ETV Bharat / jagte-raho

পানাপুকুর থেকে উদ্ধার দেহ, গায়ে ছ্যাঁকার দাগ - pond

পানাপুকুর থেকে উদ্ধার ব্যবসায়ীর দেহ । দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের ঝিকুড়িয়ার ঘটনা ।

প্রতীকী ছবি
author img

By

Published : Jul 4, 2019, 2:05 PM IST

দেগঙ্গা, 4 জুলাই: পানাপুকুর থেকে উদ্ধার ব্যবসায়ীর দেহ । মৃতের নাম মোকাদ্দুস মোল্লা (42)। দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের ঝিকুড়িয়ার ঘটনা ।

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি মাটি ব্যবসার সঙ্গে জড়িত । তাঁর দেহের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন ছিল । গলায় গামছা জড়ানো অবস্থায় ওই মোকাদ্দুসের দেহ উদ্ধার হয় । দেহের পাশে থাকা মদের বোতল দেখে পুলিশর অনুমান, গতকাল রাতে ওই ব্যবসায়ীর সঙ্গে আরও অনেকে ছিল । সকলে মিলে ঝিকুড়িয়ার রাস্তার পাশে মদের আসর বসায় । সেখানেই কোনও গন্ডগোলের কারণে তাঁকে গলায় গামছা জড়িয়ে খুন করা হয় । খুনের আগে তাঁর শরীরের বিভিন্ন অংশে বিড়ির ছ্যাঁকাও দেওয়া হয় ।

যদিও এই ঘটনার তদন্তে নেমে বেশ কিছু বিষয়ে ধন্দে পুলিশ । ওই ব্যক্তিকে মদের আসরে খুন করা হয় নাকি এলাকার বাইরে খুন করার পর দেহ লোপাট করতেই পানা পুকুরে মৃতদেহ ফেলা হয়েছিল তা জানতে তদন্ত চলছে । খুনের পিছনে কোনও পুরোনো শত্রুতা আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ ।

দেগঙ্গা, 4 জুলাই: পানাপুকুর থেকে উদ্ধার ব্যবসায়ীর দেহ । মৃতের নাম মোকাদ্দুস মোল্লা (42)। দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের ঝিকুড়িয়ার ঘটনা ।

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি মাটি ব্যবসার সঙ্গে জড়িত । তাঁর দেহের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন ছিল । গলায় গামছা জড়ানো অবস্থায় ওই মোকাদ্দুসের দেহ উদ্ধার হয় । দেহের পাশে থাকা মদের বোতল দেখে পুলিশর অনুমান, গতকাল রাতে ওই ব্যবসায়ীর সঙ্গে আরও অনেকে ছিল । সকলে মিলে ঝিকুড়িয়ার রাস্তার পাশে মদের আসর বসায় । সেখানেই কোনও গন্ডগোলের কারণে তাঁকে গলায় গামছা জড়িয়ে খুন করা হয় । খুনের আগে তাঁর শরীরের বিভিন্ন অংশে বিড়ির ছ্যাঁকাও দেওয়া হয় ।

যদিও এই ঘটনার তদন্তে নেমে বেশ কিছু বিষয়ে ধন্দে পুলিশ । ওই ব্যক্তিকে মদের আসরে খুন করা হয় নাকি এলাকার বাইরে খুন করার পর দেহ লোপাট করতেই পানা পুকুরে মৃতদেহ ফেলা হয়েছিল তা জানতে তদন্ত চলছে । খুনের পিছনে কোনও পুরোনো শত্রুতা আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.