ETV Bharat / science-and-technology

Drugs for Malaria: ম্যালেরিয়ায় মৃত্যু প্রতিরোধে ওষুধের আবিষ্কার ভুবনেশ্বরে - সেরিব্রাল ম্যালেরিয়া

সেরিব্রাল ম্যালেরিয়া ও গুরুতর ম্যালেরিয়ায় মৃত্যু (Malaria Morality) প্রতিরোধ করতে পারবে এমন একটি ওষুধ আবিষ্কার করলেন ভুবনেশ্বরের ইনস্টিটিউট অফ লাইফ সায়েন্সের (Bhubaneswar ILS) বিজ্ঞানী ড. অরুণ নাগরাজ ও তাঁর দল ৷ তবে মানুষের উপর ক্লিনিক্যাল ট্রায়াল এখনও বাকি আছে ৷

Drugs for Malaria
Drugs for Malaria
author img

By

Published : Feb 22, 2023, 3:28 PM IST

ভুবনেশ্বর (ওড়িশা), 22 ফেব্রুয়ারি: ভুবনেশ্বর ইনস্টিটিউট অফ লাইফ সায়েন্স (Bhubaneswar Institute of life science) দারুণ সাফল্য পেয়েছে । আইএলএস একটি থেরাপিউটিক ইন্টারভেনশন তৈরি করেছে, যা সেরিব্রাল ম্যালেরিয়া (Cerebral Malaria) ও গুরুতর ম্যালেরিয়ায় (Sever Malaria) মৃত্যু প্রতিরোধ করতে সক্ষম ৷ এই ওষুধটি ওই সংস্থার বিজ্ঞানী ড. অরুণ নাগরাজ ও তাঁর দল তৈরি করেছেন । মনে করা হচ্ছে যে এই যুগান্তকারী আবিষ্কার রাজ্যের ম্যালেরিয়া প্রবণ এলাকাগুলিতে খুবই কার্যকরী হবে ৷

প্রাথমিকভাবে অরুণ নাগরাজ ও তাঁর দল ইঁদুরের উপর ড্রাগ প্রয়োগ করে । এই পরীক্ষা সফল ছিল ৷ শীঘ্রই মানবদেহে এই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল (Clinical Trials) শুরু হবে । মানবদেহে এই ওষুধের পরীক্ষা সফল হলে, এটি সেরিব্রাল ম্যালেরিয়া এবং গুরুতর ম্যালেরিয়া রোগীদের চিকিৎসায় একটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করবে ৷ আর ম্যালেরিয়াজনিত মৃত্যু প্রতিরোধে সাহায্য করবে । আইএলএস বিজ্ঞানীদের এই সাফল্য নিয়ে 'সায়েন্স ম্যাগাজিনে' একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ।

সারা বিশ্বজুড়ে 2021 সালে 247 মিলিয়ন সংক্রমণ হয়েছে ম্যালেরিয়ায় ৷ 6 লক্ষ 19 হাজার মানুষের মৃত্যুও হয়েছে ৷ ফলে এই রোগ সারা বিশ্বে এখনও বেশ উদ্বেগের কারণ ৷ তাই ম্যালেরিয়া নির্মূল করার চেষ্টা চলছে বিশ্বজুড়ে ৷ কিন্তু 2015 সাল থেকে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে শুরু করে ৷ এটা বিশেষজ্ঞদের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে ৷

সেই পরিস্থিতি ঠিক করতেই এই গবেষণা চালানো হয় ৷ সেখানে ইঁদুরের উপর ব্যবহার করা হয় এফডিএ (FDA) অনুমোদিত অ্যান্টিফাঙ্গাল ওষুধ গ্রিসোফুলভিনকে ৷ ইঁদুরের এনসেফেলাইটিস ও গুরুতর ম্যালেরিয়াকে এই ওষুধ প্রতিরোধ করতে সক্ষম হয় ৷ তার পর গ্রিসোফুলভিনকে আবার ব্যবহার করে ম্যালেরিয়ার জন্য সামঞ্জস্যপূর্ণ ওষুধ তৈরি করা হয়েছে ৷ যা ম্যালেরিয়া থেকে মৃত্যুকে প্রতিরোধ করবে ৷ এই গবেষণা কিছু মাস আন্তর্জাতিক জার্নালেও প্রকাশিত হয়েছে । আইএলএস বর্তমানে ম্যালেরিয়ায় আক্রান্ত মানুষের মধ্যে ক্লিনিকাল ট্রায়াল পরিচালনা করার পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে ৷

