ETV Bharat / science-and-technology

Digital Identity: 490 টাকা দরে বট মার্কেটে বিকিয়েছে 6 লক্ষ ভারতীয়র ডেটা, বিশ্বজুড়ে আক্রান্ত 5 মিলিয়ন ইউজার - নর্ডভিপিএন

নর্ডভিপিএন নামক সাইবার সিকিউরিটি কোম্পানির গবেষণা অনুযায়ী, বট মার্কেটের সমস্ত ডেটার 12 শতাংশ ছিল ভারতীয় ডেটা । অনলাইনে অন্তত 50 লক্ষ মানুষের পরিচয় চুরি হয়েছে (Digital Identity) ৷

Digital Identity News
লক্ষ লক্ষ ভারতীয়ের ডেটা বট বাজারে বিক্রি হচ্ছে
author img

By

Published : Dec 9, 2022, 3:57 PM IST

Updated : Dec 9, 2022, 5:20 PM IST

নয়াদিল্লি, 9 ডিসেম্বর: 6 লক্ষ ভারতীয়ের তথ্য চুরি । বট মার্কেটে সেগুলিই বিকিয়েছে 490 টাকা দরে । বৃহস্পতিবার সাইবার নিরাপত্তা গবেষকরা এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন । বিশ্বের অন্যতম বৃহত্তম ভিপিএন পরিষেবা প্রদানকারী (VPN Service Provider) সংস্থা নর্ডভিপিএন-এর (NordVPN) গবেষণা অনুসারে, বট মার্কেটের সব ডেটার 12 শতাংশই ছিল ভারতীয় ডেটা (Digital identity data of indians sold on bot markets online identities of Indians) ৷

বট মার্কেট হল একটি অনলাইন মার্কেটপ্লেস । যেখানে হ্যাকাররা ভিকটিমের ডিভাইস থেকে বট ম্যালওয়্যার দিয়ে চুরি করা ডেটা বিক্রি করে । এই ডেটার মধ্যে থাকে লগ-ইন সংক্রান্ত তথ্য, কুকিজ, ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট, স্ক্রিনশট এবং অন্যান্য তথ্য । যা কার্যত ওই ব্যক্তির সম্পূর্ণ ডিজিটাল পরিচয় । ডেটা হ্যাকিংয়ের এই ঘটনা ইতিমধ্যেই বিশ্বব্যাপী 50 লক্ষ মানুষকে প্রভাবিত করেছে । হ্যাকাররা ওয়েবক্যাম স্ন্যাপ, স্ক্রিনশট, লগ-ইন, কুকিজ এবং ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট বিক্রি করছে ।

আরও পড়ুন: এই বিশেষ প্ল্যান 184টি দেশে নির্বিঘ্নে কাজ করবে দাবি এয়ারটেলের

গবেষক বলেন, "কমপক্ষে 5 মিলিয়ন মানুষের অনলাইন পরিচয় চুরি করা হয়েছে এবং বট মার্কেটপ্লেসে তা গড়ে 490 টাকায় বিক্রি করা হয়েছে ।" বিশ্লেষণ করা বাজার জুড়ে অন্তত 26.6 মিলিয়ন চুরি করা লগ-ইন পাওয়া গিয়েছে । এরমধ্যে রয়েছে 720,000 গুগল লগ-ইন, 654,000 মাইক্রোসফ্ট লগ-ইন এবং 647,000 ফেসবুক লগ-ইন ।

এছাড়াও, গবেষকরা 667 মিলিয়ন কুকিজ, 81,000 ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট, 538,000 অটো-ফিল ফর্ম, একাধিক ডিভাইসের স্ক্রিনশট এবং ওয়েবক্যাম স্ন্যাপ খুঁজে পেয়েছেন । সবচেয়ে জনপ্রিয় ম্যালওয়্যার যেগুলি ডেটা চুরি করে এবং সংগ্রহ করে তার মধ্যে রেডলাইন, ভিদার, র‍্যাকুন, টরাস এবং অ্যাজুরেল্ট৷ রেডলাইন সবচেয়ে জনপ্রিয় (Redline, Vidar, Raccoon, Taurus, and Azurelt) ।

