ETV Bharat / lifestyle

Bombing at Anandapur : আনন্দপুরের গুলশন কলোনিতে বোমাবাজি, গ্রেফতার দুই - Clash between two anti social group took place in Anandapur Kolkata

দুই সমাজবিরোধীর মধ্যে ঝামেলা শুরু হয় (Clash between two anti social group at Anandapur) ৷ ঘটনাটি ঘটে আনন্দপুরের গুলশন কলোনিতে ৷ ঘটনাকে কেন্দ্র করে দু'জনকে গ্রেফতার করে পুলিশ ৷

Kolkata Crime News
আনন্দপুরের গুলশান কলোনিতে দুই সমাজবিরোধীর মধ্যে ঝামেলা বোমাবাজি গ্রেফতার দুই
author img

By

Published : Mar 28, 2022, 11:49 AM IST

কলকাতা, 28 মার্চ : দুই সমাজ বিরোধী দলের বচসার জেরে বোমাবাজি হল এলাকায় (Clash between two anti social group at Anandapur) ৷ ঝামেলাকে কেন্দ্র করে হাতাহাতি শুরু হয়, সঙ্গে চলে বোমাবাজি ৷ রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে আনন্দপুর থানা এলাকায় গুলশন কলোনিতে । বোমাবাজির এই ঘটনায় ইতিমধ্যেই দু'জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা ।

সম্প্রতি বীরভূমের বগটুই গ্রামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা পুলিশ সুপার থেকে শুরু করে সকল পুলিশ আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন আগামী 10 দিনের মধ্যে যাতে রাজ্যের সমস্ত বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় । সেই মত রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ-সহ অন্যান্য পুলিশ কমিশনারেট নিজ নিজ এলাকায় তল্লাশি অভিযান চালান । ঠিক সেই সময়ে খাস কলকাতায় ভরসন্ধ্যায় বোমাবাজির মত ঘটনায় পুলিশি নিরাপত্তা গাফিলতি ছবিটা প্রকট হল ৷

আরও পড়ুন : রং খেলাকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ, আহত 25

লালবাজার সূত্রের খবর, আনন্দপুর থানা এলাকার গুলশন কলোনিতে নেপালি সাদ্দাম এবং ফাইম নামে দুই দুষ্কৃতী ধরা পড়ে ৷ জানা যায়, দলের দলের টাকা পয়সাকে কেন্দ্র করে ঝামেলা হয় তারপরই বোমাবাজি শুরু হয় । সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে আনন্দপুর থানার পুলিশ। থানা থেকে খবর দেওয়া হয় লালবাজারের গুন্ডা দমন শাখার আধিকারিকদের। ঘটনাটি ঘটার কয়েক ঘণ্টার মধ্যে রাতে ওই এলাকা থেকে দু'জনকে গ্রফতার করে পুলিশের গুন্ডা দমন শাখা ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে তিনটি বোমা । যদিও ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ।

কলকাতা, 28 মার্চ : দুই সমাজ বিরোধী দলের বচসার জেরে বোমাবাজি হল এলাকায় (Clash between two anti social group at Anandapur) ৷ ঝামেলাকে কেন্দ্র করে হাতাহাতি শুরু হয়, সঙ্গে চলে বোমাবাজি ৷ রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে আনন্দপুর থানা এলাকায় গুলশন কলোনিতে । বোমাবাজির এই ঘটনায় ইতিমধ্যেই দু'জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা ।

সম্প্রতি বীরভূমের বগটুই গ্রামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা পুলিশ সুপার থেকে শুরু করে সকল পুলিশ আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন আগামী 10 দিনের মধ্যে যাতে রাজ্যের সমস্ত বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় । সেই মত রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ-সহ অন্যান্য পুলিশ কমিশনারেট নিজ নিজ এলাকায় তল্লাশি অভিযান চালান । ঠিক সেই সময়ে খাস কলকাতায় ভরসন্ধ্যায় বোমাবাজির মত ঘটনায় পুলিশি নিরাপত্তা গাফিলতি ছবিটা প্রকট হল ৷

আরও পড়ুন : রং খেলাকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ, আহত 25

লালবাজার সূত্রের খবর, আনন্দপুর থানা এলাকার গুলশন কলোনিতে নেপালি সাদ্দাম এবং ফাইম নামে দুই দুষ্কৃতী ধরা পড়ে ৷ জানা যায়, দলের দলের টাকা পয়সাকে কেন্দ্র করে ঝামেলা হয় তারপরই বোমাবাজি শুরু হয় । সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে আনন্দপুর থানার পুলিশ। থানা থেকে খবর দেওয়া হয় লালবাজারের গুন্ডা দমন শাখার আধিকারিকদের। ঘটনাটি ঘটার কয়েক ঘণ্টার মধ্যে রাতে ওই এলাকা থেকে দু'জনকে গ্রফতার করে পুলিশের গুন্ডা দমন শাখা ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে তিনটি বোমা । যদিও ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.