ETV Bharat / science-and-technology

প্রাইড এডিশন ব্রাইডেড সোলো লুপ লঞ্চ করল অ্যাপেল - অ্যাপেল ওয়াচ

অ্যাপেল ওয়াচের নতুন প্রাইড এডিশন ব্রাইডেড সোলো লুপ লঞ্চ করল অ্যাপেল ৷ ডায়নামিক ওয়াচ ফেস সহ ভারতীয় মুদ্রায় এর দাম পড়বে 7 হাজার 900 টাকা ৷ এবং প্রাইড এডিশন নাইকি স্পোর্টস লুপের দাম পড়বে 3 হাজার 900 টাকা ৷

প্রাইড এডিশন ব্রাইডেড সোলো লুপ
প্রাইড এডিশন ব্রাইডেড সোলো লুপ
author img

By

Published : May 19, 2021, 10:53 AM IST

কুপুটিনো : অ্যাপেল ওয়াচের নতুন প্রাইড এডিশন ব্রাইডেড সোলো লুপ লঞ্চ করল অ্যাপেল ৷ ডায়নামিক ওয়াচ ফেস সহ ভারতীয় মুদ্রায় এর দাম পড়বে 7 হাজার 900 টাকা ৷ এবং প্রাইড এডিশন নাইকি স্পোর্টস লুপের দাম পড়বে 3 হাজার 900 টাকা ৷

বিবিধ এলজিবিটিকিউ+ (LGBTQ+) কমিউনিটিকে সাহায্য করতে 2016 সালে অ্যাপেল বাজারে আনে তাদের ওয়াচ প্রাইড এডিশন ৷

অ্যাপেল সিইও টিম কুক বলেন, ‘‘ অনেকগুলি ফ্রন্টের মধ্যে, বিবিধ ও ছোট ছোট সম্প্রদায় গুলির সম্যতার লক্ষ্যে এখনও অসম্পূর্ণ যে কাজ চলছে, অ্যাপেল তাকে সমর্থন করে ৷ আমরা এই গর্বের মরশুমের ইতিহাসকে সম্মান ও উৎযাপন করার জন্য যথেষ্ট সুযোগ দিতে চাই ৷’’

এলজিবিটিকিউ+ (LGBTQ+) কমিউনিটির গর্বের পতাকার রামধনূ রং দক্ষতার সঙ্গে দা প্রাইড এডিশন ব্রাইডেড সোলো লুপে দেওয়া হয়েছে ৷ যা জেনারেশনের পর জেনারেশন এলজিবিটিকিউ+ (LGBTQ+) সম্প্রদায়ের আন্দোলনের ইতিহাসকে বর্ণনা করে ৷

এর অসাধারণ ব্যান্ডটি পুনর্ব্যবহারযোগ্য সুতো ও সিলিকন থ্রেড দিয়ে বুনে বানানো হয়েছে ৷ এটি বাকল ও ক্লিপ ছাড়া আরামদায়ক ডিজাইন বানানো হয়েছে ৷ নিজেদের হাতে ফিট করার জন্য গ্রাহকরা 12 টি বিভিন্ন দৈর্ঘ্যের ব্রাইডেড সোলো লুপ পছন্দ করতে পারেন ৷

কোম্পানির তরফে বলা হয়েছে, এই বছর স্পেশাল প্রাইড ওয়াচ ফেস ব্যান্ডের নতুন রঙকে প্রতিফলিত করে ৷ যা এলজিবিটিকিউ+ (LGBTQ+) সম্প্রদায়ের আন্দোলনে সম্মিলিত শক্তি এবং পারস্পরিক সমর্থনের প্রতিনিধিত্ব করে ৷

আরও পড়ুন : তখতের দাপটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গুজরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী

