ETV Bharat / jagte-raho

মাথায় ইটের আঘাত, ময়দানে খুন সিভিক ভলান্টিয়ার - civic volunteer murder

ইকবালপুর থানা এলাকার এম এম আলি রোডের বাসিন্দা ছিলেন ওই সিভিক ভলান্টিয়ার । গতরাতে দুষ্কৃতীরা তাঁকে খুন করে বলে অভিযোগ ।

kolkata
kolkata
author img

By

Published : Aug 2, 2020, 11:13 AM IST

Updated : Aug 2, 2020, 1:09 PM IST

কলকাতা, 2 অগাস্ট : ইদের রাতে কলকাতায় খুন হলেন এক সিভিক ভলান্টিয়ার । ঘটনাস্থান ময়দান থানা এলাকার হেস্টিংস মাজার গ্রাউন্ড । শহরের বুকে পুলিশকর্মী খুন হওয়ায় উত্তেজনা ছড়িয়েছে । ঘটনাস্থানে পুলিশ পোস্টিং করা হয়েছে । তদন্ত শুরু হয়েছে । ইতিমধ্যেই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতদের নাম- সাফেদ রহমান, অজয় রায় এবং অভিষেক সিংহ।

পুলিশ সূত্রে খবর, গতরাত সাড়ে 12 টা নাগাদ ময়দান থানার হেস্টিংস মাজার গ্রাউন্ডে আড্ডা নিয়ে দু'পক্ষের মধ্যে বিবাদ শুরু হয় । সেই সময় ডিউটিরত ছিলেন না সিভিক ভলান্টিয়ার ইরশাদ হোসেন(36)। থাকেন ইকবালপুর থানা এলাকার এম এম আলি রোডে । তিনি এক পক্ষের হয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন । ঝামেলার মাঝে প্রতিপক্ষের একজন তাঁর মাথার পিছনের দিকে ইট দিয়ে আঘাত করে । সেই মুহূর্তে অবশ্য কোনও রক্তপাত হয়নি । ঘটনার খবর পেয়ে চলে আসেন স্থানীয়রা । তাঁদের চেষ্টাতেই থামে বিবাদ । এরই মাঝে ওই সিভিক ভলান্টিয়ার অসুস্থ হয়ে পড়েন । তাঁকে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে । ট্রমা কেয়ারে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় তাঁর।

police
ঘটনাস্থানে মোতায়েন হয় পুলিশ

এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । কয়েকজন পলাতক । তবে পুলিশের ধারণা, যেহেতু দুই পক্ষের সবাই মোটের উপর পরিচিত ছিল তাই খুনিকে চিহ্নিত করতে খুব একটা অসুবিধা হবে না । দ্বিতীয় হুগলি সেতুর তলায় ঘটনাস্থানে পুলিশ পোস্টিং করা হয়েছে । আটক যুবকদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

কলকাতা, 2 অগাস্ট : ইদের রাতে কলকাতায় খুন হলেন এক সিভিক ভলান্টিয়ার । ঘটনাস্থান ময়দান থানা এলাকার হেস্টিংস মাজার গ্রাউন্ড । শহরের বুকে পুলিশকর্মী খুন হওয়ায় উত্তেজনা ছড়িয়েছে । ঘটনাস্থানে পুলিশ পোস্টিং করা হয়েছে । তদন্ত শুরু হয়েছে । ইতিমধ্যেই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতদের নাম- সাফেদ রহমান, অজয় রায় এবং অভিষেক সিংহ।

পুলিশ সূত্রে খবর, গতরাত সাড়ে 12 টা নাগাদ ময়দান থানার হেস্টিংস মাজার গ্রাউন্ডে আড্ডা নিয়ে দু'পক্ষের মধ্যে বিবাদ শুরু হয় । সেই সময় ডিউটিরত ছিলেন না সিভিক ভলান্টিয়ার ইরশাদ হোসেন(36)। থাকেন ইকবালপুর থানা এলাকার এম এম আলি রোডে । তিনি এক পক্ষের হয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন । ঝামেলার মাঝে প্রতিপক্ষের একজন তাঁর মাথার পিছনের দিকে ইট দিয়ে আঘাত করে । সেই মুহূর্তে অবশ্য কোনও রক্তপাত হয়নি । ঘটনার খবর পেয়ে চলে আসেন স্থানীয়রা । তাঁদের চেষ্টাতেই থামে বিবাদ । এরই মাঝে ওই সিভিক ভলান্টিয়ার অসুস্থ হয়ে পড়েন । তাঁকে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে । ট্রমা কেয়ারে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় তাঁর।

police
ঘটনাস্থানে মোতায়েন হয় পুলিশ

এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । কয়েকজন পলাতক । তবে পুলিশের ধারণা, যেহেতু দুই পক্ষের সবাই মোটের উপর পরিচিত ছিল তাই খুনিকে চিহ্নিত করতে খুব একটা অসুবিধা হবে না । দ্বিতীয় হুগলি সেতুর তলায় ঘটনাস্থানে পুলিশ পোস্টিং করা হয়েছে । আটক যুবকদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Last Updated : Aug 2, 2020, 1:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.