কাঁকিনাড়া, 4 জলাই : কাঁকিনাড়ায় খুন যুবক । দেহ মিলল কাঁকিনাড়া রেলগেটের কাছে, কাটা মুণ্ড উদ্ধার হল বারাসতে । প্রিন্সেপঘাটগামী হাসনাবাদ লোকাল ট্রেন থেকে ।
মৃতের নাম লালা চৌধুরি (32 ) । বাড়ি কাঁকিনাড়া । তিনি নৈহাটি স্টেশনের কাছে ফুচকা বিক্রি করতেন । বারাসতের GRP OC স্বপন সরকার জানান, হাসনাবাদ-প্রিন্সেপঘাট লোকালের ভেন্ডর কামরায় ঝুড়ি পড়ে থাকতে দেখেন যাত্রীরা । কোনওভাবে সেটি খুলে যাওয়ার পর দেখা যায়, ভিতরে কাটা মুণ্ড পড়ে রয়েছে । এরপরই রেল পুলিশের পক্ষ থেকে খবর পাঠানো হয় কাঁকিনাড়া থানায় । দেহহীন মুণ্ডটি শনাক্তকরণের জন্য মৃতের বাবা বিজু চৌধুরিকে বারাসতে নিয়ে আসে পুলিশ । তিনি ছেলের মুণ্ড দেখে শনাক্ত করেন ।
নৈহাটি 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে একটি ফুচকার দোকান চালাতেন লালা । মঙ্গলবারও ফুচকা বিক্রি করতে গেছিলেন । রাতে আর বাড়ি ফেরেনি । অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে শেষ পর্যন্ত জগদ্দল থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় । পরিবারের অনুমান, ফুচকা বিক্রি করে ট্রেনে কাঁকিনাড়া নেমে রেললাইনের ধারে রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা তাঁকে নৃশংসভাবে খুন করে ঝোপের মধ্যে ফেলে দিয়ে গেছে । এবং মুণ্ডটি কেটে ট্রেনে তুলে দিয়েছে ।
মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং যৌনাঙ্গ কেটে দেওয়া হয়েছে । কে বা কারা কী কারণে এই খুন করল তা এখনও জানা সম্ভব হয়নি । পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে কাঁকিনাড়া বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন ।