ETV Bharat / jagte-raho

কুমারগঞ্জে কিশোরী খুনের ঘটনায় আটক 2, তৃতীয়জনের খোঁজে পুলিশ - কুমারগঞ্জে কিশোরীর অর্ধদগ্ধ দেহ

কিশোরী খুনের ঘটনায় গঙ্গারামপুর থানার পুলিশ তদন্তে নেমে সোমবার বিকেলে দুই যুবককে আটক করেছে ৷ তাদের জেরা করছে পুলিশ ৷ কিন্তু তদন্তের স্বার্থে ওই দুই যুবকের নাম প্রকাশ করেনি তারা । সূত্রের খবর, অভিযুক্তদের বাড়ি গঙ্গারামপুর থানা এলাকায় ৷ এই ঘটনায় আরও একজনকে সন্দেহের তালিকায় রেখেছে পুলিশ ৷ তার খোঁজ চলছে ৷

teenager death body found
প্রতীকী ছবি
author img

By

Published : Jan 7, 2020, 3:43 AM IST

Updated : Jan 7, 2020, 5:34 AM IST

কুমারগঞ্জ, 7 জানুয়ারি : চাদর কিনতে ফুলবাড়ি যাবে বলে রবিবার দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিল কিশোরী ৷ কিন্তু দুপুর পার হয়ে রাত নামলেও বাড়ি ফেরেনি সে ৷ বাড়ির লোকজন তাঁকে একাধিকবার ফোন করেছিল । কিন্তু তার মোবাইল ফোনটি সুইচড অফ ছিল । রাতভর বিভিন্ন জায়গায় খুঁজেও তার হদিশ মেলেনি । সোমবার সকালে সাফানগর পঞ্চায়েতের গারোয়া এলাকায় ফাঁকা মাঠে কালভার্টের নিচ থেকে উদ্ধার হয় তার অগ্নিদগ্ধ দেহ ৷ ঘটনার তদন্তে নেমে সোমবার সন্ধ্যায় দুই যুবককে আটক করেছে পুলিশ ৷ তবে পুলিশ তদন্তের স্বার্থে তাদের নাম জানায়নি ।

গঙ্গারামপুর থানার উদয় পঞ্চায়েতের বাসিন্দা ছিল ওই কিশোরী ৷ গত বছর মাধ্যমিক পাশ করে এলাকার এক স্কুলে ক্লাস ইলেভেনে ভরতি হয়েছিল ৷ রবিবার দুপুর একটা নাগাদ সে বাড়ি থেকে বের হয় । বাড়িতে জানিয়েছিল ফুলবাড়িতে চাদর কিনতে যাবে । তারপর সে আর বাড়ি ফেরেনি ৷ পরদিন বিকেলে সাফানগর এলাকায় এক কিশোরীর অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয় ৷ বাড়ির লোকজন মর্গে গিয়ে সেই দেহ শনাক্ত করে । কিশোরীর পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণ করার পর খুন করা হয়েছে ৷ প্রমাণ লোপাটের জন্য পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছিল দেহ ৷

এই সংক্রান্ত খবর : হায়দরাবাদের ছায়া কুমারগঞ্জে, কালভার্টে উদ্ধার অর্ধদগ্ধ নারীদেহ

গঙ্গারামপুর থানার পুলিশ তদন্তে নেমে সোমবার বিকেলে এই ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে ৷ তাদের জেরা করছে পুলিশ ৷ কিন্তু তদন্তের স্বার্থে ওই দুই যুবকের নাম প্রকাশ করেনি তারা । সূত্রের খবর, অভিযুক্তদের বাড়ি গঙ্গারামপুর থানা এলাকায় ৷ এই ঘটনায় আরও একজনকে সন্দেহের তালিকায় রেখেছে পুলিশ ৷ তার খোঁজ চলছে ৷

কুমারগঞ্জ, 7 জানুয়ারি : চাদর কিনতে ফুলবাড়ি যাবে বলে রবিবার দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিল কিশোরী ৷ কিন্তু দুপুর পার হয়ে রাত নামলেও বাড়ি ফেরেনি সে ৷ বাড়ির লোকজন তাঁকে একাধিকবার ফোন করেছিল । কিন্তু তার মোবাইল ফোনটি সুইচড অফ ছিল । রাতভর বিভিন্ন জায়গায় খুঁজেও তার হদিশ মেলেনি । সোমবার সকালে সাফানগর পঞ্চায়েতের গারোয়া এলাকায় ফাঁকা মাঠে কালভার্টের নিচ থেকে উদ্ধার হয় তার অগ্নিদগ্ধ দেহ ৷ ঘটনার তদন্তে নেমে সোমবার সন্ধ্যায় দুই যুবককে আটক করেছে পুলিশ ৷ তবে পুলিশ তদন্তের স্বার্থে তাদের নাম জানায়নি ।

