ETV Bharat / jagte-raho

200 টাকা দেখতে চেয়ে 25 হাজার টাকা হাপিশ ! - Indian Currency

ভারতীয় টাকা দেখতে চেয়ে ক্যাশবাক্সে হাত । হিসাব মেলাতে গিয়ে 25 হাজার টাকা গড়মিল । থানায় অভিযোগ দায়ের ।

অভিযুক্ত দম্পতি
author img

By

Published : Sep 12, 2019, 11:28 PM IST

দুর্গাপুর, 12 সেপ্টেম্বর : মধ্যবয়স্ক দম্পতি । আদো আদো হিন্দি কথা বলতে পারে । তবে, ইংরেজি বলতে পারে অনর্গল । একটি দোকানে ঢুকে মোজা কেনে । সেখানেই দোকানদারকে জানায়, ডলার এক্সচেঞ্জ করবে । দোকানদার ব্যাঙ্কের রাস্তা দেখিয়ে দেয় । এতদূর ঠিক ছিল । কিন্তু ওই দম্পতি ভারতীয় টাকা দেখতে চাইলে বিপত্তি হয় । অভিযোগ, ভারতীয় 100 ও 200 টাকা কেমন তা দেখতে চেয়ে সটান ঢুকে যায় দোকানদারের ক্যাশ বাক্সের জায়গায় । টাকায় হাত দেয় । দোকানদার সেই সময়ের জন্য বের করে দেয় । কিন্তু হিসেবের সময় দেখে 25 হাজার টাকা কম । ঘটনাটি কোকওভেন থানার সগড়ভাঙা জ়োনাল মার্কেটের । ওই দম্পতির বিরুদ্ধে কোকওভেন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

সগড়ভাঙা জ়োনাল মার্কেটের দোকানদার অভিজিৎ গুপ্তা । তিনি জানান, আজ তাঁর দোকানে ওই দম্পতি আসে । নিজেদের দুবাইয়ের বাসিন্দা বলে পরিচয় দেন । প্রথমে দোকান থেকে একটি মোজা কেনে । তারপর অভিজিৎবাবুকে বলেন, ডলার এক্সচেঞ্জ করাতে চান । তাদের ব্যাঙ্কে যেতে বলেন অভিজিৎবাবু । তাঁর অভিযোগ, ব্যাঙ্কে না গিয়ে ভারতীয় মুদ্রায় 200 টাকা চায় ওই দম্পতি । এরপর সটান চলে আসে ক্যাশ বাক্সের কাছে । তাতে হাত দিয়ে টাকা হাতড়াতে থাকে । সেইসময় অভিজিৎবাবু ওই দম্পতিকে দোকান থেকে চলে যেতে বলেন । তারা বেরিয়ে গেলে টাকা হিসাব করতে শুরু করেন তিনি । 25 হাজার টাকার হিসাব পাননি । এরপরই ওই দম্পতির বিরুদ্ধে কোকওভেন থানায় অভিযোগ জানান ।

শুধু অভিজিৎ গুপ্তার দোকানেই এই ঘটনা ঘটেনি । এর আগে আরও দুটি দোকানে ওই দম্পতি টাকা হাতানোর চেষ্টা করেছিল । কিন্তু ব্যর্থ হয় । এরপরই অভিজিৎবাবুর দোকানে যায় তারা । তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

দুর্গাপুর, 12 সেপ্টেম্বর : মধ্যবয়স্ক দম্পতি । আদো আদো হিন্দি কথা বলতে পারে । তবে, ইংরেজি বলতে পারে অনর্গল । একটি দোকানে ঢুকে মোজা কেনে । সেখানেই দোকানদারকে জানায়, ডলার এক্সচেঞ্জ করবে । দোকানদার ব্যাঙ্কের রাস্তা দেখিয়ে দেয় । এতদূর ঠিক ছিল । কিন্তু ওই দম্পতি ভারতীয় টাকা দেখতে চাইলে বিপত্তি হয় । অভিযোগ, ভারতীয় 100 ও 200 টাকা কেমন তা দেখতে চেয়ে সটান ঢুকে যায় দোকানদারের ক্যাশ বাক্সের জায়গায় । টাকায় হাত দেয় । দোকানদার সেই সময়ের জন্য বের করে দেয় । কিন্তু হিসেবের সময় দেখে 25 হাজার টাকা কম । ঘটনাটি কোকওভেন থানার সগড়ভাঙা জ়োনাল মার্কেটের । ওই দম্পতির বিরুদ্ধে কোকওভেন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

