উলটোডাঙা, 1 ফেব্রুয়ারি : এবার খাস কলকাতায় অ্যাসিড আক্রান্ত যুবতি ৷ আজ বিকেলে ঘটনাটি ঘটে উলটোডাঙা থানা এলাকার আরিফ রোড এলাকায় । ঘটনায় ওই যুবতি ছাড়াও গুরুতর জখম হয়েছেন অপর এক যুবক । আক্রান্ত যুবতির বয়স 30 বছর ৷ অভিযুক্ত ব্যক্তির নাম সুধীর মুখিয়া । অভিযুক্তের খোঁজ চালাচ্ছে উলটোডাঙা থানার পুলিশ ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ বিকেলে উলটোডাঙা থানা এলাকার আরিফ রোড দিয়ে যাচ্ছিলেন ওই যুগল। তখনই সুধীর মুখিয়া নামে এক যুবক সামনে থেকে ওই যুবতিকে উদ্দেশ্য করে অ্যাসিড ছোড়ে । অ্যাসিডে আক্রান্ত হন ওই যুবতি ও যুবক ৷ যুবতির হাত, মুখ ও যুবকের পায়ে-বুকে অ্যাসিড গিয়ে পড়ে ৷ ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়। আক্রান্ত দুইজনকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ৷ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা ৷
আরও পড়ুন : আইনজীবী স্ত্রীকে অ্যাসিড ছুঁড়ে গ্রেপ্তার স্বামী
ঘটনার পর ঘটনাস্থান থেকে চম্পট দেয় অভিযুক্ত যুবক৷ অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ ৷ তবে কী কারণে এই আক্রোশ ? পুলিশের প্রাথমিক অনুমান, আগে থেকেই ওই যুবতিকে চিনত অভিযুক্ত যুবক ৷ ইতিমধ্যেই ঘটনাস্থানে পৌঁছেছেন পুলিশ আধিকারিকরা ৷ অ্যাসিড বিক্রিতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটায় কোথা থেকে অভিযুক্ত যুবক অ্যাসিড পেল তা তদন্ত করে দেখছে কলকাতা পুলিশ ৷