এবার থেকে 4 কে ভিডিয়ো ও ইমেজ টুইটারে শেয়ার করতে পারবেন ব্য়বহারকারীরা ৷ অ্য়ান্ডরয়েড ও আই ও এস ব্য়বহারকারীরা এই সুযোগ পাবেন ৷
এর আগে স্মার্টফোন থেকে 4 কে ভিডিয়ো ও ইমেজ শেয়ার করতে পারতেন না ব্য়বহারকারীরা ৷ সর্বোচ্চ 2048 X 2048 রেজলিউশনের ইমেজ ও ভিডিয়ো শেয়ার করতে পারতেন ব্য়বহারকারীরা ৷ এবার আর কোনও বাধ্য়বাধকতা রাখল না ৷
আরও পড়ুন - টুইটারের অডিয়ো চ্যাট ফিচার স্পেসেস এবার মিলবে ডেস্কটপেও
সর্বপ্রথম টুইটার সাপোর্ট অফিসিয়াল হ্য়ান্ডেল থেকে এই ঘোষণা করা হয়েছিল ৷ যা প্রায় দু হাজার লাইক ও 1700 রি টুইট পেয়েছিল ৷
মাশাবেল নামে একটি সংবাদমাধ্য়ম জানিয়েছে, ইতিমধ্য়ে টুইটার ওয়েবে 4 কে ভিডিয়ো আপলোড করতে পারেন ব্য়বহারকারীরা ৷ কিন্তু এবার থেকে স্মার্টফোনের মাধ্য়মেও তা আপলোড করতে পারবেন ৷ তবে এর জন্য় বেশ কয়েকটি স্টেপ ফলো করতে হবে ৷
প্রথমত টুইটার অ্য়াপটির সেটিংস ও প্রাইভেসি সেটিংসে যেতে হবে ৷ সেখান থেকে ডেটা ইউসেজে গিয়ে জেনারেল সিলেক্ট করতে হবে ৷ তারপর সেখানে হাই কোয়ালিটি ইমেজ আপলোড অপশন আসবে ৷ 4 কে ভিডিয়ো বা ছবি আপলোডের জন্য় সেখানে ক্লিক করতে হবে ৷ এরপর ব্য়বহারকারীরা অনায়াসে হাই কোয়ালিটি ভিডিয়ো বা ইমেজ আপলোড করতে পারবেন ৷