কলকাতা, 22 জুলাই: বহুতলের নিচ থেকে উদ্ধার হল যুবতির রক্তাক্ত দেহ ৷ মৃতের নাম জেসমিন মিত্র ৷ মিন্টোপার্ক এলাকার ঘটনা ৷ জানা গেছে, জেসমিন ওই বহুতলের একটি শোরুমে চাকরি করতেন ৷ তাঁর বাড়ি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের উদয়রামপুরে ৷
230 AJC বোস রোডের ওই বহুতলের নিচে যুবতির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ৷ সকাল 11টা 15 মিনিট নাগাদ স্থানীয়রা উপর থেকে ভারী কিছু পড়ার শব্দ শুনতে পান ৷ শব্দ শুনে ঘটনাস্থানে গিয়ে জেসমিনের রক্তাক্ত দেহ দেখতে পান তাঁরা৷ জেসমিনকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷
আরও পড়ুন : নরেন্দ্রপুরে শিশুকে ধর্ষণ করে খুন, 6 দিন পর মিলল দেহ !
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জেসমিন বহুতলের সাততলা থেকে ঝাঁপ দিয়েছেন । তবে ঠিক কী কারণে তিনি ঝাঁপ দিলেন তা খতিয়ে দেখছে ভবানীপুর থানার পুলিশ ৷ প্রয়োজনে জেসমিনের স্বামী অনিন্দ্য মিত্র ও অফিসের সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ৷