দিল্লি, 21 ডিসেম্বর : আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে ৫G নেটওয়ার্কের জন্য স্পেকট্রাম নিলাম করবে টেলিকম দপ্তর (DoT) । লোকসানে ভুগতে থাকা দেশের টেলিকম কম্পানিগুলি ইতিমধ্যে সরকারের কাছে দাবি জানিয়েছে, নিলামে স্পেকট্রামের বেস প্রাইস অর্থাৎ ন্যূনতম দাম যেন অত্যাধিক না হয় । কিন্তু কম্পানিগুলির সেই দাবি মানা হয়নি । ফলে লোকসান বাড়ার আশঙ্কা করছে তারা ।
৫G স্পেকট্রাম নিলামের জন্য ন্যূনতম দাম নির্ধারণ করেছে TRAI (টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া) । এই দাম মেনে নিয়েছে DoT-র সর্বোচ্চ নীতি নির্ধারক কর্তৃপক্ষ DCC (ডিজ়িটাল কমিউনিকেশনস কমিশন) । DoT জানিয়েছে, 8300 মেগাহার্জ স্পেকট্রাম নিলামের মাধ্যমে 5.23 ট্রিলিয়ন টাকা তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে । টেলিকম কম্পানিগুলি স্পেকট্রামের দাম কমানোর দাবি করলেও DCC জানিয়েছে, TRAI-এর নির্ধারণ করা এই দাম যুক্তিযুক্ত । নিলামে ভালো সাড়া মিলবে বলে আশা করছে তারা ।
যদিও দেশের টেলিকম কম্পানিগুলির সংগঠন COAI (সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া) অন্য কথা বলছে । তাদের মতে, অন্যান্য দেশের তুলনায় ভারত স্পেকট্রামের দাম অনেক বেশি । এর জেরে ইতিমধ্যে লোকসানে চলা টেলিকম কম্পানিগুলির উপর আর্থিক চাপ আগামীতে বাড়বে । COAI-র ডিরেক্টর জেনেরাল রঞ্জন ম্যাথিউজ় বলেন, "৫G স্পেকট্রাম নিলামের দিনক্ষণ ঠিক করার আগে টেলিকম কম্পানিগুলির আর্থিক লোকসান পুষিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় দেওয়া উচিত ছিল সরকারের । "
উল্লেখ্য, টেলিকম কম্পানিগুলির দীর্ঘদিনের অভিযোগ, ভারতে স্পেকট্রামের দাম অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশি । তারা দাম কমানোর জন্য একাধিকবার অনুরোধ করেছে সরকারকে । TRAI গত বছরের অগাস্টে 3300-3600 মেগাহার্জ স্পেকট্রামের নিলামে ন্যূনতম দাম ঠিক করেছিল 492 কোটি টাকা । কিন্তু ওই একই স্পেকট্রামের ন্যূনতম দাম দক্ষিণ কোরিয়ায় ছিল 131 কোটি টাকা ।