ETV Bharat / jagte-raho

এবার কলার ভেলায় কাফ সিরাপ পাচার

কলার পেটোর মধ্যে থরেথরে কাফ সিরাপের বোতল সাজিয়ে সেগুলিকে বাঁধা হয়েছে গুঁড়িতে । তারপর তা ভাসিয়ে দেওয়া হয়েছে গঙ্গায় । জলের স্রোতে সেগুলি বাংলাদেশের দিকে ভেসে গেলে ওপারের স্মাগলাররা তা সংগ্রহ করে নেয় ।

কলার ভেলায় কাফ সিরাপ পাচার
author img

By

Published : Oct 25, 2019, 4:28 AM IST

কলকাতা, 25 অক্টোবর : কলা গাছের গুঁড়ির মাঝে গোরু বেঁধে জলে ভাসিয়ে দেওয়া । গঙ্গাকে কাজে লাগিয়ে এভাবেই বাংলাদেশে গোরু পাচারের ছবি এর আগে প্রকাশ্যে এসেছে ৷ এবার একই কায়দায় কাফ সিরাপ পাচারের ছক স্মাগলারদের । যা দেখে রীতিমতো তাজ্জব BSF-র কর্তারা ।

দুদিকে দুটো কলা গাছের গুঁড়ি । মাঝখানে শক্ত পোক্ত হয়ে বাঁধা হয়েছে গোরু । বাঁধা প্রাণীটির মুখ । যাতে আওয়াজ করতে না পারে । ঘাড় ঘুরিয়ে ছিঁড়ে ফেলতে না পারে বাঁধন । এভাবেই মালদা এবং মুর্শিদাবাদের পাহাগাতি, ফুলতলা, লালপুর, কমলপুর, ধুলিয়ান সীমান্তে বুইঝা গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয় গোরু । গোরু পাচারের এই ছক নতুন নয় মোটেই । পাচারকারীরা জানে এই কায়দায় পাচার করা হলে সমস্যায় পড়ে BSF । আর তাই এবার কাফ সিরাপ পাচার করতেও একই ছক পাচারকারীদের । সম্প্রতি মুর্শিদাবাদের দয়ারামপুর বর্ডার আউটপোস্টের কাছে গঙ্গায় বেশকিছু কলাগাছ ভাসতে দেখে সন্দেহ হয় BSF জওয়ানদের । স্পিড বোটের মাধ্যমে সেগুলোকে উদ্ধার করে দেখা যায় কলার পেটোর মধ্যে থরেথরে কাফ সিরাপের বোতল সাজিয়ে সেগুলিকে বাঁধা হয়েছে গুঁড়িতে । তারপর তা ভাসিয়ে দেওয়া হয়েছে গঙ্গায় । জলের স্রোতে সেগুলি বাংলাদেশের দিকে ভেসে গেলে ওপারের স্মাগলাররা তা সংগ্রহ করে নেয় । এই ভাবে কাফ সিরাপ পাচার রুখতে আরও সক্রিয় থাকা হবে বলে জানিয়েছেন BSF-এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের DIG এস এস গুলেরিয়া ।

cough Syrup
উদ্ধার হওয়া কাফ সিরাপ


এদিকে গতকাল নদিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে কাফ সিরাপ পাচারের চেষ্টা রুখে দিল বর্ডার সিকিউরিটি ফোর্স । কৃষ্ণনগর সেক্টরের পাখিউড়া বর্ডার আউট পোস্টে উদ্ধার হয়েছে মোট 474 বোতল কাফ সিরাপ । যে তিন-চারজন স্মাগলার এই বোতল সীমান্ত পার করার চেষ্টা করছিল তারা অবশ্য পালিয়ে যায় । BSF-র তরফে জানানো হয়েছে, বাজেয়াপ্ত কাফ সিরাপের বাজারমূল্য 71 হাজার 814 টাকা ।

কলকাতা, 25 অক্টোবর : কলা গাছের গুঁড়ির মাঝে গোরু বেঁধে জলে ভাসিয়ে দেওয়া । গঙ্গাকে কাজে লাগিয়ে এভাবেই বাংলাদেশে গোরু পাচারের ছবি এর আগে প্রকাশ্যে এসেছে ৷ এবার একই কায়দায় কাফ সিরাপ পাচারের ছক স্মাগলারদের । যা দেখে রীতিমতো তাজ্জব BSF-র কর্তারা ।

