ETV Bharat / lifestyle

নতুন ফিচার হোয়াটসঅ্য়াপে, চেঞ্জ করতে পারবেন চ্য়াটবক্স কালার - হোয়াটসঅ্য়াপ

চ্য়াট বক্সের রং পরিবর্তন করতে পারবেন ব্য়বহারকারীরা ৷ এবং টেক্সট মেসেজের জন্য় ডিপ গ্রিনের শেড কালার ব্য়বহার করতে পারবেন ব্য়বহারকারীরা ৷

WhatsApp
হোয়াটসঅ্য়াপ
author img

By

Published : Apr 2, 2021, 3:03 PM IST

ফের একটি নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্য়াপ ৷ এবার থেকে আর একঘেঁয়ে সবুজ রং নয়, ব্য়াকগ্রাউন্ড চেঞ্জ করে আপনার পছন্দের রং ব্য়বহার করতে পারবেন ৷

ফেসবুকের ফিচার ট্র্য়াকার হোয়াটসঅ্য়াপবেটাইনফো (@WABetaInfo) কয়েকদিন আগে একটি টুইট করেছে ৷ সেখানে তারা জানিয়েছে, এবার থেকে হোয়াটসঅ্য়াপ ইউজাররা নিজেদের পছন্দমতো রঙে নিজেদের হোয়াটসঅ্য়াপের রং সেট করতে পারবেন ৷ যেটা এতদিন পর্যন্ত সম্ভব ছিল না ৷ তবে ওই টুইটার হ্য়ান্ডেলটি জানিয়েছে, পুরো অ্য়াপটির রং পরিবর্তন করা যাবে না ৷ কিছু কিছু ফিচারের রং পরিবর্তন করতে পারবেন ব্য়বহারকারীরা ৷

আরও পড়ুন- অডিয়ো নোট শুনতে সুবিধার জন্য নতুন ফিচার্স হোয়াটসঅ্য়াপের

কোন কোন অংশের রং পরিবর্তন করা যাবে ?

যেটা জানা যাচ্ছে চ্য়াট বক্সের রং পরিবর্তন করতে পারবেন ব্য়বহারকারীরা ৷ এবং টেক্সট মেসেজের জন্য় ডিপ গ্রিনের শেড কালার ব্য়বহার করতে পারবেন ব্য়বহারকারীরা ৷

কবে থেকে এই ফিচার সব ইউজাররা ব্য়বহার করতে পারবেন তা এখনই জানা যায়নি ৷ এমনকী হোয়াটসঅ্য়পের তরফেও সরকারিভাবে কোনও এবিষয়ে কোনও তথ্য় দেওয়া হয়নি ৷

কয়েকদিন আগে আরও একটি নতুন ফিচারের ঘোষণা করা হয়েছিল হোয়াটসঅ্য়াপের তরফে ৷ মূলত অডিয়ো নোট বা অডিয়ো ক্লিপ শোনার ক্ষেত্রে সুবিধা হবে ব্য়বহারকারীদের ৷

ফের একটি নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্য়াপ ৷ এবার থেকে আর একঘেঁয়ে সবুজ রং নয়, ব্য়াকগ্রাউন্ড চেঞ্জ করে আপনার পছন্দের রং ব্য়বহার করতে পারবেন ৷

ফেসবুকের ফিচার ট্র্য়াকার হোয়াটসঅ্য়াপবেটাইনফো (@WABetaInfo) কয়েকদিন আগে একটি টুইট করেছে ৷ সেখানে তারা জানিয়েছে, এবার থেকে হোয়াটসঅ্য়াপ ইউজাররা নিজেদের পছন্দমতো রঙে নিজেদের হোয়াটসঅ্য়াপের রং সেট করতে পারবেন ৷ যেটা এতদিন পর্যন্ত সম্ভব ছিল না ৷ তবে ওই টুইটার হ্য়ান্ডেলটি জানিয়েছে, পুরো অ্য়াপটির রং পরিবর্তন করা যাবে না ৷ কিছু কিছু ফিচারের রং পরিবর্তন করতে পারবেন ব্য়বহারকারীরা ৷

আরও পড়ুন- অডিয়ো নোট শুনতে সুবিধার জন্য নতুন ফিচার্স হোয়াটসঅ্য়াপের

কোন কোন অংশের রং পরিবর্তন করা যাবে ?

যেটা জানা যাচ্ছে চ্য়াট বক্সের রং পরিবর্তন করতে পারবেন ব্য়বহারকারীরা ৷ এবং টেক্সট মেসেজের জন্য় ডিপ গ্রিনের শেড কালার ব্য়বহার করতে পারবেন ব্য়বহারকারীরা ৷

কবে থেকে এই ফিচার সব ইউজাররা ব্য়বহার করতে পারবেন তা এখনই জানা যায়নি ৷ এমনকী হোয়াটসঅ্য়পের তরফেও সরকারিভাবে কোনও এবিষয়ে কোনও তথ্য় দেওয়া হয়নি ৷

কয়েকদিন আগে আরও একটি নতুন ফিচারের ঘোষণা করা হয়েছিল হোয়াটসঅ্য়াপের তরফে ৷ মূলত অডিয়ো নোট বা অডিয়ো ক্লিপ শোনার ক্ষেত্রে সুবিধা হবে ব্য়বহারকারীদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.