ETV Bharat / science-and-technology

কার্টোস্যাট-3 সহ 14টি কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে PSLV-C 47

অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে আজ উৎক্ষেপণ হল PSLV-C 47 ৷ কার্টোস্যাট-3 ও ১৩টি কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিল রকেটটি ।

isro
isro
author img

By

Published : Nov 27, 2019, 11:50 AM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

শ্রীহরিকোটা , 27 নভেম্বর : নতুন পালক ইসরোর মুকুটে ৷ অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে উৎক্ষেপণ হল PSLV-C 47 ৷ 14টি কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিল রকেটটি ৷ তার মধ্যে 1টি ভারতের ও 13টি অ্যামেরিকার ৷

কার্টোস্যাট-3 উপগ্রহটি পৃথিবীর হাই রেজ়োলিউশনের ছবি তুলতে পারবে ৷ ISRO সূত্রে খবর , পৃথিবী থেকে 509 কিলোমিটার দূরত্বে কক্ষপথে এটি অবস্থান করবে ৷ এটি 5 বছর সক্রিয় থাকবে ৷

পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলের (PSLV) 'XL' কনফিগারেশনের এটি 21তম উৎক্ষেপণ ছিল ৷ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে এটি 74তম উৎক্ষেপণ বলে ISRO সূত্রে খবর ৷

কার্টোস্যাট-3 -র ওজন 1600 কেজিরও বেশি ৷ বড় নগরায়ন প্রকল্প , গ্রামীণ সম্পদ ও পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে সাহায্য করবে এই কৃত্রিম উপগ্রহটি ৷ এছাড়াও সমুদ্রের গতিপ্রকৃতির উপর নজর রাখতে পারবে এই কৃত্রিম উপগ্রহটি ৷

ISRO-র এই উদ্যোগকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটে তিনি লেখেন , "সফল উৎক্ষেপণের জন্য ISRO-কে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই ৷"

  • I heartily congratulate the entire @isro team on yet another successful launch of PSLV-C47 carrying indigenous Cartosat-3 satellite and over a dozen nano satellites of USA.

    — Narendra Modi (@narendramodi) November 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শ্রীহরিকোটা , 27 নভেম্বর : নতুন পালক ইসরোর মুকুটে ৷ অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে উৎক্ষেপণ হল PSLV-C 47 ৷ 14টি কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিল রকেটটি ৷ তার মধ্যে 1টি ভারতের ও 13টি অ্যামেরিকার ৷

কার্টোস্যাট-3 উপগ্রহটি পৃথিবীর হাই রেজ়োলিউশনের ছবি তুলতে পারবে ৷ ISRO সূত্রে খবর , পৃথিবী থেকে 509 কিলোমিটার দূরত্বে কক্ষপথে এটি অবস্থান করবে ৷ এটি 5 বছর সক্রিয় থাকবে ৷

পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলের (PSLV) 'XL' কনফিগারেশনের এটি 21তম উৎক্ষেপণ ছিল ৷ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে এটি 74তম উৎক্ষেপণ বলে ISRO সূত্রে খবর ৷

কার্টোস্যাট-3 -র ওজন 1600 কেজিরও বেশি ৷ বড় নগরায়ন প্রকল্প , গ্রামীণ সম্পদ ও পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে সাহায্য করবে এই কৃত্রিম উপগ্রহটি ৷ এছাড়াও সমুদ্রের গতিপ্রকৃতির উপর নজর রাখতে পারবে এই কৃত্রিম উপগ্রহটি ৷

ISRO-র এই উদ্যোগকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটে তিনি লেখেন , "সফল উৎক্ষেপণের জন্য ISRO-কে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই ৷"

  • I heartily congratulate the entire @isro team on yet another successful launch of PSLV-C47 carrying indigenous Cartosat-3 satellite and over a dozen nano satellites of USA.

    — Narendra Modi (@narendramodi) November 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Patna (Bihar), Nov 27 (ANI): Bihar Chief Minister Nitish Kumar addressed a public gathering in Patna on Liquor Prohibition. He said the ban in state has changed people's life in Bihar. While admitting obvious loopholes in the liquor ban, Kumar said continuous efforts are needed to implement the policy strictly. On 26 November 2015, Bihar Chief Minister Nitish Kumar announced that alcohol would be banned in the state from 1 April 2016. Kumar officially declared the total ban on 5 April 2016.
Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.