ETV Bharat / jagte-raho

দুষ্কৃতীরা সোয়েটার খুলতেই চোখ কপালে পুলিশের

author img

By

Published : Jan 22, 2020, 8:02 PM IST

গতকাল কলকাতার শহিদ মিনারের কাছে ওই দু'জনকে আটক করা হয় । তাদের ব্যাগ এবং প্যান্টের পকেটে তল্লাশি করে প্রাথমিকভাবে কিছুই পায়নি গোয়েন্দারা । তখন তাদের সোয়েটার খুলতে বলা হয় । এরপরেই চোখ কপালে ওঠে গোয়েন্দাদের । সোয়েটারের ভেতর তৈরি করা ছিল গোপন পকেট । আর তাতেই রাখা ছিল 500 টাকার জাল নোটের বান্ডিল ।

fake notes trafficking
জালনোট পাচারকারী

কলকাতা, 22 জানুয়ারি: আপাতদৃষ্টিতে সাধারণ সোয়েটার । উপর থেকে দেখলে বোঝার উপায় নেই যে, এই সোয়েটারের গোপন পকেটে থরে থরে লুকানো রয়েছে জাল নোট । এভাবেই জাল নোট পাচারের উদ্দেশ্যে ছিল দুষ্কৃতীদের । কিন্তু কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দাদের চোখে ধুলো দিতে পারেনি তারা । মঙ্গলবার পুলিশের তৎপরতায় জাল নোট পাচার চক্রের পর্দা ফাঁস হল । এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে ।

ফের মালদা থেকে কলকাতায় জাল নোট পাচারের চেষ্টা । তবে আবারও পুলিশি তৎপরতায় পাচারকারীরা সাফল্য পেল না । নির্দিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়ার আগেই জাল নোট-সহ ধরা পড়ল পাচারকারীরা । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 3 লাখ 46 হাজার টাকার জালনোট ।

fake notes trafficking by this sweater
এই সোয়েটারেই পাচার করা হচ্ছিল জালনোট

এই পাচারকারীদের বিষয়ে আগে থেকেই খবর ছিল স্পেশাল টাস্ক ফোর্সের কাছে । গতকাল মালদার কালিয়াচক থেকে কলকাতায় আসে আক্রামুল (43) এবং সেনাউল শেখ (34) । তারা যে কলকাতায় আসবে সেই খবর পুলিশের কাছে ছিল । সেই মতো নজরও রাখা হচ্ছিল ।

গতকাল কলকাতার শহিদ মিনারের কাছে ওই দু'জনকে আটক করা হয় । তাদের ব্যাগ এবং প্যান্টের পকেটে তল্লাশি করে প্রাথমিকভাবে কিছুই পায়নি গোয়েন্দারা । তখন তাদের সোয়েটার খুলতে বলা হয় । এরপরেই চোখ কপালে ওঠে গোয়েন্দাদের । সোয়েটারের ভেতর তৈরি করা ছিল গোপন পকেট । আর তাতেই রাখা ছিল 500 টাকার জাল নোটের বান্ডিল ।

trafficking fake notes amt 3 lakhs 46 thousands
উদ্ধার 3 লাখ 46 হাজার টাকার জালনোট

সাধারণত মালদা থেকে জাল নোট প্রথমে নিয়ে আসা হয় কলকাতায় । তারপর তা পাচার করা হয় দেশের বিভিন্ন প্রান্তে । জাল নোট পাচারের পাশাপাশি চলছে অস্ত্র পাচারের কারবারও । রীতিমতো বিনিময় প্রথায় (জাল নোটের বদলে অস্ত্র) চলছে এই কারবার । এটাই মূলত জাল নোট পাচার চক্রের মোডাস অপারেন্ডি । আপাতত আক্রামুল ও সেনাউলকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ ।

কলকাতা, 22 জানুয়ারি: আপাতদৃষ্টিতে সাধারণ সোয়েটার । উপর থেকে দেখলে বোঝার উপায় নেই যে, এই সোয়েটারের গোপন পকেটে থরে থরে লুকানো রয়েছে জাল নোট । এভাবেই জাল নোট পাচারের উদ্দেশ্যে ছিল দুষ্কৃতীদের । কিন্তু কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দাদের চোখে ধুলো দিতে পারেনি তারা । মঙ্গলবার পুলিশের তৎপরতায় জাল নোট পাচার চক্রের পর্দা ফাঁস হল । এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে ।

