ETV Bharat / lifestyle

৫G স্পেকট্রামের দাম কমছে না, আশঙ্কায় টেলি কম্পানিগুলি - ৫G স্পেকট্রাম নিলামের জন্য ন্যূনতম দাম নির্ধারণ করেছে TRAI

দেশের টেলিকম কম্পানিগুলির সংগঠন COAI (সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া) অন্য কথা বলছে । তাদের মতে, অন্যান্য দেশের তুলনায় ভারত স্পেকট্রামের দাম অনেক বেশি । এর জেরে ইতিমধ্যে লোকসানে চলা টেলিকম কম্পানিগুলির উপর আর্থিক চাপ আগামীতে বাড়বে ।

5g
5g
author img

By

Published : Dec 21, 2019, 11:41 PM IST

দিল্লি, 21 ডিসেম্বর : আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে ৫G নেটওয়ার্কের জন্য স্পেকট্রাম নিলাম করবে টেলিকম দপ্তর (DoT) । লোকসানে ভুগতে থাকা দেশের টেলিকম কম্পানিগুলি ইতিমধ্যে সরকারের কাছে দাবি জানিয়েছে, নিলামে স্পেকট্রামের বেস প্রাইস অর্থাৎ ন্যূনতম দাম যেন অত্যাধিক না হয় । কিন্তু কম্পানিগুলির সেই দাবি মানা হয়নি । ফলে লোকসান বাড়ার আশঙ্কা করছে তারা ।

৫G স্পেকট্রাম নিলামের জন্য ন্যূনতম দাম নির্ধারণ করেছে TRAI (টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া) । এই দাম মেনে নিয়েছে DoT-র সর্বোচ্চ নীতি নির্ধারক কর্তৃপক্ষ DCC (ডিজ়িটাল কমিউনিকেশনস কমিশন) । DoT জানিয়েছে, 8300 মেগাহার্জ স্পেকট্রাম নিলামের মাধ্যমে 5.23 ট্রিলিয়ন টাকা তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে । টেলিকম কম্পানিগুলি স্পেকট্রামের দাম কমানোর দাবি করলেও DCC জানিয়েছে, TRAI-এর নির্ধারণ করা এই দাম যুক্তিযুক্ত । নিলামে ভালো সাড়া মিলবে বলে আশা করছে তারা ।

যদিও দেশের টেলিকম কম্পানিগুলির সংগঠন COAI (সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া) অন্য কথা বলছে । তাদের মতে, অন্যান্য দেশের তুলনায় ভারত স্পেকট্রামের দাম অনেক বেশি । এর জেরে ইতিমধ্যে লোকসানে চলা টেলিকম কম্পানিগুলির উপর আর্থিক চাপ আগামীতে বাড়বে । COAI-র ডিরেক্টর জেনেরাল রঞ্জন ম্যাথিউজ় বলেন, "৫G স্পেকট্রাম নিলামের দিনক্ষণ ঠিক করার আগে টেলিকম কম্পানিগুলির আর্থিক লোকসান পুষিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় দেওয়া উচিত ছিল সরকারের । "

উল্লেখ্য, টেলিকম কম্পানিগুলির দীর্ঘদিনের অভিযোগ, ভারতে স্পেকট্রামের দাম অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশি । তারা দাম কমানোর জন্য একাধিকবার অনুরোধ করেছে সরকারকে । TRAI গত বছরের অগাস্টে 3300-3600 মেগাহার্জ স্পেকট্রামের নিলামে ন্যূনতম দাম ঠিক করেছিল 492 কোটি টাকা । কিন্তু ওই একই স্পেকট্রামের ন্যূনতম দাম দক্ষিণ কোরিয়ায় ছিল 131 কোটি টাকা ।

দিল্লি, 21 ডিসেম্বর : আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে ৫G নেটওয়ার্কের জন্য স্পেকট্রাম নিলাম করবে টেলিকম দপ্তর (DoT) । লোকসানে ভুগতে থাকা দেশের টেলিকম কম্পানিগুলি ইতিমধ্যে সরকারের কাছে দাবি জানিয়েছে, নিলামে স্পেকট্রামের বেস প্রাইস অর্থাৎ ন্যূনতম দাম যেন অত্যাধিক না হয় । কিন্তু কম্পানিগুলির সেই দাবি মানা হয়নি । ফলে লোকসান বাড়ার আশঙ্কা করছে তারা ।

৫G স্পেকট্রাম নিলামের জন্য ন্যূনতম দাম নির্ধারণ করেছে TRAI (টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া) । এই দাম মেনে নিয়েছে DoT-র সর্বোচ্চ নীতি নির্ধারক কর্তৃপক্ষ DCC (ডিজ়িটাল কমিউনিকেশনস কমিশন) । DoT জানিয়েছে, 8300 মেগাহার্জ স্পেকট্রাম নিলামের মাধ্যমে 5.23 ট্রিলিয়ন টাকা তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে । টেলিকম কম্পানিগুলি স্পেকট্রামের দাম কমানোর দাবি করলেও DCC জানিয়েছে, TRAI-এর নির্ধারণ করা এই দাম যুক্তিযুক্ত । নিলামে ভালো সাড়া মিলবে বলে আশা করছে তারা ।

যদিও দেশের টেলিকম কম্পানিগুলির সংগঠন COAI (সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া) অন্য কথা বলছে । তাদের মতে, অন্যান্য দেশের তুলনায় ভারত স্পেকট্রামের দাম অনেক বেশি । এর জেরে ইতিমধ্যে লোকসানে চলা টেলিকম কম্পানিগুলির উপর আর্থিক চাপ আগামীতে বাড়বে । COAI-র ডিরেক্টর জেনেরাল রঞ্জন ম্যাথিউজ় বলেন, "৫G স্পেকট্রাম নিলামের দিনক্ষণ ঠিক করার আগে টেলিকম কম্পানিগুলির আর্থিক লোকসান পুষিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় দেওয়া উচিত ছিল সরকারের । "

উল্লেখ্য, টেলিকম কম্পানিগুলির দীর্ঘদিনের অভিযোগ, ভারতে স্পেকট্রামের দাম অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশি । তারা দাম কমানোর জন্য একাধিকবার অনুরোধ করেছে সরকারকে । TRAI গত বছরের অগাস্টে 3300-3600 মেগাহার্জ স্পেকট্রামের নিলামে ন্যূনতম দাম ঠিক করেছিল 492 কোটি টাকা । কিন্তু ওই একই স্পেকট্রামের ন্যূনতম দাম দক্ষিণ কোরিয়ায় ছিল 131 কোটি টাকা ।

Dumka (Jharkhand), Dec 21 (ANI): Speaking on exit polls on Jharkhand Assembly, Jharkhand Mukti Morcha (JMM) President Hemant Soren ahead of Jharkhand Assembly election results said that democracy is not in the pockets of the BJP. "Democracy is not in the pockets of the BJP, people are above everyone, Voting day is very important for the people. We should wait for 23rd January," said Hemant Soren. Counting of Jharkhand assembly elections will be done on December 23.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.