কুমারগঞ্জ, 7 জানুয়ারি : চাদর কিনতে ফুলবাড়ি যাবে বলে রবিবার দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিল কিশোরী ৷ কিন্তু দুপুর পার হয়ে রাত নামলেও বাড়ি ফেরেনি সে ৷ বাড়ির লোকজন তাঁকে একাধিকবার ফোন করেছিল । কিন্তু তার মোবাইল ফোনটি সুইচড অফ ছিল । রাতভর বিভিন্ন জায়গায় খুঁজেও তার হদিশ মেলেনি । সোমবার সকালে সাফানগর পঞ্চায়েতের গারোয়া এলাকায় ফাঁকা মাঠে কালভার্টের নিচ থেকে উদ্ধার হয় তার অগ্নিদগ্ধ দেহ ৷ ঘটনার তদন্তে নেমে সোমবার সন্ধ্যায় দুই যুবককে আটক করেছে পুলিশ ৷ তবে পুলিশ তদন্তের স্বার্থে তাদের নাম জানায়নি ।
গঙ্গারামপুর থানার উদয় পঞ্চায়েতের বাসিন্দা ছিল ওই কিশোরী ৷ গত বছর মাধ্যমিক পাশ করে এলাকার এক স্কুলে ক্লাস ইলেভেনে ভরতি হয়েছিল ৷ রবিবার দুপুর একটা নাগাদ সে বাড়ি থেকে বের হয় । বাড়িতে জানিয়েছিল ফুলবাড়িতে চাদর কিনতে যাবে । তারপর সে আর বাড়ি ফেরেনি ৷ পরদিন বিকেলে সাফানগর এলাকায় এক কিশোরীর অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয় ৷ বাড়ির লোকজন মর্গে গিয়ে সেই দেহ শনাক্ত করে । কিশোরীর পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণ করার পর খুন করা হয়েছে ৷ প্রমাণ লোপাটের জন্য পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছিল দেহ ৷
এই সংক্রান্ত খবর : হায়দরাবাদের ছায়া কুমারগঞ্জে, কালভার্টে উদ্ধার অর্ধদগ্ধ নারীদেহ
গঙ্গারামপুর থানার পুলিশ তদন্তে নেমে সোমবার বিকেলে এই ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে ৷ তাদের জেরা করছে পুলিশ ৷ কিন্তু তদন্তের স্বার্থে ওই দুই যুবকের নাম প্রকাশ করেনি তারা । সূত্রের খবর, অভিযুক্তদের বাড়ি গঙ্গারামপুর থানা এলাকায় ৷ এই ঘটনায় আরও একজনকে সন্দেহের তালিকায় রেখেছে পুলিশ ৷ তার খোঁজ চলছে ৷