ETV Bharat / jagte-raho

কলকাতায় অ্যাসিড আক্রান্ত যুবতি, জখম সঙ্গী যুবকও

আজ বিকেলে উলটোডাঙা থানা এলাকার আরিফ রোড দিয়ে যাচ্ছিলেন ওই যুগল। তখনই সুধীর মুখিয়া নামে এক যুবক সামনে থেকে ওই যুবতিকে উদ্দেশ্য করে অ্যাসিড ছোড়ে ।

অ্যাসিড আক্রান্ত যুবতি
অ্যাসিড আক্রান্ত যুবতি
author img

By

Published : Feb 1, 2021, 9:38 PM IST

উলটোডাঙা, 1 ফেব্রুয়ারি : এবার খাস কলকাতায় অ্যাসিড আক্রান্ত যুবতি ৷ আজ বিকেলে ঘটনাটি ঘটে উলটোডাঙা থানা এলাকার আরিফ রোড এলাকায় । ঘটনায় ওই যুবতি ছাড়াও গুরুতর জখম হয়েছেন অপর এক যুবক । আক্রান্ত যুবতির বয়স 30 বছর ৷ অভিযুক্ত ব্যক্তির নাম সুধীর মুখিয়া । অভিযুক্তের খোঁজ চালাচ্ছে উলটোডাঙা থানার পুলিশ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ বিকেলে উলটোডাঙা থানা এলাকার আরিফ রোড দিয়ে যাচ্ছিলেন ওই যুগল। তখনই সুধীর মুখিয়া নামে এক যুবক সামনে থেকে ওই যুবতিকে উদ্দেশ্য করে অ্যাসিড ছোড়ে । অ্যাসিডে আক্রান্ত হন ওই যুবতি ও যুবক ৷ যুবতির হাত, মুখ ও যুবকের পায়ে-বুকে অ্যাসিড গিয়ে পড়ে ৷ ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়। আক্রান্ত দুইজনকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ৷ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা ৷

আরও পড়ুন : আইনজীবী স্ত্রীকে অ্যাসিড ছুঁড়ে গ্রেপ্তার স্বামী

ঘটনার পর ঘটনাস্থান থেকে চম্পট দেয় অভিযুক্ত যুবক৷ অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ ৷ তবে কী কারণে এই আক্রোশ ? পুলিশের প্রাথমিক অনুমান, আগে থেকেই ওই যুবতিকে চিনত অভিযুক্ত যুবক ৷ ইতিমধ্যেই ঘটনাস্থানে পৌঁছেছেন পুলিশ আধিকারিকরা ৷ অ্যাসিড বিক্রিতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটায় কোথা থেকে অভিযুক্ত যুবক অ্যাসিড পেল তা তদন্ত করে দেখছে কলকাতা পুলিশ ৷

উলটোডাঙা, 1 ফেব্রুয়ারি : এবার খাস কলকাতায় অ্যাসিড আক্রান্ত যুবতি ৷ আজ বিকেলে ঘটনাটি ঘটে উলটোডাঙা থানা এলাকার আরিফ রোড এলাকায় । ঘটনায় ওই যুবতি ছাড়াও গুরুতর জখম হয়েছেন অপর এক যুবক । আক্রান্ত যুবতির বয়স 30 বছর ৷ অভিযুক্ত ব্যক্তির নাম সুধীর মুখিয়া । অভিযুক্তের খোঁজ চালাচ্ছে উলটোডাঙা থানার পুলিশ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ বিকেলে উলটোডাঙা থানা এলাকার আরিফ রোড দিয়ে যাচ্ছিলেন ওই যুগল। তখনই সুধীর মুখিয়া নামে এক যুবক সামনে থেকে ওই যুবতিকে উদ্দেশ্য করে অ্যাসিড ছোড়ে । অ্যাসিডে আক্রান্ত হন ওই যুবতি ও যুবক ৷ যুবতির হাত, মুখ ও যুবকের পায়ে-বুকে অ্যাসিড গিয়ে পড়ে ৷ ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়। আক্রান্ত দুইজনকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ৷ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা ৷

আরও পড়ুন : আইনজীবী স্ত্রীকে অ্যাসিড ছুঁড়ে গ্রেপ্তার স্বামী

ঘটনার পর ঘটনাস্থান থেকে চম্পট দেয় অভিযুক্ত যুবক৷ অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ ৷ তবে কী কারণে এই আক্রোশ ? পুলিশের প্রাথমিক অনুমান, আগে থেকেই ওই যুবতিকে চিনত অভিযুক্ত যুবক ৷ ইতিমধ্যেই ঘটনাস্থানে পৌঁছেছেন পুলিশ আধিকারিকরা ৷ অ্যাসিড বিক্রিতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটায় কোথা থেকে অভিযুক্ত যুবক অ্যাসিড পেল তা তদন্ত করে দেখছে কলকাতা পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.