ETV Bharat / lifestyle

হোয়াটসঅ্য়াপ ব্যবহারকারীদের জন্য় নতুন ফিচার্স - whatsapp

এবার হোয়াটসঅ্য়াপ ডেস্কটপেও করা যাবে ভিডিয়ো কল। প্রেস রিলিজ় প্রকাশ করে সংস্থার তরফে একথা জানানো হয়েছে ।

whatsapp-voice-calling-finally-comes-to-desktop-via-windows-mac-apps
হোয়াটসঅ্য়াপ
author img

By

Published : Mar 5, 2021, 7:03 PM IST

ডেস্কটপ ভার্সনের জন্য় ইতিমধ্য়ে বেশ কিছু নতুন ফিচার্স এনেছে হোয়াটসঅ্য়াপ। এবার আরও একটি নতুন ফিচার্স অ্য়াড করতে চলেছে ইনস্ট্য়ান্ট মেসেজিং অ্য়াপ হোয়াটঅ্য়াপ। আজ প্রেস রিলিজ় দিয়ে একথা জানাল সংস্থাটি।

সংস্থার তরফে জানানো হয়েছে, এতদিন শুধুমাত্র মোবাইলে ভিডিয়ো কল এবং ভয়েস কল করা যেত। কিন্তু এবার ডেস্কটপে করা যাবে ভয়েস ও ভিডিয়ো কল। সংস্থার তরফে জানানো হয়েছে, যেহেতু অফিশিয়াল কাজের জন্য় বড় স্ক্রিনের দরকার সেকারণে ডেস্কটপ ভার্সনে ভিডিয়ো ও ভয়েস কলের সুবিধা দেওয়া হচ্ছে।

গত বছরের ডিসেম্বর থেকে বেশ কিছু ইউজ়ার তাঁদের ডেস্কটপে ভয়েস ও ভিডিয়ো কলের সুবিধা পাচ্ছিলেন। মূলত বেটা ভার্সনে ছিল সেটি। এবার সেই সুবিধা পাবেন সকলেই। প্রেস রিলিজ় করে একথাই জানানো হয়েছে।

এর সঙ্গে জানানো হয়েছে ডেস্কটপ হোয়াটসঅ্য়াপেও ল্য়ান্ডস্কেপ ও পোর্ট্রেট ভাবেই ভিডিয়ো কল করা যাবে। শুধু তাই নয় ডেস্কটপ হোয়াটসঅ্য়াপেও একটি স্ট্য়ান্ডঅ্য়ালোন উইন্ডো থাকবে। যেখানে ইউজ়ার উইন্ডো চেঞ্জ করলেও অপরজন্য়ের স্ক্রিন দেখতে পারবেন। এবং ভিডিয়ো কোয়ালিটি থাকবে হাই রেজ়োলিউশন।

তবে সংস্থার তরফে জানানো হয়েছে, এখন গ্রুপ ভিডিয়ো কলের সুবিধা পাবেন না ডেস্কটপ হোয়াটসঅ্য়াপ ইউজ়াররা। তবে আগামী দিনে সেই সুবিধা আনা হবে।

ডেস্কটপ ভার্সনের জন্য় ইতিমধ্য়ে বেশ কিছু নতুন ফিচার্স এনেছে হোয়াটসঅ্য়াপ। এবার আরও একটি নতুন ফিচার্স অ্য়াড করতে চলেছে ইনস্ট্য়ান্ট মেসেজিং অ্য়াপ হোয়াটঅ্য়াপ। আজ প্রেস রিলিজ় দিয়ে একথা জানাল সংস্থাটি।

সংস্থার তরফে জানানো হয়েছে, এতদিন শুধুমাত্র মোবাইলে ভিডিয়ো কল এবং ভয়েস কল করা যেত। কিন্তু এবার ডেস্কটপে করা যাবে ভয়েস ও ভিডিয়ো কল। সংস্থার তরফে জানানো হয়েছে, যেহেতু অফিশিয়াল কাজের জন্য় বড় স্ক্রিনের দরকার সেকারণে ডেস্কটপ ভার্সনে ভিডিয়ো ও ভয়েস কলের সুবিধা দেওয়া হচ্ছে।

গত বছরের ডিসেম্বর থেকে বেশ কিছু ইউজ়ার তাঁদের ডেস্কটপে ভয়েস ও ভিডিয়ো কলের সুবিধা পাচ্ছিলেন। মূলত বেটা ভার্সনে ছিল সেটি। এবার সেই সুবিধা পাবেন সকলেই। প্রেস রিলিজ় করে একথাই জানানো হয়েছে।

এর সঙ্গে জানানো হয়েছে ডেস্কটপ হোয়াটসঅ্য়াপেও ল্য়ান্ডস্কেপ ও পোর্ট্রেট ভাবেই ভিডিয়ো কল করা যাবে। শুধু তাই নয় ডেস্কটপ হোয়াটসঅ্য়াপেও একটি স্ট্য়ান্ডঅ্য়ালোন উইন্ডো থাকবে। যেখানে ইউজ়ার উইন্ডো চেঞ্জ করলেও অপরজন্য়ের স্ক্রিন দেখতে পারবেন। এবং ভিডিয়ো কোয়ালিটি থাকবে হাই রেজ়োলিউশন।

তবে সংস্থার তরফে জানানো হয়েছে, এখন গ্রুপ ভিডিয়ো কলের সুবিধা পাবেন না ডেস্কটপ হোয়াটসঅ্য়াপ ইউজ়াররা। তবে আগামী দিনে সেই সুবিধা আনা হবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.