ETV Bharat / jagte-raho

চিড়িয়াখানায় ভিড়ে মিশে পকেটমারি, গ্রেপ্তার দম্পতি

চোখ মুখ কিংবা পোশাক-আশাক দেখে কেউ সন্দেহ করবে না যে ওদের 'হাতযশ' এতটা ভালো । অভিযোগ, এই দু'জন মিশে যাচ্ছিল শহরের টুরিস্ট ডেস্টিনেশনগুলোয় । তারপর ভিড়ের সুযোগে দেদার হাতসাফাই ।

pickpocket
ধৃত দম্পতি
author img

By

Published : Dec 31, 2019, 4:27 AM IST

কলকাতা, 31 ডিসেম্বর : আলিপুর চিড়িয়াখানায় পর্যটকদের ভিড় ৷ আর সেই ভিড়ে মিশে পকেটমারি ৷ এমনই এক দম্পতিকে গ্রেপ্তার করল পুলিশ ৷

ভালো পোশাকে আর পাঁচজনের মতো এই দম্পতিও চিড়িয়াখানায় ঘোরাঘুরি করছিল ৷ দেখলে কে বলবে ওরা পকেটমার? বাড়ি যাদবপুরের গাঙ্গুলি বাগানে । বয়স দুজনেরই কুড়ি । একজনের নাম অভিষেক দত্ত ৷ অন্যজন রোশনি পান্ডে । সাধারণভাবে পকেটমারদের যে ছবি দেখতে মানুষ অভ্যস্ত, এরা তার ধারে কাছেও যায় না । চোখ মুখ কিংবা পোশাক-আশাক দেখে কেউ সন্দেহ করবে না যে ওদের 'হাতযশ' এতটা ভালো । অভিযোগ, এই দু'জন মিশে যাচ্ছিল শহরের টুরিস্ট ডেস্টিনেশনগুলোয় । তারপর ভিড়ের সুযোগে দেদার হাতসাফাই । পকেটমারির পরের মুহূর্তেই যদি কেউ বুঝতে পারেন, এই দুইজনকে কোনভাবেই ধরতে পারবেন না । কারণ, সন্দেহ হবে না । চেহারায় ভদ্রতার ছাপের এই সুযোগ নিয়েই চলছিল পকেটমারি । কিন্তু শেষ রক্ষা হল না ।

pickpocket
উদ্ধার হওয়া জিনিসপত্র

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সন্দেহ করেছিল আগে থেকেই । ভিড়ের সুযোগে চলবে হাতসাফাই । তাই গতকাল চিড়িয়াখানায় সাদা পোশাকে ভিড়ের মধ্যে মিশে যান ওয়াচ সেকশনের গোয়েন্দারাও । তাঁদের চোখে ধুলো দিতে পারেনি রোশনি বা অভিষেক । পুলিশ বমাল গ্রেপ্তার করে তাদের । উদ্ধার হয় ছটি লেডিজ় পার্স । এবং একটি মোবাইল ফোন । ফোনটি চুরির । পুলিশ ওই ফোনের মালিকের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছে । পুলিশ জানিয়েছে, এই দম্পতি স্বীকার করেছে তারা পকেটমারি করে । আজ তাদের আদালতে তোলা হবে ।

কলকাতা, 31 ডিসেম্বর : আলিপুর চিড়িয়াখানায় পর্যটকদের ভিড় ৷ আর সেই ভিড়ে মিশে পকেটমারি ৷ এমনই এক দম্পতিকে গ্রেপ্তার করল পুলিশ ৷

ভালো পোশাকে আর পাঁচজনের মতো এই দম্পতিও চিড়িয়াখানায় ঘোরাঘুরি করছিল ৷ দেখলে কে বলবে ওরা পকেটমার? বাড়ি যাদবপুরের গাঙ্গুলি বাগানে । বয়স দুজনেরই কুড়ি । একজনের নাম অভিষেক দত্ত ৷ অন্যজন রোশনি পান্ডে । সাধারণভাবে পকেটমারদের যে ছবি দেখতে মানুষ অভ্যস্ত, এরা তার ধারে কাছেও যায় না । চোখ মুখ কিংবা পোশাক-আশাক দেখে কেউ সন্দেহ করবে না যে ওদের 'হাতযশ' এতটা ভালো । অভিযোগ, এই দু'জন মিশে যাচ্ছিল শহরের টুরিস্ট ডেস্টিনেশনগুলোয় । তারপর ভিড়ের সুযোগে দেদার হাতসাফাই । পকেটমারির পরের মুহূর্তেই যদি কেউ বুঝতে পারেন, এই দুইজনকে কোনভাবেই ধরতে পারবেন না । কারণ, সন্দেহ হবে না । চেহারায় ভদ্রতার ছাপের এই সুযোগ নিয়েই চলছিল পকেটমারি । কিন্তু শেষ রক্ষা হল না ।

