ETV Bharat / jagte-raho

বাড়ি অসুরক্ষিত রেখে বাইরে নয়, চুরি আটকাতে আবেদন লালবাজারের - Kolkata theft news

বাড়ি ফাঁকা রেখে বের হয়েছিলেন । সেই সময়েই চুরি হয় । অসুরক্ষিত অবস্থায় বাড়ি ফাঁকা রেখে উৎসবে না মাততে অনুরোধ করল লালবাজার ।

kolkata
kolkata
author img

By

Published : Oct 23, 2020, 6:26 PM IST

কলকাতা, 23 অক্টোবর : পুজোয় বাড়ি ফাঁকা রেখে বের হতেই চুরি গেল আট হাজার টাকা । সঙ্গে গেল সোনার গয়নাও । আসলে চোরেরা যেন এই সুযোগের অপেক্ষাতেই থাকে । নজর রাখে গৃহস্থের বাড়ির উপর । বাড়ি ফাঁকা রেখে বের হলেই দেদার হাতসাফাই । বিষয়টি নিয়ে আরও একবার সাবধান বাণী শোনাল কলকাতা পুলিশ ।

অসুরক্ষিত অবস্থায় বাড়ি ফাঁকা রেখে উৎসবে না মাততে অনুরোধ করল লালবাজার । ইতিমধ্যেই চোরেরা বেশি সক্রিয় হয়েছে শহরে । গতরাতে যাদবপুর থানা এলাকার আজ়াদগড়ে চুরি হয়েছে । গৌতম কুণ্ডু পরিবারের সদস্যদের নিয়ে বের হয়েছিলেন । বাড়ি ফাঁকা ছিল । সেই সুযোগে তাঁর বাড়িতে ঢোকে চোর ।

8 হাজার টাকা খোয়া যায় । সোনার চেন সহ আরও কয়েকটি মূল্যবান জিনিস চুরি হয় । গৌতমের মেয়ে মৌমিতা কুণ্ডু একবার বাড়িতে এসেছিলেন জরুরি কাজে । দরজা খুলতেই হুড়মুড়িয়ে একজন অপরিচিত ব্যক্তি দৌড়ে পালিয়ে যায় । মৌমিতা ঘরে ঢুকে দেখেন আলমারি খোলা । লণ্ডভণ্ড জিনিসপত্র । তিনি তৎক্ষণাৎ বিষয়টি জানান তাঁর বাবাকে । গৌতমবাবু এসে বুঝতে পারেন, চুরি হয়েছে ।

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে যাদবপুর থানা তদন্ত শুরু করেছে । খতিয়ে দেখা হচ্ছে CCTV ফুটেজ । যদিও চোরের হদিস মেলেনি । এমন ঘটনা অতীতেও দুর্গাপুজোর সময় কলকাতায় ঘটেছে । এই ধরনের ঘটনা এড়াতে পুজোমণ্ডপে যাওয়ার আগে বাড়ি অত্যন্ত সুরক্ষিতভাবে চাবি দিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ ।

কলকাতা, 23 অক্টোবর : পুজোয় বাড়ি ফাঁকা রেখে বের হতেই চুরি গেল আট হাজার টাকা । সঙ্গে গেল সোনার গয়নাও । আসলে চোরেরা যেন এই সুযোগের অপেক্ষাতেই থাকে । নজর রাখে গৃহস্থের বাড়ির উপর । বাড়ি ফাঁকা রেখে বের হলেই দেদার হাতসাফাই । বিষয়টি নিয়ে আরও একবার সাবধান বাণী শোনাল কলকাতা পুলিশ ।

অসুরক্ষিত অবস্থায় বাড়ি ফাঁকা রেখে উৎসবে না মাততে অনুরোধ করল লালবাজার । ইতিমধ্যেই চোরেরা বেশি সক্রিয় হয়েছে শহরে । গতরাতে যাদবপুর থানা এলাকার আজ়াদগড়ে চুরি হয়েছে । গৌতম কুণ্ডু পরিবারের সদস্যদের নিয়ে বের হয়েছিলেন । বাড়ি ফাঁকা ছিল । সেই সুযোগে তাঁর বাড়িতে ঢোকে চোর ।

8 হাজার টাকা খোয়া যায় । সোনার চেন সহ আরও কয়েকটি মূল্যবান জিনিস চুরি হয় । গৌতমের মেয়ে মৌমিতা কুণ্ডু একবার বাড়িতে এসেছিলেন জরুরি কাজে । দরজা খুলতেই হুড়মুড়িয়ে একজন অপরিচিত ব্যক্তি দৌড়ে পালিয়ে যায় । মৌমিতা ঘরে ঢুকে দেখেন আলমারি খোলা । লণ্ডভণ্ড জিনিসপত্র । তিনি তৎক্ষণাৎ বিষয়টি জানান তাঁর বাবাকে । গৌতমবাবু এসে বুঝতে পারেন, চুরি হয়েছে ।

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে যাদবপুর থানা তদন্ত শুরু করেছে । খতিয়ে দেখা হচ্ছে CCTV ফুটেজ । যদিও চোরের হদিস মেলেনি । এমন ঘটনা অতীতেও দুর্গাপুজোর সময় কলকাতায় ঘটেছে । এই ধরনের ঘটনা এড়াতে পুজোমণ্ডপে যাওয়ার আগে বাড়ি অত্যন্ত সুরক্ষিতভাবে চাবি দিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.