs have garnered a lot of attention from the fans all over the country.
Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.