ETV Bharat / lifestyle

হবু বরদের জন্য পাঁচটি অত্যাবশ্যক গ্রুমিং টিপস

author img

By

Published : Dec 10, 2020, 7:26 PM IST

বিয়ের মরশুমে হবু বরদের জন্য নিচে রইল কিছু গ্রুমিং টিপস ।

হবু বরদের জন্য পাঁচটি অত্যাবশ্যক গ্রুমিং টিপস
হবু বরদের জন্য পাঁচটি অত্যাবশ্যক গ্রুমিং টিপস

বর ও বধূ, বিয়ের দিনটা দুজনের কাছেই জীবনকে বদলে দেওয়া একটা মুহূর্ত । ভারতে এই দিনটা জাঁকজমক সহযোগে উদযাপন করা হয় । বিয়ের অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ হল সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস ধরে গ্রুমিং । আমরা বেশিরভাগ নববধূদের গ্রুমিংয়ের কথা বললেও, নতুন বরদেরও কিছু গ্রুমিং টিপস অনুসরণ করার আছে, যাতে বিশেষ দিনটাতে তাদের উজ্জ্বল দেখায় ।

  • মুখ পরিষ্কার করুন : এটা খুবই সাধারণ পরামর্শ বলা যেতে পারে, কিন্তু এটাই বড়সড় ফারাক করে দিতে পারে । যখন আমরা মুখ ধোয়ার কথা বলি, তখন আমরা একে একেবারে রুটিন করে নিতে বলি । যদি আপনার ত্বকের সঙ্গে মানানসই কোনও ফেসওয়াশ ব্যবহার করেন, সেটা দিয়ে রোজ মুখ পরিষ্কার করতে শুরু করুন বিয়ের কয়েক সপ্তাহ আগে থেকেই । এই অভ্যেসটা থাকলে আপনার ত্বকে তেল বা ধুলো জমবে না, এবং মুখ উজ্জ্বল থাকবে ।
  • হাইড্রেটেড থাকুন : ত্বকের যে কোনও যত্নের ক্ষেত্রে সর্বাগ্রে থাকবে প্রচুর পরিমাণ জল খাওয়া । এটা আপনার ত্বককে সতেজ রাখে ও ভেতর থেকে সারিয়ে তোলে । প্রতিদিন 8 গ্লাস জল খান । জলের পরিমাণ বেশি, এমন ফল ও সবজিও খেতে পারেন । এতে আপনার শরীর থেকে টক্সিন বেরিয়ে যাবে, আর আপনি শুধু স্বাস্থ্যবানই নন, আরও ঔজ্জ্বল্য পাবেন ।
  • চুলের যত্ন নিন : নিয়মিত আপনার চুল, দাড়ি, গোঁফ ও ত্বকের রোমের যত্ন নিতে শুরু করুন । কোন ধরণের হেয়ারকাট বা দাড়িতে আপনাকে সবথেকে ভালো লাগবে, তা নিয়ে আপনার নাপিতের সঙ্গে কথা বলুন । যদি তাঁরা বলেন যে কাটার প্রয়োজন রয়েছে, তা হলে সেটা যাতে সেটল হওয়ার সময় পায়, সেজন্য বিয়ের বেশ কিছুদিন আগেই করুন । যদি বুকে-পিঠে রোম থাকে, এবং আপনি যদি না চান যে জামাকাপড়ের ফাঁক দিয়ে সেগুলো দেখা যাক, তাহলে ওয়াক্সিংয়ের কথা ভাবতে পারেন । নিজের ভ্রু জোড়াকেও হালকাভাবে নেবেন না, কারণ তারা আপনার পুরো লুককেই প্রভাবিত করতে পারে । সুতরাং পরিচ্ছন্নভাবে প্লাক করা ভ্রু নিয়ে বধূর পাশে দাঁড়াতে না চাইলেও, শুধুমাত্র ঘন অংশ টুকুও বাদ দিয়ে দিতে পারেন ।
  • হাত ও পায়ের যত্ন : পেশাদারদের থেকে ম্যানিকিওর ও পেডিকিওর নিতে ভুলবেন না । যখন সঙ্গীতের সময় আপনি প্রাণ খুলে নাচবেন, তখন অসমান নখের জন্য লজ্জায় পড়তে নিশ্চই আপনি চাইবেন না । এক্ষেত্রেও প্রথম অনুষ্ঠানের কয়েকদিন আগে এটা করান, যাতে সেটল হওয়ার সময় পাওয়া যায় ।
  • দাঁতের যত্ন নিন : বিয়ের ফোটোতে ছোপ লাগা হাসি আপনি কখনওই চাইবেন না । যদি আপনি কফিপ্রেমী বা ধূমপায়ী হন, তাহলে দাঁতে ছোপ লাগার প্রবণতা থাকে । তাই বিয়ের দু-এক সপ্তাহ আগে দাঁত পরিষ্কার করানো গুরুত্বপূর্ণ । এভাবে আপনি দাঁতের ছোপ থেকে মুক্তি পাবেন, কিন্তু দাঁত একেবারে ধবধবে সাদা হবে না ।
  • পেশাদারী পরামর্শ : চুলে জেলের বদলে হেয়ার স্প্রে ব্যবহার করার চেষ্টা করুন । জেলের থেকে স্প্রে ভালো ফিনিশং দেয় চুলের । উৎসবের সময় সবসময় সুরভিত থাকুন । আপনার পুরনো কোলনই ব্যবহার করতে পারেন, অথবা নতুন একটা কিনতে পারেন । মাথায় রাখবেন যাতে সুগন্ধ খুব জোরালো না হয়, এবং তার একটা স্থায়ী প্রভাব থাকে ।

