ETV Bharat / jagte-raho

কর্নাটকে বাড়িতে ডেকে নিয়ে 3 বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত পলাতক - কর্নাটকে ধর্ষণ

3 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

Youth allegedly rapes three-year-old girl in Karnataka
বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ 3 বছরের শিশুকে, পলাতক প্রতিবেশী
author img

By

Published : Feb 1, 2021, 5:31 PM IST

কর্নাটক, 1 ফেব্রুয়ারি: 3 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল 22 বছরের এক যুবকের বিরুদ্ধে । কর্নাটকের বিদার জেলার ঘটনা ।

শনিবার রাতে প্রতিবেশী যুবক ওই শিশুকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। শিশুটির বাবা-মা হুনানাবাদ তালুকে চাষের কাজে ব্যস্ত ছিল। অভিযোগ, সেই সময়ই শিশুটিকে প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে তুলে নিয়ে গিয়ে তার উপর যৌন অত্যাচার চালায় প্রতিবেশী যুবক।

আরও পড়ুন: 'ধর্ষিতার দেহ জোর করে অন্ত্যেষ্টি পুলিশের', ভোপালে হাথরসের ছায়া

বাড়ি ফিরে এসে মেয়েকে ওই অবস্থায় দেখে থানায় অভিযোগ দায়ের করেন তার বাবা-মা। পক্সো আইনে অভিযুক্তর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও সে পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

কর্নাটক, 1 ফেব্রুয়ারি: 3 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল 22 বছরের এক যুবকের বিরুদ্ধে । কর্নাটকের বিদার জেলার ঘটনা ।

শনিবার রাতে প্রতিবেশী যুবক ওই শিশুকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। শিশুটির বাবা-মা হুনানাবাদ তালুকে চাষের কাজে ব্যস্ত ছিল। অভিযোগ, সেই সময়ই শিশুটিকে প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে তুলে নিয়ে গিয়ে তার উপর যৌন অত্যাচার চালায় প্রতিবেশী যুবক।

আরও পড়ুন: 'ধর্ষিতার দেহ জোর করে অন্ত্যেষ্টি পুলিশের', ভোপালে হাথরসের ছায়া

বাড়ি ফিরে এসে মেয়েকে ওই অবস্থায় দেখে থানায় অভিযোগ দায়ের করেন তার বাবা-মা। পক্সো আইনে অভিযুক্তর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও সে পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.