ETV Bharat / jagte-raho

মালদায় 52 হাজার টাকার জালনোট সহ গ্রেপ্তার 1 - জালনোট উদ্ধার

বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছে, 52 হাজার টাকার জালনোট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃত ব্যক্তির কাছ থেকে 26টি 2 হাজার টাকার জালনোট উদ্ধার হয়েছে ।

জাল নোট
জাল নোট
author img

By

Published : Jul 29, 2020, 3:28 AM IST

মালদা, 28 জুলাই: 52 হাজার টাকার জালনোট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ । ধৃতের নাম সাদ্দাম শেখ ।

গতরাতে বৈষ্ণবনগর থানার পুলিশের একটি দল পিটিএস মোড়ে হানা দেয়। তথ্য অনুযায়ী এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 52 হাজার টাকার জালনোট । গ্রেপ্তার করা হয় সাদ্দাম শেখ নামে ওই যুবককে ।


বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছে, 52 হাজার টাকার জালনোট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃত ব্যক্তির কাছ থেকে 26টি 2 হাজার টাকার জালনোট উদ্ধার হয়েছে । ধৃতের বিরুদ্ধে পুরোনা কিছু মামলাও রয়েছে। এই ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছে বলে অনুমান করা হচ্ছে ।

গত কয়েকদিন ধরে মোথাবাড়ি, কালিয়াচক, বৈষ্ণবনগর এলাকায় সক্রিয় হয়ে উঠেছে পাচারকারীরা । কোরোনা সংক্রমণের মাঝে পুলিশের ব্যস্ততার সুযোগকে কাজে লাগাতে চাইছে তারা । তবে পুলিশ সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া।

মালদা, 28 জুলাই: 52 হাজার টাকার জালনোট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ । ধৃতের নাম সাদ্দাম শেখ ।

গতরাতে বৈষ্ণবনগর থানার পুলিশের একটি দল পিটিএস মোড়ে হানা দেয়। তথ্য অনুযায়ী এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 52 হাজার টাকার জালনোট । গ্রেপ্তার করা হয় সাদ্দাম শেখ নামে ওই যুবককে ।


বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছে, 52 হাজার টাকার জালনোট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃত ব্যক্তির কাছ থেকে 26টি 2 হাজার টাকার জালনোট উদ্ধার হয়েছে । ধৃতের বিরুদ্ধে পুরোনা কিছু মামলাও রয়েছে। এই ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছে বলে অনুমান করা হচ্ছে ।

গত কয়েকদিন ধরে মোথাবাড়ি, কালিয়াচক, বৈষ্ণবনগর এলাকায় সক্রিয় হয়ে উঠেছে পাচারকারীরা । কোরোনা সংক্রমণের মাঝে পুলিশের ব্যস্ততার সুযোগকে কাজে লাগাতে চাইছে তারা । তবে পুলিশ সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.