চিত্তরঞ্জন, 18 জুলাই : চিত্তরঞ্জনে ব্যবসায়ী বলরাম সিংয়ের খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল চিত্তরঞ্জন থানার পুলিশ। চিত্তরঞ্জন শহর থেকেই গ্রেপ্তার করা হয় তিনজনকে। ধৃতদের নাম অজয় মণ্ডল ওরফে গাঙ্গু, মুকেশ বাল্মীকি ও রাহুল সিং। অজয় মণ্ডলই এই খুনের মাষ্টার মাইন্ড বলে পুলিশের দাবি।
গতকাল সন্ধ্যায় চিত্তরঞ্জন রেল শহরে GSD গেটের সামনে ব্যবসায়ী বলরাম সিংয়ের (45) দেহ পড়ে ছিল । প্রত্যক্ষদর্শীদের মতে, কালো মোটর সাইকেলে দুজন এসে তাকে গুলি করে পালায়। খবর পেয়ে চিত্তরঞ্জন থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে কস্তুরবা গান্ধি হাসপাতালে নিয়ে যায়। পুলিশ তদন্তে নেমে অনুমান করে ব্যবসায়িক শত্রুতার জেরেই এই খুন।
বলরাম সিং চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় ঠিকাদারের অধীনে কাজ করার পাশপাশি নিলামে স্ক্র্যাপ লোহা কিনে বিক্রি করত। তদন্তে নেমে পুলিশের সন্দেহ হয় চিত্তরঞ্জনেরই অজয় মণ্ডলের দিকে। সে-ও স্ক্র্যাপ লোহার কারবারী। পাশপাশি তার বিরুদ্ধে এলাকায় দাদাগিরি করার অভিযোগ রয়েছে। অজয় মণ্ডলকে জেরা করেই খুনের তথ্য বেরিয়ে আসে। এরপরেই অজয়ের স্বীকারোক্তিতে অজয়ের কর্মী মুকেশ বাল্মিকী ও রাহুল সিংকে গ্রেপ্তার করে পুলিশ।
চিত্তরঞ্জন থানার পুলিশের দাবি ধৃতরা খুনের কথা স্বীকার করেছে। তবে এই ঘটনায় আর কেউ জড়িত আছে কি না খোঁজ করছে পুলিশ।