ETV Bharat / lifestyle

"আপনার মেসেজ সুরক্ষিত", দাবি হোয়াটসঅ্যাপের - sushant singh rajput death

এক মুখপাত্র জানান, "হোয়াটসঅ্যাপ আপনার মেসেজ সুরক্ষিত রাখে । এনড-টু-এনড এনক্রিপশনে আপনার মেসেজ সুরক্ষিত । অর্থাৎ আপনি এবং আপনি যাঁকে সেই মেসেজ পাঠান সেই দু'জনই শুধু মেসেজ পড়তে পারবেন ।

whatsapp
whatsapp
author img

By

Published : Sep 25, 2020, 12:29 PM IST

দিল্লি, 25 সেপ্টেম্বর : হোয়াটসঅ্যাপে মেসেজ সুরক্ষিত থাকে । কোনও থার্ড পার্টি সেই মেসেজ পড়তে পারে না । বলিউড তারকাদের হোয়াটসঅ্যাপ মেসেজ সামনে আসার পর এই দাবি করল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তের সময় মাদক যোগের ইঙ্গিত পান তদন্তকারীরা । এরপর তদন্তে নামে নারকোটিকস কন্ট্রোল বিওরো । মাদক যোগে একাধিক তারকার নাম উঠে এসেছে । ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে রিয়া চক্রবর্তীকে । সম্প্রতি দীপিকা পাড়ুকোনের সঙ্গে তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশের পুরোনো হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে আসে । আর এরপরই প্রশ্ন উঠেছে মেসেজের সুরক্ষা নিয়ে ।

হোয়াটসঅ্যাপের তরফে এই সব অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে । তাদের এক মুখপাত্র জানান, "হোয়াটসঅ্যাপ আপনার মেসেজ সুরক্ষিত রাখে । এনড-টু-এনড এনক্রিপশনে আপনার মেসেজ সুরক্ষিত । অর্থাৎ আপনি এবং আপনি যাঁকে সেই মেসেজ পাঠান সেই দু'জনই শুধু মেসেজ পড়তে পারবেন । অন্য কেউ সেই মেসেজ পড়তে পারবে না । আপনাদের মনে রাখা প্রয়োজন, কোনও ব্যক্তি হোয়টসঅ্যাপে একটি ফোন নম্বর দিয়ে সাইন আপ করেন । হোয়াটসঅ্যাপ আপনার মেসেজের বিষয় পড়তে পারে না ।"

তাঁর সংযোজন, হোয়াটসঅ্যাপের তরফে একাধিক সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে । বলেন, "আমরা সবসময় চাই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সেই সুরক্ষা ব্যবহার করুন । কঠিন পাসওয়ার্ড এমনকী বায়োমেট্রিক আইডির ব্যবস্থাও রেখেছে হোয়াটসঅ্যাপ । থার্ড পার্টি যাতে কোনওভাবেই আপনার মেসেজ না পড়তে পারে তার জন্যই নিরাপত্তার ব্যবস্থা ।"

তবে অনেকেই মনে করছেন, 2005 সাল থেকে ক্লোনিং প্রযুক্তির ব্যবহার হয়ে আসছে এইসব ক্ষেত্রে ।

ক্লোনিং প্রযুক্তি কী ?

আপনার ফোনের একটি ক্লোন ফোনের সাহায্যে হোয়াটসঅ্যাপ ব্যাক-আপ চ্যাটের অ্যাকসেস পাওয়া যাবে । অন্তত যা এনক্রিপটেড নয় । গুগল ড্রাইভ বা আই-ক্লাউড যেখানে আপনার চ্যাটের ব্যাক আপ আছে তা ক্লোনিং প্রযুক্তির সাহায্যে পাওয়া সম্ভব ।

টার্গেট ফোন থেকে তথ্য নতুন ক্লোন ফোনটিতে কপি করা যায় । এখন তা অ্যাপের মাধ্যমেও করা সম্ভব । সেই টার্গেট ফোনটি হাতে না পেলেও সম্ভব ।

দিল্লি, 25 সেপ্টেম্বর : হোয়াটসঅ্যাপে মেসেজ সুরক্ষিত থাকে । কোনও থার্ড পার্টি সেই মেসেজ পড়তে পারে না । বলিউড তারকাদের হোয়াটসঅ্যাপ মেসেজ সামনে আসার পর এই দাবি করল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তের সময় মাদক যোগের ইঙ্গিত পান তদন্তকারীরা । এরপর তদন্তে নামে নারকোটিকস কন্ট্রোল বিওরো । মাদক যোগে একাধিক তারকার নাম উঠে এসেছে । ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে রিয়া চক্রবর্তীকে । সম্প্রতি দীপিকা পাড়ুকোনের সঙ্গে তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশের পুরোনো হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে আসে । আর এরপরই প্রশ্ন উঠেছে মেসেজের সুরক্ষা নিয়ে ।

হোয়াটসঅ্যাপের তরফে এই সব অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে । তাদের এক মুখপাত্র জানান, "হোয়াটসঅ্যাপ আপনার মেসেজ সুরক্ষিত রাখে । এনড-টু-এনড এনক্রিপশনে আপনার মেসেজ সুরক্ষিত । অর্থাৎ আপনি এবং আপনি যাঁকে সেই মেসেজ পাঠান সেই দু'জনই শুধু মেসেজ পড়তে পারবেন । অন্য কেউ সেই মেসেজ পড়তে পারবে না । আপনাদের মনে রাখা প্রয়োজন, কোনও ব্যক্তি হোয়টসঅ্যাপে একটি ফোন নম্বর দিয়ে সাইন আপ করেন । হোয়াটসঅ্যাপ আপনার মেসেজের বিষয় পড়তে পারে না ।"

তাঁর সংযোজন, হোয়াটসঅ্যাপের তরফে একাধিক সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে । বলেন, "আমরা সবসময় চাই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সেই সুরক্ষা ব্যবহার করুন । কঠিন পাসওয়ার্ড এমনকী বায়োমেট্রিক আইডির ব্যবস্থাও রেখেছে হোয়াটসঅ্যাপ । থার্ড পার্টি যাতে কোনওভাবেই আপনার মেসেজ না পড়তে পারে তার জন্যই নিরাপত্তার ব্যবস্থা ।"

তবে অনেকেই মনে করছেন, 2005 সাল থেকে ক্লোনিং প্রযুক্তির ব্যবহার হয়ে আসছে এইসব ক্ষেত্রে ।

ক্লোনিং প্রযুক্তি কী ?

আপনার ফোনের একটি ক্লোন ফোনের সাহায্যে হোয়াটসঅ্যাপ ব্যাক-আপ চ্যাটের অ্যাকসেস পাওয়া যাবে । অন্তত যা এনক্রিপটেড নয় । গুগল ড্রাইভ বা আই-ক্লাউড যেখানে আপনার চ্যাটের ব্যাক আপ আছে তা ক্লোনিং প্রযুক্তির সাহায্যে পাওয়া সম্ভব ।

টার্গেট ফোন থেকে তথ্য নতুন ক্লোন ফোনটিতে কপি করা যায় । এখন তা অ্যাপের মাধ্যমেও করা সম্ভব । সেই টার্গেট ফোনটি হাতে না পেলেও সম্ভব ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.