ETV Bharat / opinion

"ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে বিশ্বাসযোগ্য হতে হবে", চিনের নাম না করে G20 সম্মেলনে বলল ভারত - ইটিভি ভারত অপিনিয়ন

চিনের নাম উল্লেখ না করে G20 সম্মেলনে ভারত জানাল, ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে বিশ্বাসযোগ্য হয়ে উঠতে হবে । সৌদি আরবের সভাপতিত্বে এই বৈঠক হয় । কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বৈঠকে বলেন, “সার্বভৌম দেশগুলির নিরাপত্তা, প্রতিরক্ষা এবং তথ্যের গোপনীয়তার ক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে আরও দায়িত্বশীল এবং নির্ভরযোগ্য হয়ে উঠতে হবে ।” লিখছেন স্মিতা শর্মা ।

ind
ind
author img

By

Published : Jul 23, 2020, 9:14 AM IST

চিনের নাম উল্লেখ না করে G20 সম্মেলনে ভারতের তরফে বলা হয়, ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে বিশ্বাসযোগ্য হয়ে উঠতে হবে । চিনা অ্যাপের উপর ভারতীয় নিষেধাজ্ঞাকে সমর্থন করলেন অ্যামেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও ।

15 জুন গালওয়ানে সংঘর্ষ এবং তার পরবর্তী ঘটনা প্রবাহের মধ্যেই টিকটক, উইচ্যাট সহ 59টি চিনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করে ভারত । এই ঘটনার দিন 15 বাদে আজ ভারত ও চিনের মন্ত্রীরা G20 ডিজিটাল অর্থনীতির মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন । বৈঠকে চিনের নাম না করে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তাকে নাগরিকদের সার্বভৌম অধিকার হিসেবে চিহ্নিত করেন । তিনি বলেন, “নিরাপত্তার দিক থেকে দেখতে হলে বিভিন্ন দেশের ডিজিটাল প্ল্যাটফর্মকে বিশ্বাসযোগ্য ও সুরক্ষিত হয়ে উঠতে হবে ।”

সৌদি আরবের সভাপতিত্বে এই বৈঠক হয় । রবিশঙ্কর প্রসাদ বৈঠকে আরও বলেন, “সার্বভৌম দেশগুলির নিরাপত্তা, প্রতিরক্ষা এবং তথ্যের গোপনীয়তার ক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে আরও দায়িত্বশীল এবং নির্ভরযোগ্য হয়ে উঠতে হবে ।”

ভারতের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে 59টি চিনা অ্যাপের নিষিদ্ধ হওয়ার বিষয়টি উত্থাপন করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চিন । তারা দাবি করেছে, ভারতের এই সিদ্ধান্ত WTO নির্দেশাবলীর শর্ত ভেঙেছে । সূত্রের খবর, নিষেধাজ্ঞার আওতায় থাকা চিনা অ্যাপ সংস্থাগুলিকে কঠোরভাবে নির্দেশ পালন করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ । অন্যথায় ফল ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি ।

G20 বৈঠকে তিনি আরও বলেন, “এই বিষয়ে আমরা সবাই একমত হব । তথ্যের অর্থনীতির পাশাপাশি সমান ভাবে চলতে হবে ডিজিটাল অর্থনীতিকেও । আমাদের তথ্যের সার্বভৌমত্ব নিয়েও আমরা নিশ্চয় একমত ।” G20-র প্রতিনিধিদের তিনি বলেন, “খুব শীঘ্রই ভারত একটি শক্তিশালী ব্যক্তিগত তথ্য নিরাপত্তা আইন আনতে চলেছে যা শুধুমাত্র নাগরিকদের তথ্যের গোপনীয়তার বিষয়টি খেয়াল রাখবে তা-ই নয়, গবেষণা ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে যাবতীয় তথ্য যাতে হাতের কাছেই পাওয়া যায়, তা-ও নিশ্চিত করবে ।” এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, কীভাবে আরোগ্য সেতু অ্যাপ কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করছে ।

