কলকাতা, 1 অক্টোবর: শাড়ি হোক বা কুর্তি, তার সঙ্গে একখানা জ্যাকেট গায়ে চাপিয়ে নিলেই ফ্যাশন জমে ক্ষীর ৷ তা সে লং কটন জ্যাকেট হোক বা কোটি জ্যাকেট কিংবা শীতের দিনে লেদার জ্যাকেট ৷ আর এবার পুজোয় (Durga Puja) বাড়তি সংযোজন জ্যাকেট ব্লাউজ (Jacket Blouse)।
জ্যাকেটের ট্রেন্ড গত বছর থেকেই ফ্যাশনে ইন । স্লিভলেস লং কুর্তির সঙ্গে ফুল স্লিভ, থ্রি কোয়ার্টার কিংবা মিরর লেংথ-এর জ্যাকেট নজর কাড়ছে গত বছর পুজো থেকেই। এমনকী শাড়ির সঙ্গেও লং জ্যাকেট পরে নিচ্ছেন অনেকে । ফেব্রিক হিসেবে কেউ বেছে নিচ্ছেন কটন, কেউ সিল্ক, কেউ বা সিফন । আজরাখ, কলমকারি, বাগরু প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট কখনও আবার একরঙা জ্যাকেটও পরছেন অনেকে ।
এবার ব্লাউজেও এসেছে জ্যাকেটের বাহার । বেশ কিছু বাংলা ধারাবাহিকেও জ্যাকেট স্টাইলের ব্লাউজ নজর কাড়ছে দর্শকদের । ডিজাইনাররা বানাচ্ছেন নানা ধাঁচের জ্যাকেট ব্লাউজ । কোনওটায় কলমকারি, কোনওটায় আজরাখ প্রিন্ট, কোনওটায় আবার রাজস্থানী, বাগরু প্রিন্ট, ইক্কত বা গুজরাটি কাজের কাপড় দিয়ে বানানো হচ্ছে ব্লাউজের উপর জ্যাকেট । ব্লাউজের এক পাশে ঝুলিয়ে দেওয়া হচ্ছে কাপড়েরই তৈরি লটকন ।
আরও পড়ুন: Calcutta High Court : এবারও জারি বিধিনিষেধ, দুর্গাপুজোর মণ্ডপে প্রবেশ নিষিদ্ধ দর্শনার্থীদের
পূর্ণাঙ্গ ব্লাউজের উপর দিয়ে ত্রিকোণাকারে কাপড় জুড়ে যেমন জ্যাকেট স্টাইলের ব্লাউজ তুলে ধরছেন ডিজাইনাররা, তেমনই ছোট এবং বড় ঝুলেরও জ্যাকেট ব্লাউজ বানানো হচ্ছে । কারণ এই ধরনের ব্লাউজের কদর প্রতিদিন বাড়ছে, জানিয়েছেন ডিজাইনার মেখলা বন্দ্যোপাধ্যায় ।
আরও পড়ুন: Weather Forecast : পুজোয় কি এবার বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি ?
জ্যাকেট ব্লাউজের সঙ্গে খুব ভারি ধরনের শাড়ি না পরাই ভাল । একটু হালকা কটন, শিফন পরলে ভালো দেখায় । কেননা জ্যাকেট ব্লাউজের সঙ্গে শাড়ি পরতে হবে প্লিট ফেলে । জ্যাকেট ব্লাউজের এই নয়া ট্রেন্ডে শাড়ির থেকেও মানুষের চোখ বেশি টানবে ব্লাউজের দিকে । শাড়ি একরঙা হলে ব্লাউজে প্রিন্ট বা এম্ব্রয়ডারি করা থাকলে ভাল লাগবে । আবার শাড়ি প্রিন্টেড বা ঝলমলে হলে ব্লাউজ হোক একরঙা ।
আরও পড়ুন: Raj Subhashree: মালদ্বীপে রাজের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো পোস্ট শুভশ্রীর
সুতরাং এই পুজোতে নিজেকে অন্যদের থেকে আলাদা ভাবে হাজির করতে জ্যাকেট ব্লাউজ কাজে লাগানো যেতেই পারে ৷ শহরের বিভিন্ন বুটিকে পাওয়া যাবে এই ধরনের জ্যাকেট ব্লাউজ । কিংবা অর্ডার দিয়ে পছন্দমতো বানিয়ে নিলেও ক্ষতি নেই ৷ ট্রাই করবেন নাকি ?
আরও পড়ুন: Prosenjit Chatterjee: বুম্বাদার জন্মদিনে বহরমপুরের বাড়িতে কেক কাটতেন ঐন্দ্রিলা