ETV Bharat / jagte-raho

মেলা দেখে ফেরার পথে যুবক খুন - জলপাইগুড়িতে খুন

গতরাতে মেলা দেখে ফিরছিলেন দুই যুবক ৷ তখন তাঁদের বচসা হয় ৷ সেই সময় এক যুবক অন্যজনকে চাকু মেরে খুন করে বলে অভিযোগ ৷ ঘটনাটি বানারহাটের ৷

jalpaiguri
author img

By

Published : Oct 12, 2019, 2:43 PM IST

বানারহাট , 12 অক্টোবর : মেলা দেখে ফেরার পথে বানারহাটে গতরাতে এক যুবক খুন হন ৷ তাঁর নাম রাম মুণ্ডা (27) ৷ অভিযোগ, রামকে তাঁর পরিচিত এক যুবক খুন করেছে ৷ তার নাম সাদ্দাম আনসারি ৷ পুলিশ সাদ্দামকে গ্রেপ্তার করেছে ৷

গতরাতে মেলা দেখে ফিরছিলেন রাম ও সাদ্দাম ৷ ফেরার পথে তাঁদের মধ্যে বচসা হয় ৷ অভিযোগ, বচসার সময় সাদ্দাম চাকু নিয়ে রামের উপর হামলা করে ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় রামের ৷

রাম বানারহাট বাগানের মন্দির লাইন এলাকার বাসিন্দা ছিলেন ৷ সাদ্দামের বাড়ি বানারহাট স্কুল রোড এলাকায় ৷ বানারহাটে দুর্গাপূজা উপলক্ষ্যে মেলা হয় ৷ সেখান থেকেই ফিরছিলেন দুইজন৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বানারহাট থানার পুলিশ । গতরাতেই অভিযুক্ত সাদ্দামকে গ্রেপ্তার করা হয় ৷

সাদ্দামকে প্রথমে বানারহাট থানায় নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু রামের মৃত্যুর প্রতিবাদে থানায় এসে এলাকাবাসী বিক্ষোভ দেখাতে পারে বলে আশঙ্কা ছিল পুলিশের ৷ তাই তাকে রাতেই ধুপগুড়ি থানায় নিয়ে যাওয়া হয়৷ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে । মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে ৷

বানারহাট , 12 অক্টোবর : মেলা দেখে ফেরার পথে বানারহাটে গতরাতে এক যুবক খুন হন ৷ তাঁর নাম রাম মুণ্ডা (27) ৷ অভিযোগ, রামকে তাঁর পরিচিত এক যুবক খুন করেছে ৷ তার নাম সাদ্দাম আনসারি ৷ পুলিশ সাদ্দামকে গ্রেপ্তার করেছে ৷

গতরাতে মেলা দেখে ফিরছিলেন রাম ও সাদ্দাম ৷ ফেরার পথে তাঁদের মধ্যে বচসা হয় ৷ অভিযোগ, বচসার সময় সাদ্দাম চাকু নিয়ে রামের উপর হামলা করে ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় রামের ৷

রাম বানারহাট বাগানের মন্দির লাইন এলাকার বাসিন্দা ছিলেন ৷ সাদ্দামের বাড়ি বানারহাট স্কুল রোড এলাকায় ৷ বানারহাটে দুর্গাপূজা উপলক্ষ্যে মেলা হয় ৷ সেখান থেকেই ফিরছিলেন দুইজন৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বানারহাট থানার পুলিশ । গতরাতেই অভিযুক্ত সাদ্দামকে গ্রেপ্তার করা হয় ৷

সাদ্দামকে প্রথমে বানারহাট থানায় নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু রামের মৃত্যুর প্রতিবাদে থানায় এসে এলাকাবাসী বিক্ষোভ দেখাতে পারে বলে আশঙ্কা ছিল পুলিশের ৷ তাই তাকে রাতেই ধুপগুড়ি থানায় নিয়ে যাওয়া হয়৷ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে । মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে ৷

Intro:Body:মে মাসের বদলে নিতেই বন্ধুকে মেলা ঘুরিয়ে চাকু মেরে খুন করল বন্ধু।মেলা থেকে একসঙ্গে ফেরার পথে বন্ধুকে ছুরি মেরে খুনের অভিযোগ বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বানারহাট থানা এলাকায়।মৃত যুবকের নাম রাম মুন্ডা(২৭)।তার বাড়ি বানারহাট বাগানের মন্দির লাইন এলাকায়।ঘটনায় গ্রেফতার অভিযুক্ত যুবকের নাম সাদ্দাম আনসারি(২৭)।ধৃত যুবকের বাড়ি বানারহাট স্কুল রোড এলাকায়।জানা যায় রাম এবং সাদ্দাম শুক্রবার রাতে বানারহাটে দুর্গাপূজা উপলক্ষ্যে আয়োজিত মেলায় গিয়েছিল।মেলা থেকে ফেরার পথে দুই বন্ধুর মধ্যে পুরনো বিষয় নিয়ে বচসা হয়।বচসা চরম আকার ধারন করলে হঠাৎই সাদ্দাম পকেট থেকে ছুরি বের করে রামের শরীরে চালিয়ে দেয় বলে অভিযোগ।ঘটনাস্থলেই মৃত্যু হয় রাম মুন্ডার।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বানারহাট থানার পুলিশ।অভিযুক্ত সাদ্দামকে গ্রেফতার করে রাতেই থানায় নিয়ে যাওয়া হয়।পরে থানায় যাতে বিক্ষুব্ধ লোকজনের তরফে বিশৃঙ্খলা না হয়ে সেকারনে অভিযুক্তকে রাতেই ধুপগুড়ি থানায় পুলিশি হেফাজতে রাখা হয়।অভিযুক্তর দাবি,গত মে মাসে রাম তাকে মারার জন্য মুখের খুকড়ি চালায়।সেই সময় গুরুতর আহত হয়েছিল সাদ্দাম।এরপর রাম ভুল শিকার করে নেয়।এদিন রাতেও ফের রাম তাকে মারার পরিকল্পনা করেছিল বলে দাবি সাদ্দামের।
পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সুত্রে জানানো হয়েছে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.