অন্যদিকে USIBC (ইউ এস ইন্ডিয়া বিজ়নেস কাউন্সিল) আয়োজিত ইন্ডিয়া আইডিয়াজ় মিট বৈঠকে উপস্থিত ছিলেন অ্যামেরিকার সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও । গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষে 20 ভারতীয় সেনার মৃত্যুকে চিনের তরফে "অগ্রহণযোগ্য আচরণ" হিসেবে উল্লেখ করে ভারতের চিনা অ্যাপের উপর নিষেধাজ্ঞার বিষয়টি সমর্থন করেন । পম্পেও বলেন, “আমাদের মতো বিশ্বের সব গণতন্ত্রকে একসঙ্গে কাজ করতে হবে । বিশেষ করে চিনা কমিউনিস্ট পার্টি (CCP)‌-র দ্বারা বিশ্বের সামনে আনা এই চ্যালেঞ্জের আবহে ।”

ভারতের পাশে দাঁড়িয়ে তিনি আরও বলেন, “PLA-র সাম্প্রতিকতম আক্রমণের ঘটনা CCP-এর অগ্রহণযোগ্য আচরণের সর্বশেষ উদাহরণ । সেই দিনের ঘটনায় 20 ভারতীয় জওয়ানের নিহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত । একসঙ্গে কাজ করলে আমরা আমাদের সবার স্বার্থ অক্ষুণ্ণ রাখতে পারব, এই বিষয়ে আমি নিশ্চিত । টিকটক সহ 59টি চিনা অ্যাপের উপর নিষেধাজ্ঞা নিয়ে ভারতের সিদ্ধান্তকেও আমরা সমর্থন করি । কারণ, এই ধরনের অ্যাপ নাগরিকদের নিরাপত্তার জন্য খুবই ক্ষতিকর । ইন্দো-প্যাসিফিক অঞ্চল তো বটেই সারা বিশ্বের নিরিখেই ভারত এক শক্তিশালী প্রতিরক্ষা সহযোগী দেশ ।”

প্রযুক্তি ক্ষেত্রে চিনের ক্ষতিকারক উত্থান রুখতে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে জোট বাঁধার প্রয়োজনীয়তার কথা বলেন মার্ক উড ওয়ার্নার । মার্ক উড ইন্দো-মার্কিন ককাসের সেনেটের কো চেয়ার । USIBC (ইউএস ইন্ডিয়া বিজ়নেস কাউন্সিল) আয়োজিত ইন্ডিয়া আইডিয়াজ় মিট-এ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক আলোচনায় এই কথা বলেন তিনি ।

পম্পেও আরও যোগ করেন, “টেলিকম, ওষুধ সরবরাহের মতো ক্ষেত্রগুলিতে বিশ্ব জুড়ে চিনের একাধিপত্য কমানোর সুবর্ণ সুযোগ রয়েছে ভারতের সামনে । এর অন্যতম কারণ হল বিশ্বাস । অ্যামেরিকা তো বটেই, বিশ্বের বিভিন্ন দেশের বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে ভারত ।”

স্মিতা শর্মা

চিনের নাম উল্লেখ না করে G20 সম্মেলনে ভারতের তরফে বলা হয়, ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে বিশ্বাসযোগ্য হয়ে উঠতে হবে । চিনা অ্যাপের উপর ভারতীয় নিষেধাজ্ঞাকে সমর্থন করলেন অ্যামেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও ।

15 জুন গালওয়ানে সংঘর্ষ এবং তার পরবর্তী ঘটনা প্রবাহের মধ্যেই টিকটক, উইচ্যাট সহ 59টি চিনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করে ভারত । এই ঘটনার দিন 15 বাদে আজ ভারত ও চিনের মন্ত্রীরা G20 ডিজিটাল অর্থনীতির মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন । বৈঠকে চিনের নাম না করে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তাকে নাগরিকদের সার্বভৌম অধিকার হিসেবে চিহ্নিত করেন । তিনি বলেন, “নিরাপত্তার দিক থেকে দেখতে হলে বিভিন্ন দেশের ডিজিটাল প্ল্যাটফর্মকে বিশ্বাসযোগ্য ও সুরক্ষিত হয়ে উঠতে হবে ।”

সৌদি আরবের সভাপতিত্বে এই বৈঠক হয় । রবিশঙ্কর প্রসাদ বৈঠকে আরও বলেন, “সার্বভৌম দেশগুলির নিরাপত্তা, প্রতিরক্ষা এবং তথ্যের গোপনীয়তার ক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে আরও দায়িত্বশীল এবং নির্ভরযোগ্য হয়ে উঠতে হবে ।”

