ETV Bharat / lifestyle

হোয়াটসঅ্য়াপে 24 ঘণ্টা পুরোনো মেসেজ ডিসঅ্য়াপেয়ারের সুযোগ

ইতিমধ্য়ে হোয়াটসঅ্য়াপে 7 দিন চ্য়াট ডিসঅ্য়াপেয়ার অপশন আছে ৷ এবার তার সঙ্গে যোগ হতে চলেছে 24 ঘণ্টা ৷ এই অপশন যোগ হলে অন্য়তম জনপ্রিয় মেসেজিং অ্য়াপ টেলিগ্রামের সঙ্গে আরও জোর টক্কর দিতে পারবে সংস্থাটি ৷ ইতিমধ্য়ে ইউ এ বেটা ইনফোর তরফে একটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে ৷

whatsapp
হোয়াটসঅ্য়াপ
author img

By

Published : Apr 26, 2021, 4:23 PM IST

বিরাট সুখবর আসতে চলেছে হোয়াটসঅ্য়াপ ব্য়বহারকারীদের জন্য় ৷ এবার আর 7 দিন আগের মেসেজ না, 24 ঘণ্টার আগের মেসেজও ডিসঅ্য়াপেয়ার ( অদৃশ্য়) করতে পারবেন ব্য়বহারকারীরা ৷ হোয়াটসঅ্য়াপ বেটা ইনফো তাদের টুইটার হ্য়ান্ডেলে এই খবর জানিয়েছে ৷

ইতিমধ্য়ে হোয়াটসঅ্য়াপে 7 দিন চ্য়াট ডিসঅ্য়াপেয়ার অপশন আছে ৷ এবার তার সঙ্গে যোগ হতে চলেছে 24 ঘণ্টা ৷ এই অপশন যোগ হলে অন্য়তম জনপ্রিয় মেসেজিং অ্য়াপ টেলিগ্রামের সঙ্গে আরও জোর টক্কর দিতে পারবে সংস্থাটি ৷ ইতিমধ্য়ে ইউ এ বেটা ইনফোর তরফে একটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে ৷

আরও পড়ুন- অনুব্রতকে তলব সিবিআইয়ের, না যাওয়ার পরামর্শ মমতার

অন্য়দিকে হোয়াটসঅ্য়াপ গ্রুপের ক্ষেত্রে আগে কোনও মেসেজ ডিসঅ্য়াপেয়ার বা অদৃশ্য় করতে হলে তা করতে পারতেন একমাত্র গ্রুপ অ্য়াডমিন ৷ কিন্তু নতুন আপডেটে হোয়াটসঅ্য়াপ গ্রুপের প্রতিটি সদস্য়ই ওই সুবিধা পাবেন ৷

এর পাশাপাশি অডিয়ো নোট ফাস্ট ফরোয়ার্ড করে শোনার জন্য় বিশেষ ফিচার আনছে হোয়াটসঅ্য়াপ ৷ ইতিমধ্য়ে বেটা ভার্সনে ওই ফিচার টেস্ট শুরু হয়ে গিয়েছে ৷

বিরাট সুখবর আসতে চলেছে হোয়াটসঅ্য়াপ ব্য়বহারকারীদের জন্য় ৷ এবার আর 7 দিন আগের মেসেজ না, 24 ঘণ্টার আগের মেসেজও ডিসঅ্য়াপেয়ার ( অদৃশ্য়) করতে পারবেন ব্য়বহারকারীরা ৷ হোয়াটসঅ্য়াপ বেটা ইনফো তাদের টুইটার হ্য়ান্ডেলে এই খবর জানিয়েছে ৷

ইতিমধ্য়ে হোয়াটসঅ্য়াপে 7 দিন চ্য়াট ডিসঅ্য়াপেয়ার অপশন আছে ৷ এবার তার সঙ্গে যোগ হতে চলেছে 24 ঘণ্টা ৷ এই অপশন যোগ হলে অন্য়তম জনপ্রিয় মেসেজিং অ্য়াপ টেলিগ্রামের সঙ্গে আরও জোর টক্কর দিতে পারবে সংস্থাটি ৷ ইতিমধ্য়ে ইউ এ বেটা ইনফোর তরফে একটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে ৷

আরও পড়ুন- অনুব্রতকে তলব সিবিআইয়ের, না যাওয়ার পরামর্শ মমতার

অন্য়দিকে হোয়াটসঅ্য়াপ গ্রুপের ক্ষেত্রে আগে কোনও মেসেজ ডিসঅ্য়াপেয়ার বা অদৃশ্য় করতে হলে তা করতে পারতেন একমাত্র গ্রুপ অ্য়াডমিন ৷ কিন্তু নতুন আপডেটে হোয়াটসঅ্য়াপ গ্রুপের প্রতিটি সদস্য়ই ওই সুবিধা পাবেন ৷

এর পাশাপাশি অডিয়ো নোট ফাস্ট ফরোয়ার্ড করে শোনার জন্য় বিশেষ ফিচার আনছে হোয়াটসঅ্য়াপ ৷ ইতিমধ্য়ে বেটা ভার্সনে ওই ফিচার টেস্ট শুরু হয়ে গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.