ETV Bharat / science-and-technology

Chandrayaan-3 Mission: ইসরোর চেষ্টাতেও ঘুম ভাঙল না বিক্রম-প্রজ্ঞানের, হাল ছাড়তে নারাজ বিজ্ঞানীরা - প্রজ্ঞান

ইসরোর তরফে জানানো হয়েছে, বিক্রম ও প্রজ্ঞানের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেও তা থেকে কোনও সংকেত পাওয়া যায়নি ৷ একই সঙ্গে জানানো হয়েছে, যোগাযোগ স্থাপনের চেষ্টা অব্যাহত রয়েছে ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 8:01 PM IST

Updated : Sep 22, 2023, 11:00 PM IST

হায়দরাবাদ, 22 সেপ্টেম্বর: সূর্যালোক ফিরেছে চাঁদের মাটিতে ৷ তারপরেই ঘুম পাড়িয়ে রাখা রোভার ও ল্যান্ডারকে জাগানোর চেষ্টা চালিয়েছে ইসরো ৷ যদিও সেই লক্ষ্যে এখনও সফল নয় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ৷ ইসরোর তরফে জানানো হয়েছে, বিক্রম ও প্রজ্ঞানের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেও তা থেকে কোনও সংকেত পাওয়া যায়নি ৷

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) শুক্রবার এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জানিয়েছে, ‘‘চন্দ্রযান-3 মিশনে বিক্রম ও প্রজ্ঞানের সঙ্গে যোগাযোগ স্থাপনের প্রচেষ্টা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত কোনও সংকেত পাওয়া যায়নি ৷ যোগাযোগ স্থাপনের চেষ্টা অব্যাহত রয়েছে ।" বিক্রম ও প্রজ্ঞানের পাশাপাশি চন্দ্রযান-3 এর এপিএক্সএস (APXS) ও এলআইবিএস (LIBS) পেলোডগুলির কাজও বন্ধ রাখা হয়েছে ৷ এপিএক্সএস (APXS) ও এলআইবিএস (LIBS) পেলোডগুলি থেকে তথ্য ল্যান্ডার 'বিক্রম' মারফৎ ইতিমধ্যেই পৃথিবীতে এসে পৌঁছেছে ৷

গত 23 অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে চন্দ্রযান 3 এর ল্যান্ডার 'বিক্রম' ৷ বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের মাটিতে পা রাখে ভারতের এই চন্দ্রযান ৷ তখনই জানা গিয়েছিল, 14 দিন চাঁদে সক্রিয় থাকবে 'বিক্রম' ও 'প্রজ্ঞান', কারণ এই কদিন সেখানে সারাক্ষণ সূর্যের আলো পড়বে ৷ সূর্যালোক থেকে শক্তি নিয়ে চাঁদে কাজ চালিয়ে যাদে ভারতের এই দূত ৷ তারপর যখন চাঁদের মাটিতে আর সূর্যের আলো পড়বে না অর্থাৎ রাত হবে তখন থেকে কাজ ও চলাচল বন্ধ হয়ে যাবে 'বিক্রম' ও 'প্রজ্ঞান'এর ৷

  • Chandrayaan-3 Mission:
    Efforts have been made to establish communication with the Vikram lander and Pragyan rover to ascertain their wake-up condition.

    As of now, no signals have been received from them.

    Efforts to establish contact will continue.

    — ISRO (@isro) September 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চাঁদের মাটিতে ইতিমধ্যেই সালফার-সহ একাধিক মৌলের সন্ধান পেয়েছে 'প্রজ্ঞান' ৷ মাঝে একদিন একটি বড় গর্ত বা ক্রেটারেরও সম্মুখীন হয় এই রোভারটি ৷ তবে সাবধানেই সেই বাধা পাশ কাটিয়ে নিজের কাজ এগিয়ে নিয়ে যেতে পেরেছে সেটি ৷ বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভার চাঁদের পৃষ্ঠে সালফারের উপস্থিতি খুঁজে বের করা এবং আপেক্ষিক তাপমাত্রা রেকর্ড করা-সহ বিভিন্ন কাজ সম্পাদন করেছে ৷

আরও পড়ুন: সূর্যালোক ফিরছে, ঘুম ভাঙবে বিক্রম-প্রজ্ঞানের ?