অ্যাপেলের তরফে বলা হয়েছে, প্রাইড এডিশন ব্রাইডেড সোলো লুপটি অ্যাপেল ওয়াচ এসসি এবং অ্যাপেল ওয়াচ সিরিজ 4 অথবা তার পূর্ববর্তী মডেলের সঙ্গে উপযুক্ত ৷ অন্যদিকে প্রাইড এডিশন নাইকি স্পোর্টস লুপ অ্যাপেল ওয়াচ সিরিজ 3 অথবা তার পূর্ববর্তী মডেলের সঙ্গে উপযুক্ত ৷

কুপুটিনো : অ্যাপেল ওয়াচের নতুন প্রাইড এডিশন ব্রাইডেড সোলো লুপ লঞ্চ করল অ্যাপেল ৷ ডায়নামিক ওয়াচ ফেস সহ ভারতীয় মুদ্রায় এর দাম পড়বে 7 হাজার 900 টাকা ৷ এবং প্রাইড এডিশন নাইকি স্পোর্টস লুপের দাম পড়বে 3 হাজার 900 টাকা ৷

বিবিধ এলজিবিটিকিউ+ (LGBTQ+) কমিউনিটিকে সাহায্য করতে 2016 সালে অ্যাপেল বাজারে আনে তাদের ওয়াচ প্রাইড এডিশন ৷

অ্যাপেল সিইও টিম কুক বলেন, ‘‘ অনেকগুলি ফ্রন্টের মধ্যে, বিবিধ ও ছোট ছোট সম্প্রদায় গুলির সম্যতার লক্ষ্যে এখনও অসম্পূর্ণ যে কাজ চলছে, অ্যাপেল তাকে সমর্থন করে ৷ আমরা এই গর্বের মরশুমের ইতিহাসকে সম্মান ও উৎযাপন করার জন্য যথেষ্ট সুযোগ দিতে চাই ৷’’

এলজিবিটিকিউ+ (LGBTQ+) কমিউনিটির গর্বের পতাকার রামধনূ রং দক্ষতার সঙ্গে দা প্রাইড এডিশন ব্রাইডেড সোলো লুপে দেওয়া হয়েছে ৷ যা জেনারেশনের পর জেনারেশন এলজিবিটিকিউ+ (LGBTQ+) সম্প্রদায়ের আন্দোলনের ইতিহাসকে বর্ণনা করে ৷

এর অসাধারণ ব্যান্ডটি পুনর্ব্যবহারযোগ্য সুতো ও সিলিকন থ্রেড দিয়ে বুনে বানানো হয়েছে ৷ এটি বাকল ও ক্লিপ ছাড়া আরামদায়ক ডিজাইন বানানো হয়েছে ৷ নিজেদের হাতে ফিট করার জন্য গ্রাহকরা 12 টি বিভিন্ন দৈর্ঘ্যের ব্রাইডেড সোলো লুপ পছন্দ করতে পারেন ৷

কোম্পানির তরফে বলা হয়েছে, এই বছর স্পেশাল প্রাইড ওয়াচ ফেস ব্যান্ডের নতুন রঙকে প্রতিফলিত করে ৷ যা এলজিবিটিকিউ+ (LGBTQ+) সম্প্রদায়ের আন্দোলনে সম্মিলিত শক্তি এবং পারস্পরিক সমর্থনের প্রতিনিধিত্ব করে ৷

আরও পড়ুন : তখতের দাপটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গুজরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী

অ্যাপেলের তরফে বলা হয়েছে, প্রাইড এডিশন ব্রাইডেড সোলো লুপটি অ্যাপেল ওয়াচ এসসি এবং অ্যাপেল ওয়াচ সিরিজ 4 অথবা তার পূর্ববর্তী মডেলের সঙ্গে উপযুক্ত ৷ অন্যদিকে প্রাইড এডিশন নাইকি স্পোর্টস লুপ অ্যাপেল ওয়াচ সিরিজ 3 অথবা তার পূর্ববর্তী মডেলের সঙ্গে উপযুক্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.