জেনেভা, 14 মে : কোরোনা ভাইরাসকে নিয়েই চলতে হতে পারে । সম্ভবত, কোরোনা ভাইরাস থেকে যাবে । কবে এই মহামারীকে নিয়ন্ত্রণ করা যাবে তা ধারণা করা অসম্ভব বলে সতর্ক করে দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের প্রধান মাইক রায়ান। কোরোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে গতকাল সংক্ষিপ্ত বিবরণ দেন তিনি। মাইক বলেন, “ আমাদের কাছে এই ভাইরাসটি আরও একটি এন্ডেমিক হয়ে উঠতে পারে । যেমন- HIV ভাইরাস নিশ্চিহ্ন হয়ে যায়নি । কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন । ফলে মানুষকে এই অসুখকে সঙ্গে নিয়ে থাকতে হবে ।” তিনি মনে করেন, কোরোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হলেও, এর নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন ব্যাপক চেষ্টা। তাঁর ধারণা, এই মহামারী কখন যাবে তা কারও পক্ষেই বলা অসম্ভব।
তবে আশার কথাও শুনিয়েছেন মাইক। তাঁর মতে, প্রতিষেধক তৈরি হতে পারে । তবুও প্রচুর পরিমাণে প্রতিষেধক তৈরির জন্য এবং তাকে বিশ্বের প্রতিটি দেশে পৌঁছে দিতে কঠোর পরিশ্রম প্রয়োজন । প্রতিটি পদক্ষেপই এক একটা চ্যালেঞ্জের মতো। এদিকে রাষ্ট্রসংঘের তরফে জানানো হয়েছে, এই মহামারী মানসিক অসুস্থতার কারণ হয়ে উঠেছে। বিশেষ করে সেইসব দেশে যেখানে মানসিক স্বাস্থ্যখাতে বিনিয়োগ কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার COVID-19-র টেকনিকাল লিড মারিয়া ভ্যান কারখোভ উল্লেখ করেন, কয়েকজন মানুষ হতাশ হয়ে পড়েছিলেন । কিন্তু এই বিষয়টিও লক্ষ্য করা গেছে যে কোনও বিশেষ চিকিৎসা ছাড়াও এই ভাইরাসকে আটকানো গেছে । অনেক দেশ কোরোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারছে ।
অ্যামেরিকার জন হপকিন ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বে কোরোনায় আক্রান্ত 43 লাখের কাছাকাছি । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 2.9 লাখের ।