ETV Bharat / lifestyle

ভুল করেও হোয়াটসঅ্য়াপ পিঙ্ক লিঙ্কে ক্লিক করবেন না - Whatsapp pink

অনেক হোয়াটসঅ্য়াপ ব্য়বহারকারী তাঁদের হোয়াটসঅ্য়াপে একটি লিঙ্ক পেয়েছেন ৷ যে লিঙ্কের সঙ্গে রয়েছে একটি টেক্সট ৷ যাতে লেখা, ওই নির্দিষ্ট লিঙ্কে করলেই হোয়াটসঅ্য়াপের একটি নতুন ভার্সন ডাউনলোড হয়ে যাবে ৷ এবং হোয়াটসঅ্য়াপের চিরাচরিত সবুজ রং পরিবর্তিত হয়ে হবে পিঙ্ক কালারের ৷

Whatsapp
গ্রাফিক্স ইমেজ
author img

By

Published : Apr 19, 2021, 4:10 PM IST

ব্য়বহারকারীদের তথ্য় হাতিয়ে নিতে এবার হ্য়াকারদের লক্ষ্য় হোয়াটসঅ্য়াপ পিঙ্ক ৷ হোয়াটসঅ্য়াপ পিঙ্ক ডাউনলোড করার জন্য় ইতিমধ্য়ে একটি লিঙ্ক অনেকেই পেয়েছেন ৷ কিন্তু, ওই লিঙ্কে ক্লিক করলেই ব্য়বহারকারীদের যাবতীয় তথ্য় হ্য়াকারদের হাতের নাগালে চলে যাচ্ছে ৷

হোয়াটসঅ্য়াপ পিঙ্ক কী ?

অনেক হোয়াটসঅ্য়াপ ব্য়বহারকারী তাঁদের হোয়াটসঅ্য়াপে একটি লিঙ্ক পেয়েছেন ৷ যে লিঙ্কের সঙ্গে রয়েছে একটি টেক্সট ৷ যাতে লেখা, ওই নির্দিষ্ট লিঙ্কে করলেই হোয়াটসঅ্য়াপের একটি নতুন ভার্সন ডাউনলোড হয়ে যাবে ৷ এবং হোয়াটসঅ্য়াপের চিরাচরিত সবুজ রং পরিবর্তিত হয়ে হবে পিঙ্ক কালারের ৷

আরও পড়ুন- দাঁত-নখ বের করছে করোনা, 2 হাজার বেডের সেফ হোম ঘোষণা ফিরহাদের

তবে পুরো বিষয়টিই জাল ৷ সাইবার বিশেষজ্ঞ রাজশেখর রাজাহারিয়া এবিষয়ে একটি টুইট করেছেন ৷ তিনি জানিয়েছেন, হোয়াটসঅ্য়াপ পিঙ্কের জন্য় একটি লিঙ্ক শেয়ার করা হচ্ছে ৷ তার সঙ্গে তিনি বেশ কয়েকটি স্কিনশট শেয়ার করেছেন ৷

হোয়াটসঅ্য়াপ পিঙ্কের উদ্দেশ্য় কী ?

এবিষয়ে রাজশেখর জানিয়েছেন, ওই লিঙ্কে ক্লিক করলেই একটি অ্য়াপ ডাউলোড হবে ৷ যা ওই ফোনের সমস্ত কনট্য়াক্টস নিয়ে নিজে নিজেই বিভিন্ন ফেক মেসেজ ও লিঙ্ক শেয়ার করবে ৷ এর পাশাপাশি হ্য়াকাররা বিভিন্ন তথ্য় সংগ্রহ করতে পারবে হোয়াটসঅ্য়াপ পিঙ্কের মাধ্য়মে ৷

ব্য়বহারকারীদের তথ্য় হাতিয়ে নিতে এবার হ্য়াকারদের লক্ষ্য় হোয়াটসঅ্য়াপ পিঙ্ক ৷ হোয়াটসঅ্য়াপ পিঙ্ক ডাউনলোড করার জন্য় ইতিমধ্য়ে একটি লিঙ্ক অনেকেই পেয়েছেন ৷ কিন্তু, ওই লিঙ্কে ক্লিক করলেই ব্য়বহারকারীদের যাবতীয় তথ্য় হ্য়াকারদের হাতের নাগালে চলে যাচ্ছে ৷

হোয়াটসঅ্য়াপ পিঙ্ক কী ?

অনেক হোয়াটসঅ্য়াপ ব্য়বহারকারী তাঁদের হোয়াটসঅ্য়াপে একটি লিঙ্ক পেয়েছেন ৷ যে লিঙ্কের সঙ্গে রয়েছে একটি টেক্সট ৷ যাতে লেখা, ওই নির্দিষ্ট লিঙ্কে করলেই হোয়াটসঅ্য়াপের একটি নতুন ভার্সন ডাউনলোড হয়ে যাবে ৷ এবং হোয়াটসঅ্য়াপের চিরাচরিত সবুজ রং পরিবর্তিত হয়ে হবে পিঙ্ক কালারের ৷

আরও পড়ুন- দাঁত-নখ বের করছে করোনা, 2 হাজার বেডের সেফ হোম ঘোষণা ফিরহাদের

তবে পুরো বিষয়টিই জাল ৷ সাইবার বিশেষজ্ঞ রাজশেখর রাজাহারিয়া এবিষয়ে একটি টুইট করেছেন ৷ তিনি জানিয়েছেন, হোয়াটসঅ্য়াপ পিঙ্কের জন্য় একটি লিঙ্ক শেয়ার করা হচ্ছে ৷ তার সঙ্গে তিনি বেশ কয়েকটি স্কিনশট শেয়ার করেছেন ৷

হোয়াটসঅ্য়াপ পিঙ্কের উদ্দেশ্য় কী ?

এবিষয়ে রাজশেখর জানিয়েছেন, ওই লিঙ্কে ক্লিক করলেই একটি অ্য়াপ ডাউলোড হবে ৷ যা ওই ফোনের সমস্ত কনট্য়াক্টস নিয়ে নিজে নিজেই বিভিন্ন ফেক মেসেজ ও লিঙ্ক শেয়ার করবে ৷ এর পাশাপাশি হ্য়াকাররা বিভিন্ন তথ্য় সংগ্রহ করতে পারবে হোয়াটসঅ্য়াপ পিঙ্কের মাধ্য়মে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.