জঙ্গিপুর, 16 জুলাই: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অজগর পাড়া মোড় থেকে 105 কেজি গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতদের নাম মন্টু মণ্ডল ও কামাল মণ্ডল ।
বিষয়টি নিয়ে জঙ্গিপুরের পুলিশ সুপার জানান , “ধৃতরা গাঁজা নিয়ে আলিপুরদুয়ার থেকে দেগঙ্গার দিকে যাচ্ছিল । রঘুনাথগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদের কাছ থেকে একটি গাড়ি ও 105 কেজি গাঁজা উদ্ধার করে । গতকাল বেলা 12টা নাগাদ নাকা তল্লাশি চালিয়ে অজগরপাড়া মোড় থেকে উদ্ধার করা হয় ধৃতদের । ”
ধৃত মন্টু মণ্টু মণ্ডল ও কামাল মণ্ডলকে আজ জঙ্গিপুর আদালতে তোলা হবে ।