ETV Bharat / jagte-raho

শিলিগুড়িতে ব্রাউন সুগারসহ ধৃত 2 - ব্রাউন সুগার

গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ । ধৃতদের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় ৷ অভিযান চলাকালে প্রায় 25 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় ।

Arrested 2 with brown sugar in siliguri
Arrested 2 with brown sugar in siliguri
author img

By

Published : Jul 17, 2020, 10:41 PM IST

শিলিগুড়ি, 17 জুলাই : শিলিগুড়ির এক বাড়ি থেকে উদ্ধার হল 25 গ্রাম ব্রাউন সুগার । শিলিগুড়ি পৌর এলাকার 4 নম্বর ওয়ার্ডের ঘটনা । ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি থানার পুলিশ ।

ধৃতদের নাম প্রদীপ প্রসাদ ও মহম্মদ গুড্ডু । শুক্রবার তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । তদন্তের স্বার্থে ধৃতদের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন বিচারক ।

গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ । সূত্রের খবর মোতাবেক ধৃতদের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় ৷ অভিযান চলাকালে প্রায় 25 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় । জানা গেছে বাড়িতেই ব্রাউন সুগারের ব্যবসা করত ধৃতরা । কোথা থেকে ব্রাউন সুগার আনা হত, কারা কারা এর সাথে জড়িত তার খোঁজ চালাচ্ছে পুলিশ ।

শিলিগুড়ি, 17 জুলাই : শিলিগুড়ির এক বাড়ি থেকে উদ্ধার হল 25 গ্রাম ব্রাউন সুগার । শিলিগুড়ি পৌর এলাকার 4 নম্বর ওয়ার্ডের ঘটনা । ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি থানার পুলিশ ।

ধৃতদের নাম প্রদীপ প্রসাদ ও মহম্মদ গুড্ডু । শুক্রবার তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । তদন্তের স্বার্থে ধৃতদের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন বিচারক ।

গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ । সূত্রের খবর মোতাবেক ধৃতদের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় ৷ অভিযান চলাকালে প্রায় 25 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় । জানা গেছে বাড়িতেই ব্রাউন সুগারের ব্যবসা করত ধৃতরা । কোথা থেকে ব্রাউন সুগার আনা হত, কারা কারা এর সাথে জড়িত তার খোঁজ চালাচ্ছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.