বালুরঘাট, 14 নভেম্বর : কালীপুজোর আগের দিন রাত অভিযান চালিয়ে লাখ টাকার বাজি বাজেয়াপ্ত করল পুলিশ। গতকাল রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। বালুরঘাট, হরিরামপুর ও গঙ্গারামপুর থানার পুলিশের এই অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে বাজি। যার বাজারমূল্য প্রায় লাখ টাকা।
কোরোনা আবহের বাজি পোড়ানো বা বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। আদালতের নির্দেশিকা জারি হতেই নড়েচড়ে বসেছে পুলিশ। বাজি বিক্রি বা মজুতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।
গতকাল রাতে বালুরঘাটের হিলি মোড়ে অভিযান চালিয়ে প্রায় 40 হাজার টাকা মূল্যের বাজিগুলো বাজেয়াপ্ত করেছে বালুরঘাট থানার পুলিশ। পাশাপাশি ওই রাতেই গঙ্গারামপুর ও হরিরামপুরে অভিযান চালানো হয় পুলিশের তরফে। এবিষয়ে পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, এই বছর কোরোনা পরিস্থিতি ও শারীরিকভাবে দুর্বল মানুষের বিষয়টি মাথায় রেখে এই অভিযান চালানো হচ্ছে। হাইকোর্টের নির্দেশকে একশো শতাংশ কার্যকারী করাই আমাদের প্রধান লক্ষ্য।