বসিরহাট, 19 ডিসেম্বর : জমি নিয়ে বিবাদ। তার জেরে কাকাকে পিটিয়ে খুনের অভিযোগ ভাইপোদের বিরুদ্ধে । ঘটনাটি উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানার চাতরা গ্রাম পঞ্চায়েতের কোটালবেড় গ্রামের ।
পুলিশ জানিয়েছে,মৃতের নাম আলিম মণ্ডল (40)। আশঙ্কাজনক অবস্থায় বারাসত জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ অভিযুক্ত ভাইপো ইজাজ মণ্ডল ও এনামুল মণ্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷
আরও পড়ুন : নেশার টাকা চেয়েও না পাওয়ায় যুবতিকে খুনের অভিযোগ শওহরের বিরুদ্ধে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির জমি নিয়ে ভাই আলিম ও বড় ভাই নইমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ, আলিমের ভাগের জমি দখল করে রেখেছিল বড় ভাই নইম। বিষয়টি নিয়ে সম্প্রতি দুই ভাইয়ের পরিবারের মধ্যে অশান্তি চরমে পৌঁছয়। শুক্রবার রাতে ফের দুই পরিবারের মধ্যে গন্ডগোল শুরু হয়৷ অভিযোগ, নইমের ছেলে ইজাজ মণ্ডল ও এনামুল মণ্ডল কাকা আলিম মণ্ডলকে লাঠি দিয়ে মাথায় মারতে থাকে। সেই মারে মাথা ফেটে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে নিকটবর্তী হাবরার বাউগাছি হাসপাতলে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বারাসত জেলা হাসপাতালে ভরতি করা হয়। রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে চড়াও হয় নইমের পরিবারের উপর। রাতেই বাদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।