ভারতের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে 59টি চিনা অ্যাপের নিষিদ্ধ হওয়ার বিষয়টি উত্থাপন করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চিন । তারা দাবি করেছে, ভারতের এই সিদ্ধান্ত WTO নির্দেশাবলীর শর্ত ভেঙেছে । সূত্রের খবর, নিষেধাজ্ঞার আওতায় থাকা চিনা অ্যাপ সংস্থাগুলিকে কঠোরভাবে নির্দেশ পালন করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ । অন্যথায় ফল ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি ।

G20 বৈঠকে তিনি আরও বলেন, “এই বিষয়ে আমরা সবাই একমত হব । তথ্যের অর্থনীতির পাশাপাশি সমান ভাবে চলতে হবে ডিজিটাল অর্থনীতিকেও । আমাদের তথ্যের সার্বভৌমত্ব নিয়েও আমরা নিশ্চয় একমত ।” G20-র প্রতিনিধিদের তিনি বলেন, “খুব শীঘ্রই ভারত একটি শক্তিশালী ব্যক্তিগত তথ্য নিরাপত্তা আইন আনতে চলেছে যা শুধুমাত্র নাগরিকদের তথ্যের গোপনীয়তার বিষয়টি খেয়াল রাখবে তা-ই নয়, গবেষণা ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে যাবতীয় তথ্য যাতে হাতের কাছেই পাওয়া যায়, তা-ও নিশ্চিত করবে ।” এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, কীভাবে আরোগ্য সেতু অ্যাপ কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করছে ।

অন্যদিকে USIBC (ইউ এস ইন্ডিয়া বিজ়নেস কাউন্সিল) আয়োজিত ইন্ডিয়া আইডিয়াজ় মিট বৈঠকে উপস্থিত ছিলেন অ্যামেরিকার সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও । গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষে 20 ভারতীয় সেনার মৃত্যুকে চিনের তরফে "অগ্রহণযোগ্য আচরণ" হিসেবে উল্লেখ করে ভারতের চিনা অ্যাপের উপর নিষেধাজ্ঞার বিষয়টি সমর্থন করেন । পম্পেও বলেন, “আমাদের মতো বিশ্বের সব গণতন্ত্রকে একসঙ্গে কাজ করতে হবে । বিশেষ করে চিনা কমিউনিস্ট পার্টি (CCP)‌-র দ্বারা বিশ্বের সামনে আনা এই চ্যালেঞ্জের আবহে ।”

ভারতের পাশে দাঁড়িয়ে তিনি আরও বলেন, “PLA-র সাম্প্রতিকতম আক্রমণের ঘটনা CCP-এর অগ্রহণযোগ্য আচরণের সর্বশেষ উদাহরণ । সেই দিনের ঘটনায় 20 ভারতীয় জওয়ানের নিহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত । একসঙ্গে কাজ করলে আমরা আমাদের সবার স্বার্থ অক্ষুণ্ণ রাখতে পারব, এই বিষয়ে আমি নিশ্চিত । টিকটক সহ 59টি চিনা অ্যাপের উপর নিষেধাজ্ঞা নিয়ে ভারতের সিদ্ধান্তকেও আমরা সমর্থন করি । কারণ, এই ধরনের অ্যাপ নাগরিকদের নিরাপত্তার জন্য খুবই ক্ষতিকর । ইন্দো-প্যাসিফিক অঞ্চল তো বটেই সারা বিশ্বের নিরিখেই ভারত এক শক্তিশালী প্রতিরক্ষা সহযোগী দেশ ।”

প্রযুক্তি ক্ষেত্রে চিনের ক্ষতিকারক উত্থান রুখতে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে জোট বাঁধার প্রয়োজনীয়তার কথা বলেন মার্ক উড ওয়ার্নার । মার্ক উড ইন্দো-মার্কিন ককাসের সেনেটের কো চেয়ার । USIBC (ইউএস ইন্ডিয়া বিজ়নেস কাউন্সিল) আয়োজিত ইন্ডিয়া আইডিয়াজ় মিট-এ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক আলোচনায় এই কথা বলেন তিনি ।

পম্পেও আরও যোগ করেন, “টেলিকম, ওষুধ সরবরাহের মতো ক্ষেত্রগুলিতে বিশ্ব জুড়ে চিনের একাধিপত্য কমানোর সুবর্ণ সুযোগ রয়েছে ভারতের সামনে । এর অন্যতম কারণ হল বিশ্বাস । অ্যামেরিকা তো বটেই, বিশ্বের বিভিন্ন দেশের বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে ভারত ।”

স্মিতা শর্মা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.