সগড়ভাঙা জ়োনাল মার্কেটের দোকানদার অভিজিৎ গুপ্তা । তিনি জানান, আজ তাঁর দোকানে ওই দম্পতি আসে । নিজেদের দুবাইয়ের বাসিন্দা বলে পরিচয় দেন । প্রথমে দোকান থেকে একটি মোজা কেনে । তারপর অভিজিৎবাবুকে বলেন, ডলার এক্সচেঞ্জ করাতে চান । তাদের ব্যাঙ্কে যেতে বলেন অভিজিৎবাবু । তাঁর অভিযোগ, ব্যাঙ্কে না গিয়ে ভারতীয় মুদ্রায় 200 টাকা চায় ওই দম্পতি । এরপর সটান চলে আসে ক্যাশ বাক্সের কাছে । তাতে হাত দিয়ে টাকা হাতড়াতে থাকে । সেইসময় অভিজিৎবাবু ওই দম্পতিকে দোকান থেকে চলে যেতে বলেন । তারা বেরিয়ে গেলে টাকা হিসাব করতে শুরু করেন তিনি । 25 হাজার টাকার হিসাব পাননি । এরপরই ওই দম্পতির বিরুদ্ধে কোকওভেন থানায় অভিযোগ জানান ।

শুধু অভিজিৎ গুপ্তার দোকানেই এই ঘটনা ঘটেনি । এর আগে আরও দুটি দোকানে ওই দম্পতি টাকা হাতানোর চেষ্টা করেছিল । কিন্তু ব্যর্থ হয় । এরপরই অভিজিৎবাবুর দোকানে যায় তারা । তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

Intro:অভিনব কায়দায় দুর্গাপুরে টাকা চুরি করছেন দুই অপরিচিত প্রবীন দম্পতী। এরা নিজেদের কে দুবাই এর বাসিন্দা বলে পরিচয় দিচ্ছেন।দুর্গাপুরের কোকওভেন থানার সগড়ভাঙা জোনাল মার্কেটের একাধিক দোকানে ঢুকে ক্যাশ বাক্স থেকে টাকা হাতানোর চেষ্টা।একটি কাপড়ের দোকান থেকে ২৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দায়ের থানায়।
দুর্গাপুরের কোকওভেন থানার জোনাল মার্কেটে বুধবার সন্ধ্যায় দীর্ঘদেহী এক প্রায় ৫৫ বছর বয়স্ক পুরুষ এবং ৫০ বছর বয়সী এক মহিলা সঙ্গী কয়েকটি দোকানে যায়।এরা নিজেদেরকে দুবাই এর বাসিন্দা বলে পরিচয় দেন।প্রত্যেক দোকানে গিয়ে ভাঙা ভাঙা হিন্দীতে এবং অনর্গল ইংরাজিতে কথা বলতে থাকেন এবং প্রায় সব দোকানদারকেই বলেন ভারতীয় একশো,দুইশত,পাঁচশো টাকা কেমন তাদের দেখানো হোক।তারা দোকানের ক্যাশবাক্স যেখানে সেখানে গিয়ে এই ভারতীয় টাকা দেখতে চলে যান বলে অভিযোগ। ওই প্রবীন পুরুষটি ক্যাশবাক্সে হাত ঢুকিয়ে নোট তুলে নেন এমন ছবিও একটি দোকানের সিসিটিভি তে ধরা পড়ে।প্রথম দুটি দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করতে ব্যার্থ হলেও একটি কাপড়ের দোকানে একজোড়া মোজা কেনে এই প্রবীন দম্পতী। তারপরে দোকান মালিকের কাছে এসে ক্যাশ বাক্সে হাত ঢুকিয়ে টাকা তুলে জানতে চান ভারতীয় ১০০,২০০ টাকা কেমন তা দেখাতে।দোকান মালিক অভিজিৎ গুপ্তার অভিযোগ ক্যাশ বাক্সে রাখা ২৫ হাজার টাকা যা তিনি গাড়ির কিস্তির পেমেন্ট এর জন্য রেখেছিলেন তা হাতিয়ে নেয়।বুধবার কোকওভেন থানায় প্রথমে অভিযোগ না নিলেও পরে অভিযোগ জমা নেয়।এই একই ঘটনা দুর্গাপুরের সিটিসেন্টারের অম্বুজা তে একটি দোকানেও ঘটে।এই প্রবীন দম্পতী কারা? কোথা থেকে এসেছেন? এদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন অভিযোগকারী অভিজিৎ গুপ্তা।যদিও এই বিষয়টি নিয়ে পুলিশ এখনও কিছু বলতে চাননি।Body:হConclusion:হ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.