কলকাতা, 5 মার্চ: দেশজুড়ে চলছে দ্বিতীয় দফার করোনা টিকাকরণ অভিযান । ষাটোর্ধ্ব প্রবীণরা এবং 45 বছরের উপরে যাঁদের কো-মর্বিডিটিজ় রয়েছে, তাঁরা এই পর্যায়ে টিকা নিতে পারছেন । এই দফায় প্রথম দিনই টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের প্রথম ডোজ় নিয়েছেন তিনি । সরকারের দাবি, দেশে যে দুটি টিকা দেওয়া চলছে, সেই কোভ্যাক্সিন ও কোভিশিল্ড দুটিই নিরাপদ । তবু কিছু সাইড এফেক্ট তো থেকেই যায় । দুটি টিকা প্রস্তুতকারক কোম্পানিই নিজেদের ওয়েবসাইটে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়ে দিয়েছে ।
কারা কোভ্যাক্সিন নেবেন না ?
যাঁদের অ্যালার্জির ধাত রয়েছে, যাঁদের ঘনঘন জ্বর আসে, যাঁদের রক্ত পাতলা, বিভিন্ন ওষুধে যাঁদের শরীরে প্রতিক্রিয়া হয়, যাঁরা অন্তঃসত্ত্বা, যাঁরা ব্রেস্টফিড করান, যাঁদের শরীরের অন্য কোনও জটিল সমস্যা রয়েছে, তাঁদের কোভ্যাক্সিন নেওয়া ঠিক হবে না বলে টিকার পর্যবেক্ষকরা জানিয়েছেন ।
কোভ্য়াক্সিনের সাইড এফেক্ট
এই টিকার সামান্য কিছু সাইড এফেক্ট রয়েছে । ইঞ্জেকশন দেওয়া জায়গাটা একটু লাল হতে পারে, ফুলে যেতে পারে । ওই জায়গায় সামান্য চুলকানি বা ব্যাথা হওয়ার সম্ভাবনা থাকে । এর থেকে সারা গায়ে ব্যাথা, মাথা ব্য়াথা, জ্বর, দুর্বলতা, বমি বমি ভাব, বমি, ইঞ্জেকশন দেওয়া হাত শক্ত হওয়া যাওয়া - এ ধরনের কিছু সমস্যা হতে পারে ।
তবে এই টিকা নেওয়ার পর সাংঘাতিক অ্যালার্জি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে দাবি করে প্রস্তুতকারক কোম্পানি ।
আরও পড়ুন: করোনা টিকা নিয়ে নার্সকে কী বললেন প্রধানমন্ত্রী?
কারা কোভিশিল্ড নেবেন না ?
সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া তাদের ফ্যাক্টশিটে জানিয়েছে, যাঁদের কোনও ওষুধ, খাবার বা টিকা নেওয়ার পর মারাত্মক অ্যালার্জি হওয়ার নজির রয়েছে, তাঁদের কোভিশিল্ড এড়িয়ে চলা উচিত । এ ছাড়াও যাঁদের ঘনঘন জ্বর আসে, রক্ত পাতলা তাঁদেরও বুঝেশুনে এই টিকা নিতে হবে । আর যাঁরা অন্তঃসত্ত্বা, বা গর্ভধারণের পরিকল্পনা করছেন, বা ব্রেস্টফিড করান, তাঁদেরও এই টিকা এড়িয়ে যাওয়াই ভালো । আর যাঁরা অন্য কোনও করোনা টিকা নিয়েছেন, তাঁদেরও কোভিশিল্ড নেওয়া উচিত না ।
কোভিশিল্ডের আনকমন সাইড এফেক্ট
খিদে কমে যাওয়া, পেটে ব্যাথা, ঘুম ঘাম হওয়া, ত্বকে চুলকানি হওয়া - কোভিশিল্ড নিলে এ ধরনের সামান্য কিছু সাইড এফেক্ট হলেও হতে পারে ।
কাজেই একনজর চোখ বুলিয়ে নিন । তারপর দেখুন আপনার শরীরের জন্য কোন টিকা কার্যকরী হবে, কোভ্যাক্সিন? নাকি কোভিশিল্ড?
ভালো থাকুন সবাই । করোনামুক্ত হোক বিশ্ব...