ETV Bharat / lifestyle

এবার নেটফ্লিক্সেও টিকটকের প্রতিদ্বন্দ্বী ফাস্ট লাফস - Netflix launched a TikTok-rival called Fast Laughs

ফাস্ট লাফ নামে একটি নতুন ফিচার সামনে আনল ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স । বর্তমানে এই ফিচার নির্দিষ্ট কয়েকটি দেশের আইওএস ব্যবহারকারীরাই পাচ্ছেন । ফাস্ট লাফস হল টিকটক বা ইনস্টাগ্রাম রিলসের মতোই । এতে স্মার্টফোন ব্যবহারকারীরা সিরিজ, ফিল্ম এবং স্ট্যান্ড আপ শো-ও তাঁদের তালিকায় যোগ করে সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। আপনি এইসব ক্লিপ আলাদাভাবে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট এবং ট্যুইটারে শেয়ারও করতে পারেন ।

Netflix launched a TikTok-rival called Fast Laughs
এবার নেটফ্লিক্সেও টিকটকের প্রতিদ্বন্দ্বী ফাস্ট লাফস
author img

By

Published : Mar 6, 2021, 1:08 PM IST

নয়াদিল্লি : অগ্রণী ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবার নিয়ে এল টিকটকের প্রতিদ্বন্দ্বী ‘ফাস্ট লাফস’, যা তাদের বিপুল কমেডির ভাণ্ডার থেকে সমস্ত মজার ক্লিপ মোবাইল ব্যবহারকারীদের কাছে তাৎক্ষণিক ফুল স্ক্রিন পৌঁছে দেবে ।

ফাস্ট লাফস, যা এই মুহূর্তে শুধু নির্দিষ্ট কয়েকটি দেশের আইওএস ব্যবহারকারীরাই পাচ্ছেন, তা বৈশিষ্ট্যের দিক থেকে অনেকটা টিকটক বা ইনস্টাগ্রাম রিলসের মতোই ।

নেটফ্লিক্স একটি বিবৃতিতে বলেছে,"আলাদা আলাদা ছোট ক্লিপ, যেগুলো ‘বিগ মাউথ’-এর মতো শো বা জেরি সেনফিল্ড, অ্যালি ওয়াংদের মতো কমেডিয়ানদের স্ট্যান্ড আপ স্পেশাল থেকে নেওয়া – সেগুলো সরাসরি নেটফ্লিক্স অ্যাপের মধ্যেই চালানো যাবে । যদি এগুলো থেকে কোনও শো, ফিল্ম বা বিশেষ অনুষ্ঠান সম্পর্কে আগ্রহ তৈরি হয়, তাহলে সেটা পছন্দের তালিকায় যোগ করেও রাখা যাবে ।”

ফাস্ট লাফসে রয়েছে ফিল্ম (যেমন, মার্ডার মিস্ট্রি), সিরিজ় (বিগ মাউথ), সিটকম (দ্য ক্রিউ) এবং কেভিন হার্ট ও অ্যালি ওয়াংয়ের মতো কমেডিয়ানদের ফুল স্ক্রিন ফিড ।"

নেটফ্লিক্স জানিয়েছে,"আপনি বটম ন্যাভিগেশন মেনুতে গিয়ে ফাস্ট লাফস ট্যাবে ক্লিক করেই এই ফিডগুলো দেখতে পাবেন। নিরবচ্ছিন্ন হাসির উপাদান পেতে একটার পর একটা ক্লিপ নিজে থেকেই চলতে থাকবে ।"

আরও পড়ুন : সৌজন্যে নেটফ্লিক্স

ফাস্ট লাফস ব্যবহারকারীরা তাঁদের লিস্টে সিরিজ, ফিল্ম বা স্ট্যান্ড আপ যোগ করতে পারেন, বা সঙ্গে সঙ্গে তা দেখাও শুরু করতে পারেন । আপনি এইসব ক্লিপ আলাদা আলাদাভাবে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট এবং ট্যুইটারেও শেয়ার করতে পারেন, যাতে আপনার বন্ধুরাও আনন্দ পেতে পারেন । সংস্থার তরফে জানানো হয়েছে যে তারা শীঘ্রই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও এর পরীক্ষা শুরু করবে ।

নয়াদিল্লি : অগ্রণী ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবার নিয়ে এল টিকটকের প্রতিদ্বন্দ্বী ‘ফাস্ট লাফস’, যা তাদের বিপুল কমেডির ভাণ্ডার থেকে সমস্ত মজার ক্লিপ মোবাইল ব্যবহারকারীদের কাছে তাৎক্ষণিক ফুল স্ক্রিন পৌঁছে দেবে ।

ফাস্ট লাফস, যা এই মুহূর্তে শুধু নির্দিষ্ট কয়েকটি দেশের আইওএস ব্যবহারকারীরাই পাচ্ছেন, তা বৈশিষ্ট্যের দিক থেকে অনেকটা টিকটক বা ইনস্টাগ্রাম রিলসের মতোই ।

নেটফ্লিক্স একটি বিবৃতিতে বলেছে,"আলাদা আলাদা ছোট ক্লিপ, যেগুলো ‘বিগ মাউথ’-এর মতো শো বা জেরি সেনফিল্ড, অ্যালি ওয়াংদের মতো কমেডিয়ানদের স্ট্যান্ড আপ স্পেশাল থেকে নেওয়া – সেগুলো সরাসরি নেটফ্লিক্স অ্যাপের মধ্যেই চালানো যাবে । যদি এগুলো থেকে কোনও শো, ফিল্ম বা বিশেষ অনুষ্ঠান সম্পর্কে আগ্রহ তৈরি হয়, তাহলে সেটা পছন্দের তালিকায় যোগ করেও রাখা যাবে ।”

ফাস্ট লাফসে রয়েছে ফিল্ম (যেমন, মার্ডার মিস্ট্রি), সিরিজ় (বিগ মাউথ), সিটকম (দ্য ক্রিউ) এবং কেভিন হার্ট ও অ্যালি ওয়াংয়ের মতো কমেডিয়ানদের ফুল স্ক্রিন ফিড ।"

নেটফ্লিক্স জানিয়েছে,"আপনি বটম ন্যাভিগেশন মেনুতে গিয়ে ফাস্ট লাফস ট্যাবে ক্লিক করেই এই ফিডগুলো দেখতে পাবেন। নিরবচ্ছিন্ন হাসির উপাদান পেতে একটার পর একটা ক্লিপ নিজে থেকেই চলতে থাকবে ।"

আরও পড়ুন : সৌজন্যে নেটফ্লিক্স

ফাস্ট লাফস ব্যবহারকারীরা তাঁদের লিস্টে সিরিজ, ফিল্ম বা স্ট্যান্ড আপ যোগ করতে পারেন, বা সঙ্গে সঙ্গে তা দেখাও শুরু করতে পারেন । আপনি এইসব ক্লিপ আলাদা আলাদাভাবে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট এবং ট্যুইটারেও শেয়ার করতে পারেন, যাতে আপনার বন্ধুরাও আনন্দ পেতে পারেন । সংস্থার তরফে জানানো হয়েছে যে তারা শীঘ্রই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও এর পরীক্ষা শুরু করবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.