বীরভূম, 7 জুলাই : রাতভর তল্লাশি চালিয়ে ড্রাম ভরতি 112টি বোমা উদ্ধার করল পুলিশ । মল্লারপুর ও লাভপুরে বিস্ফোরণের পর নড়ে বসল প্রশাসন । জেলাজুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ ।
মল্লারপুর ও লাভপুরে দিন কয়েকের ব্যবধানে বিস্ফোরণ হয় । এরপর থেকেই বিরোধীরা অভিযোগ তোলে, বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে গোটা বীরভূম । তারপর থেকেই জেলাজুড়ে বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ক্ষেত্রে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ । গতকাল রাতে নানুর থেকে 32টি, লাভপুর থেকে 40টি, পাড়ুই থেকে 20টি, সদাইপুর থেকে 9টি, কাঁকরতলা থেকে 9টি ও রামপুরহাট থেকে 2টি বোমাসহ জেলা থেকে মোট 112টি বোমা উদ্ধার করা হয় । একইসঙ্গে 9টি দেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ । বিস্ফোরণের ঘটনায় সরাসরি যুক্ত থাকার অভিযোগে মোট 399 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
কিছুদিন আগে মজুত রাখা বোমা বিস্ফোরণের জেরে উড়ে যায় মল্লারপুরের মেঘদূত ক্লাবের কংক্রিটের তিনতলা বাড়ির একাংশ । এই ঘটনার দিন কয়েকের মধ্যেই লাভপুরে পুলিশ ক্যাম্পের কাছে থাকা পরিত্যক্ত উপ স্বাস্থ্যকেন্দ্র বিস্ফোরণের জেরে উড়ে যায় । এই দুটি ঘটনায় দুই পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে । জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন, "পুলিশ তল্লাশি জারি রেখেছে । অস্ত্র, বোমা উদ্ধার চলছে ।"
আরও পডুন : মল্লারপুর ও লাভপুরে বিস্ফোরণ, সাসপেন্ড 2 পুলিশ অফিসার
আরও পডুন : গভীর রাতে ক্লাবে বিস্ফোরণ, মজুত ছিল বোমা ?