ETV Bharat / jagte-raho

মিন্টোপার্কে বহুতলের নিচ থেকে উদ্ধার যুবতির দেহ - crime

230 AJC বোস রোডের একটি বহুতলের নিচে এক যুবতির রক্তাক্ত দেহ উদ্ধার ৷ মৃতের নাম জেসমিন মিত্র ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জেসমিন বহুতল থেকে ঝাঁপ মেরেছেন ৷

মৃত জেসমিন
author img

By

Published : Jul 22, 2019, 4:57 PM IST

কলকাতা, 22 জুলাই: বহুতলের নিচ থেকে উদ্ধার হল যুবতির রক্তাক্ত দেহ ৷ মৃতের নাম জেসমিন মিত্র ৷ মিন্টোপার্ক এলাকার ঘটনা ৷ জানা গেছে, জেসমিন ওই বহুতলের একটি শোরুমে চাকরি করতেন ৷ তাঁর বাড়ি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের উদয়রামপুরে ৷

230 AJC বোস রোডের ওই বহুতলের নিচে যুবতির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ৷ সকাল 11টা 15 মিনিট নাগাদ স্থানীয়রা উপর থেকে ভারী কিছু পড়ার শব্দ শুনতে পান ৷ শব্দ শুনে ঘটনাস্থানে গিয়ে জেসমিনের রক্তাক্ত দেহ দেখতে পান তাঁরা৷ জেসমিনকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷

আরও পড়ুন : নরেন্দ্রপুরে শিশুকে ধর্ষণ করে খুন, 6 দিন পর মিলল দেহ !

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জেসমিন বহুতলের সাততলা থেকে ঝাঁপ দিয়েছেন । তবে ঠিক কী কারণে তিনি ঝাঁপ দিলেন তা খতিয়ে দেখছে ভবানীপুর থানার পুলিশ ৷ প্রয়োজনে জেসমিনের স্বামী অনিন্দ্য মিত্র ও অফিসের সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ৷

কলকাতা, 22 জুলাই: বহুতলের নিচ থেকে উদ্ধার হল যুবতির রক্তাক্ত দেহ ৷ মৃতের নাম জেসমিন মিত্র ৷ মিন্টোপার্ক এলাকার ঘটনা ৷ জানা গেছে, জেসমিন ওই বহুতলের একটি শোরুমে চাকরি করতেন ৷ তাঁর বাড়ি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের উদয়রামপুরে ৷

230 AJC বোস রোডের ওই বহুতলের নিচে যুবতির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ৷ সকাল 11টা 15 মিনিট নাগাদ স্থানীয়রা উপর থেকে ভারী কিছু পড়ার শব্দ শুনতে পান ৷ শব্দ শুনে ঘটনাস্থানে গিয়ে জেসমিনের রক্তাক্ত দেহ দেখতে পান তাঁরা৷ জেসমিনকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷

আরও পড়ুন : নরেন্দ্রপুরে শিশুকে ধর্ষণ করে খুন, 6 দিন পর মিলল দেহ !

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জেসমিন বহুতলের সাততলা থেকে ঝাঁপ দিয়েছেন । তবে ঠিক কী কারণে তিনি ঝাঁপ দিলেন তা খতিয়ে দেখছে ভবানীপুর থানার পুলিশ ৷ প্রয়োজনে জেসমিনের স্বামী অনিন্দ্য মিত্র ও অফিসের সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ৷

Intro:কলকাতা, ২২ জুলাই: ফের কলকাতায় রহস্যমৃত্যু যুবতীর। এবার মিন্টোপার্ক এলাকায়। একটি বহুতলের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। যুবতীকে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে ভবানীপুর থানা। দেহ ময়না তদন্তের জন্য পাঠাচ্ছে পুলিশ।Body:স্থানীয় সূত্রে খবর, আজ সকাল ১১:১৫ নাগাদ ২৩০ এজেসি বোস রোডের বহুতলের নিচে হঠাৎই জোরে কিছু একটা পড়ার আওয়াজ শোনা যায়। তড়িঘড়ি সেখানে গিয়ে দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক তরুণী। খবর দেওয়া হয়, ভবানীপুর থানায়। তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই তাঁকে চিনতে পারেন স্থানীয়রা। ওই বিল্ডিংয়ে চন্দ্রানী পার্লসের শোরুমে চাকরি করতেন তিনি। নাম জেসমিন মিত্র। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের উদয়রামপুরে। Conclusion:প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে সাত তলার উপর থেকে ঝাঁপ দিয়েছেন ওই যুবতী। সেখানে তাঁর জুতো উদ্ধার হয়েছে। কিন্তু কেন ঝাঁপ দিলেন ওই যুবতী? পুলিশ তদন্ত শুরু করেছে। সত্যিই তিনি ঝাঁপ দিয়েছেন কিনা খতিয়ে দেখা হচ্ছে। প্রোয়োজনে তাঁর স্বামী অনিন্দ্য মিত্রকে জিজ্ঞাসাবাদ করা হবে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.