রিপোর্টে বলা হয়েছে, 'বট মার্কেটপ্লেস 2018 সালে চালু হয়েছিল । তারপর থেকে নর্ডভিপিএন চুরি যাওয়া ডেটা ট্র্যাক করছে । সেখানেই এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ।' বর্তমানে সাইবার সিকিউরিটি নিয়ে ভারত-সহ প্রথম বিশ্বের দেশগুলি চিন্তিত । গত মাসেই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এর একাধিক সার্ভারে সাইবার হানা হয় । কয়েকদিনের জন্য় স্তব্ধ হয়ে গিয়েছিল এইমস-এর সার্ভার । তারপরেই এই রিপোর্টে চিন্তা আরও বাড়ল ।

নয়াদিল্লি, 9 ডিসেম্বর: 6 লক্ষ ভারতীয়ের তথ্য চুরি । বট মার্কেটে সেগুলিই বিকিয়েছে 490 টাকা দরে । বৃহস্পতিবার সাইবার নিরাপত্তা গবেষকরা এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন । বিশ্বের অন্যতম বৃহত্তম ভিপিএন পরিষেবা প্রদানকারী (VPN Service Provider) সংস্থা নর্ডভিপিএন-এর (NordVPN) গবেষণা অনুসারে, বট মার্কেটের সব ডেটার 12 শতাংশই ছিল ভারতীয় ডেটা (Digital identity data of indians sold on bot markets online identities of Indians) ৷

বট মার্কেট হল একটি অনলাইন মার্কেটপ্লেস । যেখানে হ্যাকাররা ভিকটিমের ডিভাইস থেকে বট ম্যালওয়্যার দিয়ে চুরি করা ডেটা বিক্রি করে । এই ডেটার মধ্যে থাকে লগ-ইন সংক্রান্ত তথ্য, কুকিজ, ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট, স্ক্রিনশট এবং অন্যান্য তথ্য । যা কার্যত ওই ব্যক্তির সম্পূর্ণ ডিজিটাল পরিচয় । ডেটা হ্যাকিংয়ের এই ঘটনা ইতিমধ্যেই বিশ্বব্যাপী 50 লক্ষ মানুষকে প্রভাবিত করেছে । হ্যাকাররা ওয়েবক্যাম স্ন্যাপ, স্ক্রিনশট, লগ-ইন, কুকিজ এবং ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট বিক্রি করছে ।

আরও পড়ুন: এই বিশেষ প্ল্যান 184টি দেশে নির্বিঘ্নে কাজ করবে দাবি এয়ারটেলের

গবেষক বলেন, "কমপক্ষে 5 মিলিয়ন মানুষের অনলাইন পরিচয় চুরি করা হয়েছে এবং বট মার্কেটপ্লেসে তা গড়ে 490 টাকায় বিক্রি করা হয়েছে ।" বিশ্লেষণ করা বাজার জুড়ে অন্তত 26.6 মিলিয়ন চুরি করা লগ-ইন পাওয়া গিয়েছে । এরমধ্যে রয়েছে 720,000 গুগল লগ-ইন, 654,000 মাইক্রোসফ্ট লগ-ইন এবং 647,000 ফেসবুক লগ-ইন ।

এছাড়াও, গবেষকরা 667 মিলিয়ন কুকিজ, 81,000 ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট, 538,000 অটো-ফিল ফর্ম, একাধিক ডিভাইসের স্ক্রিনশট এবং ওয়েবক্যাম স্ন্যাপ খুঁজে পেয়েছেন । সবচেয়ে জনপ্রিয় ম্যালওয়্যার যেগুলি ডেটা চুরি করে এবং সংগ্রহ করে তার মধ্যে রেডলাইন, ভিদার, র‍্যাকুন, টরাস এবং অ্যাজুরেল্ট৷ রেডলাইন সবচেয়ে জনপ্রিয় (Redline, Vidar, Raccoon, Taurus, and Azurelt) ।

রিপোর্টে বলা হয়েছে, 'বট মার্কেটপ্লেস 2018 সালে চালু হয়েছিল । তারপর থেকে নর্ডভিপিএন চুরি যাওয়া ডেটা ট্র্যাক করছে । সেখানেই এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ।' বর্তমানে সাইবার সিকিউরিটি নিয়ে ভারত-সহ প্রথম বিশ্বের দেশগুলি চিন্তিত । গত মাসেই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এর একাধিক সার্ভারে সাইবার হানা হয় । কয়েকদিনের জন্য় স্তব্ধ হয়ে গিয়েছিল এইমস-এর সার্ভার । তারপরেই এই রিপোর্টে চিন্তা আরও বাড়ল ।

Last Updated : Dec 9, 2022, 5:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.