বর ও বধূ, বিয়ের দিনটা দুজনের কাছেই জীবনকে বদলে দেওয়া একটা মুহূর্ত । ভারতে এই দিনটা জাঁকজমক সহযোগে উদযাপন করা হয় । বিয়ের অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ হল সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস ধরে গ্রুমিং । আমরা বেশিরভাগ নববধূদের গ্রুমিংয়ের কথা বললেও, নতুন বরদেরও কিছু গ্রুমিং টিপস অনুসরণ করার আছে, যাতে বিশেষ দিনটাতে তাদের উজ্জ্বল দেখায় ।

  • মুখ পরিষ্কার করুন : এটা খুবই সাধারণ পরামর্শ বলা যেতে পারে, কিন্তু এটাই বড়সড় ফারাক করে দিতে পারে । যখন আমরা মুখ ধোয়ার কথা বলি, তখন আমরা একে একেবারে রুটিন করে নিতে বলি । যদি আপনার ত্বকের সঙ্গে মানানসই কোনও ফেসওয়াশ ব্যবহার করেন, সেটা দিয়ে রোজ মুখ পরিষ্কার করতে শুরু করুন বিয়ের কয়েক সপ্তাহ আগে থেকেই । এই অভ্যেসটা থাকলে আপনার ত্বকে তেল বা ধুলো জমবে না, এবং মুখ উজ্জ্বল থাকবে ।
  • হাইড্রেটেড থাকুন : ত্বকের যে কোনও যত্নের ক্ষেত্রে সর্বাগ্রে থাকবে প্রচুর পরিমাণ জল খাওয়া । এটা আপনার ত্বককে সতেজ রাখে ও ভেতর থেকে সারিয়ে তোলে । প্রতিদিন 8 গ্লাস জল খান । জলের পরিমাণ বেশি, এমন ফল ও সবজিও খেতে পারেন । এতে আপনার শরীর থেকে টক্সিন বেরিয়ে যাবে, আর আপনি শুধু স্বাস্থ্যবানই নন, আরও ঔজ্জ্বল্য পাবেন ।
  • চুলের যত্ন নিন : নিয়মিত আপনার চুল, দাড়ি, গোঁফ ও ত্বকের রোমের যত্ন নিতে শুরু করুন । কোন ধরণের হেয়ারকাট বা দাড়িতে আপনাকে সবথেকে ভালো লাগবে, তা নিয়ে আপনার নাপিতের সঙ্গে কথা বলুন । যদি তাঁরা বলেন যে কাটার প্রয়োজন রয়েছে, তা হলে সেটা যাতে সেটল হওয়ার সময় পায়, সেজন্য বিয়ের বেশ কিছুদিন আগেই করুন । যদি বুকে-পিঠে রোম থাকে, এবং আপনি যদি না চান যে জামাকাপড়ের ফাঁক দিয়ে সেগুলো দেখা যাক, তাহলে ওয়াক্সিংয়ের কথা ভাবতে পারেন । নিজের ভ্রু জোড়াকেও হালকাভাবে নেবেন না, কারণ তারা আপনার পুরো লুককেই প্রভাবিত করতে পারে । সুতরাং পরিচ্ছন্নভাবে প্লাক করা ভ্রু নিয়ে বধূর পাশে দাঁড়াতে না চাইলেও, শুধুমাত্র ঘন অংশ টুকুও বাদ দিয়ে দিতে পারেন ।
  • হাত ও পায়ের যত্ন : পেশাদারদের থেকে ম্যানিকিওর ও পেডিকিওর নিতে ভুলবেন না । যখন সঙ্গীতের সময় আপনি প্রাণ খুলে নাচবেন, তখন অসমান নখের জন্য লজ্জায় পড়তে নিশ্চই আপনি চাইবেন না । এক্ষেত্রেও প্রথম অনুষ্ঠানের কয়েকদিন আগে এটা করান, যাতে সেটল হওয়ার সময় পাওয়া যায় ।
  • দাঁতের যত্ন নিন : বিয়ের ফোটোতে ছোপ লাগা হাসি আপনি কখনওই চাইবেন না । যদি আপনি কফিপ্রেমী বা ধূমপায়ী হন, তাহলে দাঁতে ছোপ লাগার প্রবণতা থাকে । তাই বিয়ের দু-এক সপ্তাহ আগে দাঁত পরিষ্কার করানো গুরুত্বপূর্ণ । এভাবে আপনি দাঁতের ছোপ থেকে মুক্তি পাবেন, কিন্তু দাঁত একেবারে ধবধবে সাদা হবে না ।
  • পেশাদারী পরামর্শ : চুলে জেলের বদলে হেয়ার স্প্রে ব্যবহার করার চেষ্টা করুন । জেলের থেকে স্প্রে ভালো ফিনিশং দেয় চুলের । উৎসবের সময় সবসময় সুরভিত থাকুন । আপনার পুরনো কোলনই ব্যবহার করতে পারেন, অথবা নতুন একটা কিনতে পারেন । মাথায় রাখবেন যাতে সুগন্ধ খুব জোরালো না হয়, এবং তার একটা স্থায়ী প্রভাব থাকে ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.