ফের মালদা থেকে কলকাতায় জাল নোট পাচারের চেষ্টা । তবে আবারও পুলিশি তৎপরতায় পাচারকারীরা সাফল্য পেল না । নির্দিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়ার আগেই জাল নোট-সহ ধরা পড়ল পাচারকারীরা । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 3 লাখ 46 হাজার টাকার জালনোট ।

fake notes trafficking by this sweater
এই সোয়েটারেই পাচার করা হচ্ছিল জালনোট

এই পাচারকারীদের বিষয়ে আগে থেকেই খবর ছিল স্পেশাল টাস্ক ফোর্সের কাছে । গতকাল মালদার কালিয়াচক থেকে কলকাতায় আসে আক্রামুল (43) এবং সেনাউল শেখ (34) । তারা যে কলকাতায় আসবে সেই খবর পুলিশের কাছে ছিল । সেই মতো নজরও রাখা হচ্ছিল ।

গতকাল কলকাতার শহিদ মিনারের কাছে ওই দু'জনকে আটক করা হয় । তাদের ব্যাগ এবং প্যান্টের পকেটে তল্লাশি করে প্রাথমিকভাবে কিছুই পায়নি গোয়েন্দারা । তখন তাদের সোয়েটার খুলতে বলা হয় । এরপরেই চোখ কপালে ওঠে গোয়েন্দাদের । সোয়েটারের ভেতর তৈরি করা ছিল গোপন পকেট । আর তাতেই রাখা ছিল 500 টাকার জাল নোটের বান্ডিল ।

trafficking fake notes amt 3 lakhs 46 thousands
উদ্ধার 3 লাখ 46 হাজার টাকার জালনোট

সাধারণত মালদা থেকে জাল নোট প্রথমে নিয়ে আসা হয় কলকাতায় । তারপর তা পাচার করা হয় দেশের বিভিন্ন প্রান্তে । জাল নোট পাচারের পাশাপাশি চলছে অস্ত্র পাচারের কারবারও । রীতিমতো বিনিময় প্রথায় (জাল নোটের বদলে অস্ত্র) চলছে এই কারবার । এটাই মূলত জাল নোট পাচার চক্রের মোডাস অপারেন্ডি । আপাতত আক্রামুল ও সেনাউলকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ ।

Intro:কলকাতা, 22 জনুয়ারি: আপাতদৃষ্টিতে নিরামিষ ওয়েটার। উপর থেকে দেখলে বোঝার উপায় নেই সেই সোয়েটারই হয়ে উঠেছে জালনোট পাচারের অস্ত্র। কিন্তু কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দাদের চোখে ধুলো দেওয়া যায়নি। তাদের তৎপরতায় পর্দা ফাঁস হলো জালনোট পাচার চক্রের। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।



Body:ফের মালদা থেকে কলকাতায় জালনোট পাচারের চেষ্টা। তবে আবারও পুলিশের তৎপরতায় পাচারকারী সাফল্য পেল না। নির্দিষ্ট ব্যক্তির হাতে তুলে দেবার আগেই জাল নোটসহ ধরা পড়ল পাচারকারীরা। ধৃতদের কাছে উদ্ধার হয়েছে 3 লাখ 46 হাজার টাকার জাল নোট। এই পাচারকারীদের বিষয়ে আগে থেকেই খবর ছিল স্পেশাল টাস্কফোর্সের কাছে। স্পেশাল টাস্কফোর্স সূত্রে খবর, গতকাল মালদার কালিয়াচক থেকে কলকাতায় আসে আকরামুল এবং সেনাউল শেখ। আকরামুলের বয়স 43। সেনাউল 34 বছরের যুবক। তারা যে কলকাতায় আসবে সেই খবর ছিল পুলিশের কাছে। সেই মতো নজর রাখা হচ্ছিল। কলকাতার শহীদ মিনারের কাছে তাদের আটক করা হয়। তাদের ব্যাগ এবং প্যান্টের পকেট খতিয়ে দেখে প্রাথমিকভাবে কিছুই পায়নি গোয়েন্দারা। তাদের সোয়েটার খুলতেই চোখ কপালে ওঠে গোয়েন্দাদের। সোয়েটারের ভেতর তৈরি করা হয়েছে গোপন পকেট। আর তাকে থরে থরে সাজানো 500 টাকার জাল নোট। তৎক্ষণাৎ আটক করা হয় দুজনকে। পরে গ্রেপ্তার করা হয় তাদের।


Conclusion:সাধারণভাবে মালদা থেকে জালভোট আনা হয় কলকাতায়। তারপর তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। সাম্প্রতিক অতীতে বলছে পাশাপাশি চলছে অস্ত্র আর জালনোটের কারবার। রীতিমতো বিনিময় প্রথায় চলছে সেই কারবার। এটাই মূলত জাল নোট চক্রের মডাস অপারেন্ডি। যে তোকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের খোঁজ জানার চেষ্টা করছে পুলিশ। কলকাতায় ওই ব্যক্তি কার হাতে জাল নোট তুলে দিত তাও জানার চেষ্টা চলছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.