বানারহাট , 12 অক্টোবর : মেলা দেখে ফেরার পথে বানারহাটে গতরাতে এক যুবক খুন হন ৷ তাঁর নাম রাম মুণ্ডা (27) ৷ অভিযোগ, রামকে তাঁর পরিচিত এক যুবক খুন করেছে ৷ তার নাম সাদ্দাম আনসারি ৷ পুলিশ সাদ্দামকে গ্রেপ্তার করেছে ৷
গতরাতে মেলা দেখে ফিরছিলেন রাম ও সাদ্দাম ৷ ফেরার পথে তাঁদের মধ্যে বচসা হয় ৷ অভিযোগ, বচসার সময় সাদ্দাম চাকু নিয়ে রামের উপর হামলা করে ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় রামের ৷
রাম বানারহাট বাগানের মন্দির লাইন এলাকার বাসিন্দা ছিলেন ৷ সাদ্দামের বাড়ি বানারহাট স্কুল রোড এলাকায় ৷ বানারহাটে দুর্গাপূজা উপলক্ষ্যে মেলা হয় ৷ সেখান থেকেই ফিরছিলেন দুইজন৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বানারহাট থানার পুলিশ । গতরাতেই অভিযুক্ত সাদ্দামকে গ্রেপ্তার করা হয় ৷
সাদ্দামকে প্রথমে বানারহাট থানায় নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু রামের মৃত্যুর প্রতিবাদে থানায় এসে এলাকাবাসী বিক্ষোভ দেখাতে পারে বলে আশঙ্কা ছিল পুলিশের ৷ তাই তাকে রাতেই ধুপগুড়ি থানায় নিয়ে যাওয়া হয়৷ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে । মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে ৷