দুদিকে দুটো কলা গাছের গুঁড়ি । মাঝখানে শক্ত পোক্ত হয়ে বাঁধা হয়েছে গোরু । বাঁধা প্রাণীটির মুখ । যাতে আওয়াজ করতে না পারে । ঘাড় ঘুরিয়ে ছিঁড়ে ফেলতে না পারে বাঁধন । এভাবেই মালদা এবং মুর্শিদাবাদের পাহাগাতি, ফুলতলা, লালপুর, কমলপুর, ধুলিয়ান সীমান্তে বুইঝা গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয় গোরু । গোরু পাচারের এই ছক নতুন নয় মোটেই । পাচারকারীরা জানে এই কায়দায় পাচার করা হলে সমস্যায় পড়ে BSF । আর তাই এবার কাফ সিরাপ পাচার করতেও একই ছক পাচারকারীদের । সম্প্রতি মুর্শিদাবাদের দয়ারামপুর বর্ডার আউটপোস্টের কাছে গঙ্গায় বেশকিছু কলাগাছ ভাসতে দেখে সন্দেহ হয় BSF জওয়ানদের । স্পিড বোটের মাধ্যমে সেগুলোকে উদ্ধার করে দেখা যায় কলার পেটোর মধ্যে থরেথরে কাফ সিরাপের বোতল সাজিয়ে সেগুলিকে বাঁধা হয়েছে গুঁড়িতে । তারপর তা ভাসিয়ে দেওয়া হয়েছে গঙ্গায় । জলের স্রোতে সেগুলি বাংলাদেশের দিকে ভেসে গেলে ওপারের স্মাগলাররা তা সংগ্রহ করে নেয় । এই ভাবে কাফ সিরাপ পাচার রুখতে আরও সক্রিয় থাকা হবে বলে জানিয়েছেন BSF-এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের DIG এস এস গুলেরিয়া ।

cough Syrup
উদ্ধার হওয়া কাফ সিরাপ


এদিকে গতকাল নদিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে কাফ সিরাপ পাচারের চেষ্টা রুখে দিল বর্ডার সিকিউরিটি ফোর্স । কৃষ্ণনগর সেক্টরের পাখিউড়া বর্ডার আউট পোস্টে উদ্ধার হয়েছে মোট 474 বোতল কাফ সিরাপ । যে তিন-চারজন স্মাগলার এই বোতল সীমান্ত পার করার চেষ্টা করছিল তারা অবশ্য পালিয়ে যায় । BSF-র তরফে জানানো হয়েছে, বাজেয়াপ্ত কাফ সিরাপের বাজারমূল্য 71 হাজার 814 টাকা ।

Intro:কলকাতা, ২৪ অক্টোবর: রীতিমত অমানবিক কায়দা। কলা গাছের গুড়ির মাঝে গরু বেঁধে জলে ভাসিয়ে দেওয়া। গঙ্গাকে কাজে লাগিয়ে এভাবেই বাংলাদেশে গরু পাচারের ছক চালায় স্মাগলাররা। এবার একই কায়দায় ফেনসিডিল পাচারের ছক স্মাগলারদের। যা দেখে রীতিমতো তাজ্জব বিএসএফের কর্তারা। Body:দুদিকে দুটো কলা গাছের গুঁড়ি। মাঝখানে শক্ত পোক্ত হয়ে বাধা হয়েছে গরু। বাধা প্রাণীটির মুখ। যাতে তারা আওয়াজ করতে না পারে। ঘাড় ঘুরিয়ে ছিঁড়ে ফেলতে না পারে বাঁধন। এভাবেই মালদা এবং মুর্শিদাবাদের পাহাগাতি, ফুলতলা, লালপুর, কমলপুর, ধুলিয়ান সীমান্তে বুইঝা গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয় গরু। পাছা দেন এই ছক নতুন নয় মোটেই। পাচারকারীরা জানে এই কায়দায় পাচার করা হলে সমস্যায় পরে বিএসএফ। আর তাই এবার ফেনসিডিল পাচার করতেও আনা হল সেই একই ছক। সম্প্রতি দয়ারামপুর বর্ডার আউট পোস্টের কাছে গঙ্গায় বেশকিছু কলাগাছ গঙ্গা দিয়ে ভাসতে দেখে সন্দেহ হয় বিএসএফ জওয়ানদের। স্পীড বোটের মাধ্যমে সেগুলোকে উদ্ধার করতে দেখা যায় কলার পেটোর মধ্যে থরথরে ফেনসিডিলের বোতল সাজিয়ে সেগুলিকে বাধা হয়েছে গুঁড়িতে। তারপর তা ভাসিয়ে দেওয়া হয়েছে গঙ্গায়। জলের স্রোতে সেগুলি বাংলাদেশের দিকে ভেসে গেলে ওপারের স্মাগলাররা তা সংগ্রহ করে নেয়। এবার এই ভাবে ফেনসিডিল পাচার রুখতে ব্যাপক সক্রিয় থাকা হবে বলে জানিয়েছেন BSF এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের DIG/G এস এস গুলেরিয়া।
Conclusion:এদিকে আজ ভারতীয় স্মাগলারদের বাংলাদেশ ফেনসিডিল পাচারের চেষ্টা আবারও রুখে দিল বর্ডার সিকিউরিটি ফোর্স। আবারো সীমান্তে প্রচুর ফেনসিডিল উদ্ধার। এবার কৃষ্ণনগর সেক্টরের পাখিউড়া বর্ডার আউট পোস্টে। ঘটনায় উদ্ধার হয়েছে মোট ৪৭৪ বোতল ফেন্সিডিল। যে তিন চারজন ভারতীয় স্মাগলার এই বোতল সীমান্ত পার করার চেষ্টা করছিল তারা অবশ্য পালিয়ে যায়। বিএসএফের দাবি এই ফেনসিডিলের বাজার মূল্য ৭১,৮১৪ টাকা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.