ETV Bharat / jagte-raho

ঢোলাহাটে এবার খড়ের গাদা থেকে বোমা উদ্ধার

author img

By

Published : Jan 1, 2020, 5:17 AM IST

ঢোলাহাটে অস্ত্র উদ্ধারের একদিন পরই খড়ের গাদা থেকে উদ্ধার হল বোমা ৷ 75টির বেশি বোমা পাওয়া গেছে খড়ের গাদা থেকে ৷

Dholahat
খড়ের গাদায় বোমা

ঢোলাহাট (দক্ষিণ 24 পরগনা ), 1 জানুয়ারি : একদিন আগেই উদ্ধার হয়েছিল আগ্নেয়াস্ত্র ৷ এবার খড়ের গাদা থেকে উদ্ধার হল বোমা ৷ ঢোলাহাট থানার ভগবানপুর এলাকার ঘটনা ।

গোপন সূত্রে পুলিশ খবর পায়, ভগবানপুরের এক বাসিন্দার খড়ের গাদায় লুকানো আছে বোমা ৷ সেইমতো গতকাল ঢোলাহাট থানার OC অনিন্দ্য মুখার্জি পুলিশের একটি দল নিয়ে নুর হোসেন মোল্লা নামে ওই ব্যক্তির বাড়িতে হানা দেয় ৷ খড়ের গাদায় তল্লাশি চালাতেই বোমা দেখতে পাওয়া যায় ৷ এরপর খবর পেয়ে CID-র বম্ব স্কয়্যাড এসে খড়ের গাদা থেকে একে একে 75টি বেশি বোমা উদ্ধার করে । নুর হোসেন মোল্লা ও তার এক সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ । আজ (বুধবার) ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে ।

bomb
উদ্ধার হওয়া বোমা

এই সংক্রান্ত খবর : ঢোলাহাটে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ গ্রেপ্তার অস্ত্র ব্যবসায়ী

এর আগে সোমবার ঢোলাহাটের জগদীশপুরে উদ্ধার হয় সাতটি লং রেঞ্জের বন্দুক ও 12 রাউন্ড তাজা কার্তুজ ৷ গোপন সূত্রে খবর পেয়ে জগদীশপুর হাসপাতাল মোড় এলাকায় সাগির সর্দার নামে এক যুবককে আটক করে পুলিশ ৷ তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ৷ পুলিশ জানিয়েছে, সাগির আগ্নেয়াস্ত্র ও কার্তুজ নিয়ে কলকাতার দিকে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল । সেই সময়ই ঢোলাহাট থানার একটি দল জগদীশপুর মোড় থেকে সাগিরকে আটক করে । এরপর তল্লাশি চালিয়ে তার কাছে থেকে সাতটি লং রেঞ্জ বন্দুক ও 12 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে । তারপর তাকে গ্রেপ্তার করা হয় ৷

bomb squad
খড়ের গাদায় বোমা রয়েছে কি না পরীক্ষা করে দেখছেন বম্ব স্কয়্যাডের এক অফিসার

মাসখানেক আগে ঢোলাহাট থানা এলাকায় একটি অস্ত্র কারখানার হদিশ পায় পুলিশ । সেই কারখানা থেকে উদ্ধার হয়েছিল প্রচুর আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম ।

ঢোলাহাট (দক্ষিণ 24 পরগনা ), 1 জানুয়ারি : একদিন আগেই উদ্ধার হয়েছিল আগ্নেয়াস্ত্র ৷ এবার খড়ের গাদা থেকে উদ্ধার হল বোমা ৷ ঢোলাহাট থানার ভগবানপুর এলাকার ঘটনা ।

গোপন সূত্রে পুলিশ খবর পায়, ভগবানপুরের এক বাসিন্দার খড়ের গাদায় লুকানো আছে বোমা ৷ সেইমতো গতকাল ঢোলাহাট থানার OC অনিন্দ্য মুখার্জি পুলিশের একটি দল নিয়ে নুর হোসেন মোল্লা নামে ওই ব্যক্তির বাড়িতে হানা দেয় ৷ খড়ের গাদায় তল্লাশি চালাতেই বোমা দেখতে পাওয়া যায় ৷ এরপর খবর পেয়ে CID-র বম্ব স্কয়্যাড এসে খড়ের গাদা থেকে একে একে 75টি বেশি বোমা উদ্ধার করে । নুর হোসেন মোল্লা ও তার এক সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ । আজ (বুধবার) ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে ।

bomb
উদ্ধার হওয়া বোমা

এই সংক্রান্ত খবর : ঢোলাহাটে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ গ্রেপ্তার অস্ত্র ব্যবসায়ী

এর আগে সোমবার ঢোলাহাটের জগদীশপুরে উদ্ধার হয় সাতটি লং রেঞ্জের বন্দুক ও 12 রাউন্ড তাজা কার্তুজ ৷ গোপন সূত্রে খবর পেয়ে জগদীশপুর হাসপাতাল মোড় এলাকায় সাগির সর্দার নামে এক যুবককে আটক করে পুলিশ ৷ তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ৷ পুলিশ জানিয়েছে, সাগির আগ্নেয়াস্ত্র ও কার্তুজ নিয়ে কলকাতার দিকে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল । সেই সময়ই ঢোলাহাট থানার একটি দল জগদীশপুর মোড় থেকে সাগিরকে আটক করে । এরপর তল্লাশি চালিয়ে তার কাছে থেকে সাতটি লং রেঞ্জ বন্দুক ও 12 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে । তারপর তাকে গ্রেপ্তার করা হয় ৷

bomb squad
খড়ের গাদায় বোমা রয়েছে কি না পরীক্ষা করে দেখছেন বম্ব স্কয়্যাডের এক অফিসার

মাসখানেক আগে ঢোলাহাট থানা এলাকায় একটি অস্ত্র কারখানার হদিশ পায় পুলিশ । সেই কারখানা থেকে উদ্ধার হয়েছিল প্রচুর আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম ।

Intro:প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধারের একদিন পরেই ফের বড়সড় সাফল্য পেল ঢোলাহাট থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে খড়ের গাদা থেকে বোমা উদ্ধার করল ঢোলাহাট থানার পুলিশ। ঢোলাহাট থানার ভগবানপুর এলাকার ঘটনা। ভগবানপুর গ্রামের বাসিন্দা নূর হোসেন মোল্লার খড়ের গাদাতে বোমা লুকোনো আছে এমনটি খবর আসে পুলিশের কাছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঢোলাহাট থানার ওসি অনিন্দ্য মুখার্জী পুলিশের একটি দল নিয়ে হানা দেয় নূর হোসেন মোল্লার বাড়িতে। খড়ের গাদা ঘিরে ধরে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বোমা। এরপর সিআইডির বোম স্কোয়াডে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে খড়ের গাদা থেকে একে একে প্রচুর বোমা উদ্ধার করে। ঢোলাহাট থানা তে এই নিয়ে অস্ত্র উদ্ধারে দু মাসের মধ্যে তিনবার বড়সড় সাফল্য পেল। ঘটনার পর নূর হোসেন মোল্লার সহ তার এক সঙ্গীকে গ্রেপ্তার করেছে ঢোলাহাট থানা পুলিশ। আগামীকাল ধৃত দুজনকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে তোলা হয়। Body:Intro তে কপি দিলাম Conclusion:একটু দেখে নেবেন।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.