আরও জানা গিয়েছে যে ভুবনেশ্বর আইএলএস শুধু ম্যালেরিয়া নয় ক্যানসার নিরাময়ের জন্যও গবেষণা চালিয়ে যাচ্ছে । প্রাণীদের উপর ট্রায়াল সম্পন্ন হয়েছে ৷ মানুষের উপর ট্রায়ালের অনুমতিও পাওয়া গিয়েছে । খুব শীঘ্রই এই ওষুধেরও ক্লিনিক্যাল ট্রায়াল করা হতে পারে ৷

আরও পড়ুন: সেকেন্ডের মধ্যে ম্যালেরিয়া শনাক্ত করবে এই স্পেকট্রোমিটার

ভুবনেশ্বর (ওড়িশা), 22 ফেব্রুয়ারি: ভুবনেশ্বর ইনস্টিটিউট অফ লাইফ সায়েন্স (Bhubaneswar Institute of life science) দারুণ সাফল্য পেয়েছে । আইএলএস একটি থেরাপিউটিক ইন্টারভেনশন তৈরি করেছে, যা সেরিব্রাল ম্যালেরিয়া (Cerebral Malaria) ও গুরুতর ম্যালেরিয়ায় (Sever Malaria) মৃত্যু প্রতিরোধ করতে সক্ষম ৷ এই ওষুধটি ওই সংস্থার বিজ্ঞানী ড. অরুণ নাগরাজ ও তাঁর দল তৈরি করেছেন । মনে করা হচ্ছে যে এই যুগান্তকারী আবিষ্কার রাজ্যের ম্যালেরিয়া প্রবণ এলাকাগুলিতে খুবই কার্যকরী হবে ৷

প্রাথমিকভাবে অরুণ নাগরাজ ও তাঁর দল ইঁদুরের উপর ড্রাগ প্রয়োগ করে । এই পরীক্ষা সফল ছিল ৷ শীঘ্রই মানবদেহে এই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল (Clinical Trials) শুরু হবে । মানবদেহে এই ওষুধের পরীক্ষা সফল হলে, এটি সেরিব্রাল ম্যালেরিয়া এবং গুরুতর ম্যালেরিয়া রোগীদের চিকিৎসায় একটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করবে ৷ আর ম্যালেরিয়াজনিত মৃত্যু প্রতিরোধে সাহায্য করবে । আইএলএস বিজ্ঞানীদের এই সাফল্য নিয়ে 'সায়েন্স ম্যাগাজিনে' একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ।

সারা বিশ্বজুড়ে 2021 সালে 247 মিলিয়ন সংক্রমণ হয়েছে ম্যালেরিয়ায় ৷ 6 লক্ষ 19 হাজার মানুষের মৃত্যুও হয়েছে ৷ ফলে এই রোগ সারা বিশ্বে এখনও বেশ উদ্বেগের কারণ ৷ তাই ম্যালেরিয়া নির্মূল করার চেষ্টা চলছে বিশ্বজুড়ে ৷ কিন্তু 2015 সাল থেকে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে শুরু করে ৷ এটা বিশেষজ্ঞদের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে ৷

সেই পরিস্থিতি ঠিক করতেই এই গবেষণা চালানো হয় ৷ সেখানে ইঁদুরের উপর ব্যবহার করা হয় এফডিএ (FDA) অনুমোদিত অ্যান্টিফাঙ্গাল ওষুধ গ্রিসোফুলভিনকে ৷ ইঁদুরের এনসেফেলাইটিস ও গুরুতর ম্যালেরিয়াকে এই ওষুধ প্রতিরোধ করতে সক্ষম হয় ৷ তার পর গ্রিসোফুলভিনকে আবার ব্যবহার করে ম্যালেরিয়ার জন্য সামঞ্জস্যপূর্ণ ওষুধ তৈরি করা হয়েছে ৷ যা ম্যালেরিয়া থেকে মৃত্যুকে প্রতিরোধ করবে ৷ এই গবেষণা কিছু মাস আন্তর্জাতিক জার্নালেও প্রকাশিত হয়েছে । আইএলএস বর্তমানে ম্যালেরিয়ায় আক্রান্ত মানুষের মধ্যে ক্লিনিকাল ট্রায়াল পরিচালনা করার পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে ৷

আরও জানা গিয়েছে যে ভুবনেশ্বর আইএলএস শুধু ম্যালেরিয়া নয় ক্যানসার নিরাময়ের জন্যও গবেষণা চালিয়ে যাচ্ছে । প্রাণীদের উপর ট্রায়াল সম্পন্ন হয়েছে ৷ মানুষের উপর ট্রায়ালের অনুমতিও পাওয়া গিয়েছে । খুব শীঘ্রই এই ওষুধেরও ক্লিনিক্যাল ট্রায়াল করা হতে পারে ৷

আরও পড়ুন: সেকেন্ডের মধ্যে ম্যালেরিয়া শনাক্ত করবে এই স্পেকট্রোমিটার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.