হায়দরাবাদ, 22 সেপ্টেম্বর: সূর্যালোক ফিরেছে চাঁদের মাটিতে ৷ তারপরেই ঘুম পাড়িয়ে রাখা রোভার ও ল্যান্ডারকে জাগানোর চেষ্টা চালিয়েছে ইসরো ৷ যদিও সেই লক্ষ্যে এখনও সফল নয় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ৷ ইসরোর তরফে জানানো হয়েছে, বিক্রম ও প্রজ্ঞানের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেও তা থেকে কোনও সংকেত পাওয়া যায়নি ৷

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) শুক্রবার এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জানিয়েছে, ‘‘চন্দ্রযান-3 মিশনে বিক্রম ও প্রজ্ঞানের সঙ্গে যোগাযোগ স্থাপনের প্রচেষ্টা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত কোনও সংকেত পাওয়া যায়নি ৷ যোগাযোগ স্থাপনের চেষ্টা অব্যাহত রয়েছে ।" বিক্রম ও প্রজ্ঞানের পাশাপাশি চন্দ্রযান-3 এর এপিএক্সএস (APXS) ও এলআইবিএস (LIBS) পেলোডগুলির কাজও বন্ধ রাখা হয়েছে ৷ এপিএক্সএস (APXS) ও এলআইবিএস (LIBS) পেলোডগুলি থেকে তথ্য ল্যান্ডার 'বিক্রম' মারফৎ ইতিমধ্যেই পৃথিবীতে এসে পৌঁছেছে ৷

গত 23 অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে চন্দ্রযান 3 এর ল্যান্ডার 'বিক্রম' ৷ বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের মাটিতে পা রাখে ভারতের এই চন্দ্রযান ৷ তখনই জানা গিয়েছিল, 14 দিন চাঁদে সক্রিয় থাকবে 'বিক্রম' ও 'প্রজ্ঞান', কারণ এই কদিন সেখানে সারাক্ষণ সূর্যের আলো পড়বে ৷ সূর্যালোক থেকে শক্তি নিয়ে চাঁদে কাজ চালিয়ে যাদে ভারতের এই দূত ৷ তারপর যখন চাঁদের মাটিতে আর সূর্যের আলো পড়বে না অর্থাৎ রাত হবে তখন থেকে কাজ ও চলাচল বন্ধ হয়ে যাবে 'বিক্রম' ও 'প্রজ্ঞান'এর ৷

  • Chandrayaan-3 Mission:
    Efforts have been made to establish communication with the Vikram lander and Pragyan rover to ascertain their wake-up condition.

    As of now, no signals have been received from them.

    Efforts to establish contact will continue.

    — ISRO (@isro) September 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চাঁদের মাটিতে ইতিমধ্যেই সালফার-সহ একাধিক মৌলের সন্ধান পেয়েছে 'প্রজ্ঞান' ৷ মাঝে একদিন একটি বড় গর্ত বা ক্রেটারেরও সম্মুখীন হয় এই রোভারটি ৷ তবে সাবধানেই সেই বাধা পাশ কাটিয়ে নিজের কাজ এগিয়ে নিয়ে যেতে পেরেছে সেটি ৷ বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভার চাঁদের পৃষ্ঠে সালফারের উপস্থিতি খুঁজে বের করা এবং আপেক্ষিক তাপমাত্রা রেকর্ড করা-সহ বিভিন্ন কাজ সম্পাদন করেছে ৷

আরও পড়ুন: সূর্যালোক ফিরছে, ঘুম ভাঙবে বিক্রম-প্রজ্ঞানের ?

Last Updated : Sep 22, 2023, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.