কলকাতা, 9 এপ্রিল : চাকরির সন্ধানে এখন প্রায় সকলেই ব্য়বহার করেন লিঙ্কডিন ৷ হাজার হাজার সংস্থার চাকরির বিজ্ঞাপন এখন সেখানেই ৷ গুগল, ফেসবুক, হোয়াটসঅ্য়াপ সহ বিশ্বের বিভিন্ন নামীদামী সংস্থাও এখন প্রার্থীর সন্ধান পাচ্ছেন লিঙ্কডিন থেকে ৷ কিন্তু সেখানেও তথ্য় লিক ! এমনই খবর পাওয়া গেছে ৷
জানা গিয়েছে, প্রায় 500 মিলিয়ন লিঙ্কডিন ব্য়াবহারীর ডেটা লিক হয়েছে ৷ এবিষয়ে যাবতীয় তথ্য় একটি হ্য়াকার ফোরামে আপলোড করা হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, নির্দিষ্ট অর্থের বিনিয়মে সেই তথ্য় বিক্রি করা হবে ৷
কী কী লিক হয়েছে ?
ব্য়বহারকারীদের ইমেল অ্য়াড্রেস, ফোন নম্বর, কর্মক্ষেত্রের ঠিকানা, পুরো নাম, অ্য়াকাউন্ট আইডি এবং সোশাল মিডিয়া লিঙ্ক লিক হয়েছে ৷ ওই ফোরামে এক হ্য়াকার এবিষয়ে বিস্তারিত জানিয়ে আপলোড করেছেন ৷ স্য়াম্পেল হিসেবে 2 মিলিয়ন ব্য়বহারকারীর যাবতীয় তথ্য় সেখানে আপলোড করা হয়েছে ৷ চার ডিজিটের (US ডলার) বিনিময়ে ওই তথ্য় বিক্রি করা হবে ৷
লিঙ্কডিনের ব্য়বহারকারীর সংখ্য়া 740 মিলিয়ন ৷ সংস্থার ওয়েবসাইটেই ওই তথ্য় জানানো হয়েছে ৷ এর মধ্য়ে 500 মিলিয়ন ব্য়বহারকারীর তথ্য় লিক হয়ে যাওয়ার অর্থ দুই তৃতীয়াংশ ব্য়বহারকারীর তথ্য় লিক হয়েছে ৷ সাইবার নিউজ প্রথম এই খবরটি প্রকাশ্য়ে আনে ৷ এবং পরে লিঙ্কডিনের তরফে বিজ়নেস ইনসাইডারকে এই খবরটি সত্য়তা জানিয়েছে ৷
আরও পড়ুন-অডিয়ো নোট শুনতে সুবিধার জন্য নতুন ফিচার্স হোয়াটসঅ্য়াপের
লিঙ্কডিনের তরফে একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত হচ্ছে ৷ কীভাবে ডেটা লিক হল তা খতিয়ে দেখা হচ্ছে ৷ তবে মনে করা হচ্ছে, অন্য় কোনও ওয়েবসাইট থেকে এই ডেটা লিক হয়েছে ৷ যাদের সঙ্গে হয়তো লিঙ্কডিনের ডেটা এগ্রিমেন্ট ছিল ৷ সাইবার বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, বাড়ি থেকে কাজ করার জন্য় অনেকেই ব্য়ক্তিগত সিস্টেম ব্য়বহার করছেন ৷ সেখান থেকেই ডেটা লিক হয়ে থাকতে পারে ৷