pickpocket
উদ্ধার হওয়া জিনিসপত্র

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সন্দেহ করেছিল আগে থেকেই । ভিড়ের সুযোগে চলবে হাতসাফাই । তাই গতকাল চিড়িয়াখানায় সাদা পোশাকে ভিড়ের মধ্যে মিশে যান ওয়াচ সেকশনের গোয়েন্দারাও । তাঁদের চোখে ধুলো দিতে পারেনি রোশনি বা অভিষেক । পুলিশ বমাল গ্রেপ্তার করে তাদের । উদ্ধার হয় ছটি লেডিজ় পার্স । এবং একটি মোবাইল ফোন । ফোনটি চুরির । পুলিশ ওই ফোনের মালিকের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছে । পুলিশ জানিয়েছে, এই দম্পতি স্বীকার করেছে তারা পকেটমারি করে । আজ তাদের আদালতে তোলা হবে ।

Intro:কলকাতা, 30 ডিসেম্বর: উত্তুরে হাওয়া গায়ে মেখে মিঠে রোদে বেরিয়ে পড়ছেন অনেকেই। শুধু কলকাতাবাসী নন। রাজ্য কিংবা ভিন রাজ্য থেকেও বহু পর্যটক এই মুহূর্তে তিলোত্তমায়। চিড়িয়াখানা, ইকোপার্ক, সায়েন্স সিটি, ভিক্টোরিয়া, জাদুঘর কিংবা বিড়লা প্লানেটরিয়ামে উপচে পড়া ভিড়। সেই ভিড়ে রীতিমত ঠেলাঠেলি চলছে চিড়িয়াখানার ভেতরে কিংবা বাইরে। অন্য সর্বত্র একই ছবি। পরিবারের সঙ্গে আনন্দে মশগুল মানুষ ভুলে যাচ্ছে পকেটের সুরক্ষা। আর তার সুযোগ নিচ্ছে পকেটমাররা। রীতিমতো ভদ্রবেশে কেটে নিচ্ছে পকেট। এমনি দুই পকেটমারকে গ্রেপ্তার করল পুলিশ।



Body:দেখলে কে বলবে ওরা পকেটমার? বাড়ি যাদবপুরের গাঙ্গুলী বাগানে। চেহারা ছবিতে ভদ্রতার ছাপ। বয়স দুজনেরই কুড়ি। একজনের নাম অভিষেক দত্ত, অন্যজন রোশনি পান্ডে। সম্পর্কে স্বামী-স্ত্রী। সাধারণভাবে পকেটমারদের যে ছবি দেখতে মানুষ অভ্যস্ত, এরা তার ধারে কাছেও যায় না। চোখ মুখ কিংবা পোশাক-আশাক জানলে কেউ বলবেন না ওদের হাতযশ এতটা ভালো। অভিযোগ, এই দুজন মিশে যাচ্ছিল শহরের টুরিস্ট ডেস্টিনেশন গুলোয়। তারপর ঝোঁপ বুঝে কোপ। ভিড়ের সুযোগে দেদার হাতসাফাই। পকেটমারির পরের মুহূর্তেই যদি কেউ বুঝতে পারেন, এই দুই জনকে কোনভাবেই ধরতে পারবেন না। কারণ, সন্দেহই হবে না। চেহারায় ভদ্রতার ছাপের এই সুযোগ নিয়েই চলছিল পকেটমারি। কিন্তু শেষ রক্ষা হল না।



Conclusion:কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সন্দেহ করেছিল আগে থেকেই। ভিড়ের সুযোগে চলবে হাতসাফাই। তাই সাদা পোশাকে ভিড়ের মধ্যে মিশে থাকছেন ওয়াচ সেকশনের গোয়েন্দারাও। তাদের চোখে ধুলো দিতে পারেনি রশনি বা অভিষেক। পুলিশ বমাল গ্রেফতার করে তাদের। উদ্ধার হয় ছটি লেডিস পার্স। এবং একটি স্যামসাং মোবাইল ফোন। ফোনটি চুরির। পুলিশ ওই ফোনের মালিকের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছে। এই দুজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে নিয়েছে , পকেটমারি তাদের পেশা। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। আগামীকাল তাদের আদালতে তোলা হবে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.