গঙ্গারামপুর থানার উদয় পঞ্চায়েতের বাসিন্দা ছিল ওই কিশোরী ৷ গত বছর মাধ্যমিক পাশ করে এলাকার এক স্কুলে ক্লাস ইলেভেনে ভরতি হয়েছিল ৷ রবিবার দুপুর একটা নাগাদ সে বাড়ি থেকে বের হয় । বাড়িতে জানিয়েছিল ফুলবাড়িতে চাদর কিনতে যাবে । তারপর সে আর বাড়ি ফেরেনি ৷ পরদিন বিকেলে সাফানগর এলাকায় এক কিশোরীর অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয় ৷ বাড়ির লোকজন মর্গে গিয়ে সেই দেহ শনাক্ত করে । কিশোরীর পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণ করার পর খুন করা হয়েছে ৷ প্রমাণ লোপাটের জন্য পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছিল দেহ ৷

এই সংক্রান্ত খবর : হায়দরাবাদের ছায়া কুমারগঞ্জে, কালভার্টে উদ্ধার অর্ধদগ্ধ নারীদেহ

গঙ্গারামপুর থানার পুলিশ তদন্তে নেমে সোমবার বিকেলে এই ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে ৷ তাদের জেরা করছে পুলিশ ৷ কিন্তু তদন্তের স্বার্থে ওই দুই যুবকের নাম প্রকাশ করেনি তারা । সূত্রের খবর, অভিযুক্তদের বাড়ি গঙ্গারামপুর থানা এলাকায় ৷ এই ঘটনায় আরও একজনকে সন্দেহের তালিকায় রেখেছে পুলিশ ৷ তার খোঁজ চলছে ৷

Intro:কুমারগঞ্জে উদ্ধার হওয়া অগ্নিদগ্ধ মৃতার নাম পরিচয় জানতে পারল পুলিশ, আটক ২।।

কুমারগঞ্জ, ৬ জানুয়ারি: অবশেষে কুমারগঞ্জ থানার সাফানগর গ্রাম পঞ্চায়েতের বেলঘর এলাকায় উদ্ধার অগ্নিদগ্ধ যুবতীর নাম পরিচয় জানতে পারল পুলিশ। মৃতের নাম পরিচয় জানার পাশাপাশি ঘটনায় যুক্ত দুই যুবককে আটক করেছে কুমারগঞ্জ থানার পুলিশ। আটকদের বাড়ি গঙ্গারামপুর থানা এলাকায়। যদিও তদন্তের স্বার্থে এখুনি আটকদের নাম পরিচয় জানাতে চাননি পুলিশ। এদিকে পরে ঘটনাস্থলে যান বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। কথা বলেন পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে।

জানা গেছে, মৃত যুবতীর নাম দীপ্তি বর্মণ। বয়স ১৭ বছর। বাড়ি গঙ্গারামপুর থানার উদয় গ্রাম পঞ্চায়েতের পঞ্চগ্রাম এলাকায়। গতবছর স্থানীয় ফুলবাড়ি হাই স্কুল থেকে মাধ্যমিক দিয়েছিল সে। গতকাল দুপুর একটা থেকে নিখোঁজ ছিল দীপ্তি। ফুলবাড়ীতে চাদর কিনতে যাবে বলে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তার ফোন সুইচ অফ ছিল। বিকেল থেকে রাতভর গোটা এলাকায় খোঁজাখুঁজি করল তার কোন হদিশ পাওয়া যায়নি। অবশেষে আজ বিকেলে জানতে পারেন এলাকায় এক যুবতীর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছে। এরপর সন্ধ্যায় খবর পেয়ে বালুরঘাট পুলিশ মর্গে আসেন মৃতার ভাই বিশ্বজিৎ বর্মণ সহ পরিবারের লোকেরা। ধর্ষণ করে গলার নলি কেটে তারপর পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে বলে পরিবারের অভিযোগ। তবে ঠিক কী কারণে এবং কারা এই ঘটনায় যুক্ত রয়েছে তা নিয়ে ধন্দে পরিবারও।

এবিষয়ে মৃতার দাদা বিশ্বজিৎ বর্মণ জানান, গতকাল ফুলবাড়িতে যাবে বলে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তার ফোন সুইচ অফ ছিল। বিকেল থেকে রাতভর গোটা এলাকায় খোঁজাখুঁজি করল তার কোন হদিশ পাওয়া যায়নি। অবশেষে আজ বিকেলে জানতে পারেন সাফানগর এলাকায় এক কিশোরীর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছে। ছবিতেই চিহ্নতে পেরেছিলেন। মর্গে এসে পুরোপুরি নিশ্চিত হয়েছেন মৃতা তারই বোন। ধর্ষণ করে গলার নলি কেটে তারপর পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। এই ঘটনায় যুক্ত অভিযুক্তদের ফাঁসির দাবী জানিয়েছেন তিনি। Body:Kumarganj Conclusion:Kumarganj
Last Updated : Jan 7, 2020, 5:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.