নয়াদিল্লি, 22 নভেম্বর: পলাতক সংখ্যালঘু ধর্মগুরু জাকির নায়েক দেখা করলেন মুসলিম ভ্রাতৃত্বের নেতা ওমর আবদুল কাফির সঙ্গে ৷ তাঁর বিরুদ্ধে 2010 সালে স্টকহোম বোমা বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ রয়েছে ৷ ভারত থেকে পালিয়ে বর্তমানে ইন্দোনেশিয়ায় আশ্রয় নিয়েছেন জাকির ৷ কাতারে তাঁকে ফিফা বিশ্বকাপের মঞ্চে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ৷ সেখানে যাওয়ার আগে কাফির সাক্ষাৎ করলেন নায়েক (Zakir Naik met Muslim Brotherhoods Omar Abdul Kafi) ৷
এই খবরটি টুইট করেছেন জাহাক তনভির (Zahack Tanveer) ৷ তিনি জানিয়েছেন, "কাতারে ফিফা বিশ্বকাপে পৌঁছনোর আগে জাকির নায়েক মুসলিম ব্রাদারহুডের ঘৃণাসূচক মন্তব্যকারী ওমর আবদুল-কাফির সঙ্গে দেখা করেছেন ৷ কাফি স্টকহোমে আত্মঘাতী বোমা হামলায় তৈমুর আবদুলওয়াহাবকে উৎসাহিত করেছিলেন ৷ এর আগে তিনি 9/11 (আমেরিকার টুইন টাওয়ারে হামলা) আক্রমণকে 'কমেডি ফিল্ম' বলে আখ্যা দিয়েছিল ৷ তিনি ইহুদিদের (eliminate #Jews) তাড়ানোর বাণী ছড়িয়েছিলেন ৷"
-
They share his venomous and violent version of Islam, such perverts damage their respective religions. Terrible decision of the Qatar regime, its FIFA World Cup not an Ijtima where Zakir Naik may be asked to speak. Even there he shouldn't be invited. https://t.co/xGglwVqlTx
— S lrfan Habib एस इरफान हबीब عرفان حبئب (@irfhabib) November 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">They share his venomous and violent version of Islam, such perverts damage their respective religions. Terrible decision of the Qatar regime, its FIFA World Cup not an Ijtima where Zakir Naik may be asked to speak. Even there he shouldn't be invited. https://t.co/xGglwVqlTx
— S lrfan Habib एस इरफान हबीब عرفان حبئب (@irfhabib) November 21, 2022They share his venomous and violent version of Islam, such perverts damage their respective religions. Terrible decision of the Qatar regime, its FIFA World Cup not an Ijtima where Zakir Naik may be asked to speak. Even there he shouldn't be invited. https://t.co/xGglwVqlTx
— S lrfan Habib एस इरफान हबीब عرفان حبئب (@irfhabib) November 21, 2022
জাকির নায়েক ফিফা বিশ্বকাপে কাতারে যাবেন ধর্মীয় ভাষণ দিতে (Qatar inviting controversial Islamic preacher Zakir Naik) ৷ ফিফা বিশ্বকাপ চলাকালীন দোহায় (FIFA World Cup in Doha) তাঁর এই বক্তৃতাকে ভালো চোখে দেখছেন না বহু ভারতীয় ৷ 2017 সাল থেকে জাকির নায়েক মালয়েশিয়ায় নির্বাসনে রয়েছেন ৷ ভারতে ঘৃণাসূচক বক্তৃতা, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা আর প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷
-
Hate preacher Zakir Naik, a supporter of Al-Qaeda & wanted in India for terror activities is Qatar’s official guest at FIFA World Cup.@FIFAWorldCup How can you allow world’s top sports platform for a terror sympathizer who openly call for jihad/violence against non-Muslims ?
— Major Surendra Poonia (@MajorPoonia) November 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Hate preacher Zakir Naik, a supporter of Al-Qaeda & wanted in India for terror activities is Qatar’s official guest at FIFA World Cup.@FIFAWorldCup How can you allow world’s top sports platform for a terror sympathizer who openly call for jihad/violence against non-Muslims ?
— Major Surendra Poonia (@MajorPoonia) November 21, 2022Hate preacher Zakir Naik, a supporter of Al-Qaeda & wanted in India for terror activities is Qatar’s official guest at FIFA World Cup.@FIFAWorldCup How can you allow world’s top sports platform for a terror sympathizer who openly call for jihad/violence against non-Muslims ?
— Major Surendra Poonia (@MajorPoonia) November 21, 2022
আরও পড়ুন: বিশ্বকাপের মঞ্চে ধর্মীয় ভাষণ ভারতের পলাতক ধর্মগুরু জাকির হোসেনের !
এ প্রসঙ্গে ইরফান হাবিব (Ifran Habib) টুইট করেন, "কাতার শাসকের সাংঘাতিক সিদ্ধান্ত ৷ তারা ইসলাম নিয়ে বিষাক্ত এবং হিংসাত্মক বক্তৃতা সকলের সঙ্গে ভাগ করে নেবে ৷ এরকম বিকৃত মানসিকতা ধর্মকে ক্ষতিগ্রস্ত করবে ৷ এটা ফিফা বিশ্বকাপ ৷ কোনও 'ইজ়তিমা' (Ijtima) নয়, যেখানে জাকির নায়েককে বক্তৃতা দেওয়ার জন্য ডাকতে হবে ৷ এমনকী সেখানেও তাঁকে আমন্ত্রণ জানানো উচিত নয় ৷"
মেজর সুরেন্দ্র পুনিয়া (Major Surendra Poonia) টুইট করেন, "ঘৃণাসূচক মন্তব্যকারী জাকির নায়েক, আল কায়েদার সমর্থক ৷ জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকায় ভারতে তিনি 'ওয়ান্টেড' ৷ সেই জাকির নায়েক ফিফা বিশ্বকাপে সরকারি অতিথি ৷ বিশ্বের অন্যতম সর্বোচ্চ খেলার প্ল্যাটফর্মে সন্ত্রাসবাদী কার্যকলাপে উসকানি দেওয়া মানুষ কী করে অনুমতি পান ? "
কাতারে জাকির নায়েক আসছেন, এই খবরটি প্রথম সামনে আসে ফৈজ়ল আলহাজ়রির (Faisal Alhajri) টুইটে ৷ তিনি রাজ্যের ক্রীড়া নেটওয়ার্ক আলকাসের সঞ্চালক ৷ তিনি লেখেন, "বিশ্বকাপের সময় ধর্মীয় বক্তা শেখ জাকির নায়েক (Preacher Sheikh Zakir Naik) কাতারে থাকবেন ৷ তিনি টুর্নামেন্ট চলাকালীন বহু ধর্মীয় বক্তৃতা দেবেন ৷"