ETV Bharat / jagte-raho

কাঁকিনাড়ায় দেহ, প্রিন্সেপঘাটগামী ট্রেনে উদ্ধার মুণ্ড ! - Young

ভাটপাড়া এলাকায় খুন যুবক । অথচ তার দেহ মিলল কাঁকিনাড়ায়, বারাসতে মুণ্ড । রহস্য সমাধানে তদন্তে নেমেছে পুলিশ ।

উদ্ধার হওয়া কাটা মুণ্ডু
author img

By

Published : Jul 4, 2019, 8:46 AM IST

Updated : Jul 4, 2019, 1:40 PM IST

কাঁকিনাড়া, 4 জলাই : কাঁকিনাড়ায় খুন যুবক । দেহ মিলল কাঁকিনাড়া রেলগেটের কাছে, কাটা মুণ্ড উদ্ধার হল বারাসতে । প্রিন্সেপঘাটগামী হাসনাবাদ লোকাল ট্রেন থেকে ।

মৃতের নাম লালা চৌধুরি (32 ) । বাড়ি কাঁকিনাড়া । তিনি নৈহাটি স্টেশনের কাছে ফুচকা বিক্রি করতেন । বারাসতের GRP OC স্বপন সরকার জানান, হাসনাবাদ-প্রিন্সেপঘাট লোকালের ভেন্ডর কামরায় ঝুড়ি পড়ে থাকতে দেখেন যাত্রীরা । কোনওভাবে সেটি খুলে যাওয়ার পর দেখা যায়, ভিতরে কাটা মুণ্ড পড়ে রয়েছে । এরপরই রেল পুলিশের পক্ষ থেকে খবর পাঠানো হয় কাঁকিনাড়া থানায় । দেহহীন মুণ্ডটি শনাক্তকরণের জন্য মৃতের বাবা বিজু চৌধুরিকে বারাসতে নিয়ে আসে পুলিশ । তিনি ছেলের মুণ্ড দেখে শনাক্ত করেন ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

নৈহাটি 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে একটি ফুচকার দোকান চালাতেন লালা । মঙ্গলবারও ফুচকা বিক্রি করতে গেছিলেন । রাতে আর বাড়ি ফেরেনি । অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে শেষ পর্যন্ত জগদ্দল থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় । পরিবারের অনুমান, ফুচকা বিক্রি করে ট্রেনে কাঁকিনাড়া নেমে রেললাইনের ধারে রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা তাঁকে নৃশংসভাবে খুন করে ঝোপের মধ্যে ফেলে দিয়ে গেছে । এবং মুণ্ডটি কেটে ট্রেনে তুলে দিয়েছে ।

মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং যৌনাঙ্গ কেটে দেওয়া হয়েছে । কে বা কারা কী কারণে এই খুন করল তা এখনও জানা সম্ভব হয়নি । পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে কাঁকিনাড়া বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন ।

কাঁকিনাড়া, 4 জলাই : কাঁকিনাড়ায় খুন যুবক । দেহ মিলল কাঁকিনাড়া রেলগেটের কাছে, কাটা মুণ্ড উদ্ধার হল বারাসতে । প্রিন্সেপঘাটগামী হাসনাবাদ লোকাল ট্রেন থেকে ।

মৃতের নাম লালা চৌধুরি (32 ) । বাড়ি কাঁকিনাড়া । তিনি নৈহাটি স্টেশনের কাছে ফুচকা বিক্রি করতেন । বারাসতের GRP OC স্বপন সরকার জানান, হাসনাবাদ-প্রিন্সেপঘাট লোকালের ভেন্ডর কামরায় ঝুড়ি পড়ে থাকতে দেখেন যাত্রীরা । কোনওভাবে সেটি খুলে যাওয়ার পর দেখা যায়, ভিতরে কাটা মুণ্ড পড়ে রয়েছে । এরপরই রেল পুলিশের পক্ষ থেকে খবর পাঠানো হয় কাঁকিনাড়া থানায় । দেহহীন মুণ্ডটি শনাক্তকরণের জন্য মৃতের বাবা বিজু চৌধুরিকে বারাসতে নিয়ে আসে পুলিশ । তিনি ছেলের মুণ্ড দেখে শনাক্ত করেন ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

নৈহাটি 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে একটি ফুচকার দোকান চালাতেন লালা । মঙ্গলবারও ফুচকা বিক্রি করতে গেছিলেন । রাতে আর বাড়ি ফেরেনি । অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে শেষ পর্যন্ত জগদ্দল থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় । পরিবারের অনুমান, ফুচকা বিক্রি করে ট্রেনে কাঁকিনাড়া নেমে রেললাইনের ধারে রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা তাঁকে নৃশংসভাবে খুন করে ঝোপের মধ্যে ফেলে দিয়ে গেছে । এবং মুণ্ডটি কেটে ট্রেনে তুলে দিয়েছে ।

মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং যৌনাঙ্গ কেটে দেওয়া হয়েছে । কে বা কারা কী কারণে এই খুন করল তা এখনও জানা সম্ভব হয়নি । পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে কাঁকিনাড়া বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন ।

কাঁকিনাড়ায় দেহ, বারাসতে মুন্ডু, যুবক খুনে রহস্যজাল বারাসতঃ ভাটপাড়া এলাকায় যুবক খুন ঘিরে রহস্যের জাল। ভাটপাড়া এলাকায় খুন হওয়া যুবকের দেহ কাঁকিনাড়ায়। মুন্ডু মিলল বারাসতে। ভাটপাড়ার বাসিন্দা লালা চৌধুরীর মস্তকহীন ধড় মিলল কাঁকিনাড়ার রেলগেটের কাছে। মুন্ডু উদ্ধার হল বারাসতে প্রিন্সেপঘাটগামী হাসনাবাদ লোকাল ট্রেন থেকে। বারাসতের জিআরপি ওসি স্বপন সরকার জানান, হাসনাবাদ-প্রিন্সেপঘাট লোকালের ভেন্ডর কামরায় একটি ঝুড়ি পড়ে থাকতে দেখেন যাত্রীরা। সেটা খুলে দেখা য়ায়, একটি কাটা মুন্ডু পড়ে রয়েছে তার মধ্যে। রেলপুলিল মুন্ডুটি ময়নাতদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে পাঠায়। রেলপুলিশ খবর পাঠায় কাঁকিনাড়ায়। দেহহীন মুন্ডুটি কাঁকিনাড়ার যুবক লালা চৌধুরীর কিনা তা খতিয়ে দেখে পুলিশ। শনাক্তকরণের জণ্য মৃতের বাবা বিজু চৌধুরীকে বারাসতে নিয়ে আসে পুলিশ। তিনি ছেলের মুন্ডু দেখে শনাক্ত করেন। উল্লেখ্য, এদিন সকালে কাঁকিনাড়া স্টেশনের কিছু দূরে ২৯ নম্বর রেলগেট এলাকা থেকে লালার মুন্ডুহীন দেহ উদ্ধার করে পুলিশ। কয়েক দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। নৈহাটির একটি ফুচকা দোকানের মালিক লালা কী কারণে খুন পুলিশ তা তদন্ত করছে।
Last Updated : Jul 4, 2019, 1:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.